গুগল পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএল এলো বাড়তি ক্যামেরা নিয়ে

রেকর্ডসংখ্যকবার লিক হওয়ার পর অবশেষে গুগল তাদের পিক্সেল সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএল ঘোষণা করেছে। নিউ ইয়র্কে ১৫ অক্টোবর পিক্সেল 4 এবং পিক্সেল 4 XL উন্মোচন করেছে গুগল।

পিক্সেল ফোর ফোনে রয়েছে ৫.৭ ইঞ্চি এইচডি ওএলইডি স্ক্রিন এবং পিক্সেল ফোর এক্সএল ফোনে থাকছে ৬.৩ ইঞ্চি কোয়াডএইচডি ওএলইডি ডিসপ্লে। পিক্সেল ৪ সিরিজের ফোনদুটিতে নতুন বেশ কিছু সেন্সর রয়েছে যেগুলো আপনার হাতের নড়াচড়া সনাক্ত করে ফোন নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। এর মাধ্যমে আপনি ফোনের স্ক্রিনে টাচ না করেই শুধুমাত্র এর সামনে হাত নেড়ে গান পরিবর্তন, কল রিসিভ/রিজেক্ট প্রভৃতি করতে পারবেন।

আরও থাকছে ১০ গুণ দ্রুত গুগল অ্যাসিস্ট্যান্ট। এটি আগের তুলনায় আরো বেশি কাজ দ্রুততার সাথে করতে পারবে। এই গুগল এসিস্ট্যান্ট ভার্সন ডেভলপের ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছেন বাংলাদেশি ছেলে জাহিদ সবুর, যিনি গুগলে কর্মরত আছেন।

গুগল পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএল উভয়ের ক্ষেত্রেই ফ্রন্ট (৮ মেগাপিক্সেল + থ্রিডি ) ও ব্যাক (১২ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল) ক্যামেরায় দুটি করে লেন্স দেয়া হয়েছে। পিক্সেল থ্রি ফোনে ফ্রন্ট ক্যামেরায় দুটি লেন্স। কিন্তু ব্যাক ক্যামেরায় ছিল একটি। এবার ব্যাক ক্যামেরায়ও একাধিক লেন্স এল পিক্সেল ফোনে।

পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএলে ব্যবহৃত হয়েছে অক্টাকোর ৬৪ বিট স্নাপড্রাগন ৮৫৫ প্রসেসর ও ৬ জিবি র‍্যাম। উভয় ফোনের ক্ষেত্রে আপনি ৬৪ জিবি অথবা ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট নিতে পারবেন। এই ফোনগুলোতে কোন মেমরি কার্ড স্লট নেই। গুগোল পিক্সেল ৪ ফোনে রয়েছে ২৮০০এমএইচ ব্যাটারি এবং পিক্সেল ৪ এক্সএল এ রয়েছে ৩৭০০ এমএএইচ ব্যাটারি।

২৪শে অক্টোবর থেকে বাজারে আসবে গুগল পিক্সেল সিরিজের নতুন এই দুটি ফোন। এগুলোর সাথে থাকবে গুগলের ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম স্ট্যাডিয়া সাপোর্ট। পিক্সেল ৪ এর দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে। পিক্সেল ৪ এক্সএল এর দাম শুরু হবে ৮৯৯ ডলার থেকে। এগুলো কালো সাদা এবং কমলা রঙে পাওয়া যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,580 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *