গুগল পিক্সেল ফোনের দাম ২০২৪

ফটোগ্রাফি লাভারদের কাছে গুগল এর পিক্সেল ফোনগুলো বেশ পছন্দের। আমাদের দেশের স্মার্টফোন লাভারদের কাছেও পিক্সেল এক আস্থার নাম। ক্লিন সফটওয়্যার এক্সপেরিয়েন্স ও অসাধারণ ফটোগ্রাফি অভিজ্ঞতা প্রদান করে গুগল এর পিক্সেল ফোনগুলো। এই পোস্টে গুগল পিক্সেল ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানবেন। দাম সম্পর্কিত তথ্য দেশের বিভিন্ন স্মার্টফোন শপ থেকে নেয়া হয়েছে, যা পরিবর্তনশীল। তবে আপনি এই পোস্ট থেকে ভাল একটি ধারণা লাভ করতে পারবেন।

গুগল পিক্সেল ২ – Google Pixel 2

গুগল পিক্সেল ২ - Google Pixel 2

গুগল পিক্সেল ২ একটি আইকনিক ডিভাইস ছিলো যা বর্তমানে দেশের বাজারে ব্যবহৃত বা রিফার্বিশড কন্ডিশনে বেশ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। ১২হাজার টাকার দামের এই ফোনের ক্যামেরা কোয়ালিটি এই ফোনের চেয়ে ৩ থেকে ৪গুণ দামের অনেক ফোনের চেয়েও ভালো। তবে ২৭০০মিলিএম্প এর ব্যাটারি থাকায় ও বেশ আগের দিনের ডিভাইস হওয়ায় ফোনটির ব্যাটারি ব্যাকাপ হয়ত আজকের দিনের হার্ডকোর ইউজারদের জন্য মানানসই না ও হতে পারে।

গুগল পিক্সেল ২ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৩৫
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২.২মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৭০০মিলিএম্প

গুগল পিক্সেল এর দাম ১২,০০০টাকা

গুগল পিক্সেল ২এক্সএল – Google Pixel 2XL

Google-Pixel-2-XL

গুগল পিক্সেল ২ এর চেয়ে কিছুটা আপগ্রেডেড ব্যাটারি ও স্ক্রিন সাইজের ফোন গুগল পিক্সেল ২এক্সএল। ব্যাটারি ব্যাকাপ ইস্যু কিছুটা হলেও কম ফেস করতে হবে এই ফোনে যেহেতু এই ফোনে কিছুটা বড় ব্যাটারি রয়েছে। তবে বর্তমানে ৫০০০ মিলিএম্প ব্যাটারির ফোনের সাথে তুলনা করলে আপনার কাছে এই ফোনের ব্যাটারি ব্যাকাপ কম মনে হতেই পারে। অবশ্য ছবি তোলার ক্ষেত্রে কোনো ধরনের কমতি থাকছেনা এই ফোনটিতেও।

গুগল পিক্সেল ২এক্সএল এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৩৫
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২.২মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৫২০মিলিএম্প

গুগল পিক্সেল ২এক্সএল এর দাম ১৫,০০০টাকা

গুগল পিক্সেল ৩ – Google Pixel 3

গুগল পিক্সেল ৩ - Google Pixel 3

মাত্র ১৪৮গ্রাম ওজনের ফোন, গুগল পিক্সেল ৩ বেশ সুন্দর দেখতে একটি ফোন। যারা হ্যান্ডি ফোন পছন্দ করেন, তাদের এই ফোনটি ভালো লাগতে পারে। ছবি তোলার জন্য সেকেন্ডারি ফোন হিসেবে গুগল পিক্সেল ৩ বেশ ভালো একটি পছন্দ হতে পারে। আর আপনি যদি কম ফোন ব্যবহার করেন, তাহলে ফোনটির ব্যাটারি ব্যাকাপ আপনার কাছে তেমন সমস্যার মনে হবেনা।

গুগল পিক্সেল ৩ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৫ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৪৫
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২.২মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ব্যাটারিঃ ২৯১৫মিলিএম্প

গুগল পিক্সেল ৩ এর দাম ১৩,০০০টাকা

গুগল পিক্সেল ৩এক্সএল – Google Pixel 3XL

গুগল পিক্সেল ৩এক্সএল - Google Pixel 3XL

গুগল পিক্সেল ৩ এর ডিসপ্লে ও ব্যাটারিতে আপগ্রেড এসেছে। এছাড়া ফোনটির সামনে রয়েছে সেই বিখ্যাত নচ ডিসপ্লে। 

গুগল পিক্সেল ৩এক্সএল এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৩ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৪৫
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২.২মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ব্যাটারিঃ ৩৪৩০মিলিএম্প

গুগল পিক্সেল ৩এক্সএল এর দাম ২০,০০০টাকা

গুগল পিক্সেল ৩এ – Google Pixel 3a

গুগল পিক্সেল ৩এ - Google Pixel 3a

গুগল পিক্সেল ৩ ফোনটির কাটছাঁট ভার্সন হলো গুগল পিক্সেল ৩এ। ফোনটিতে পিক্সেল ৩ এর চেয়ে বেশ দুর্বল প্রসেসর রয়েছে এবং ডিসপ্লে ও ব্যাটারি ডিপার্টমেন্ট অপেক্ষাকৃত বাজেটবান্ধব। তবে ফোনটির দ্বারা তোলা ছবি অন্য পিক্সেল ডিভাইসের মতোই বেশ অসাধারণ।

গুগল পিক্সেল ৩এ স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৬ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৭০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২.২মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩০০০মিলিএম্প

গুগল পিক্সেল ৩এ এর দাম ১৭,০০০টাকা

👉 ওয়ানপ্লাস ফোনের দাম

গুগল পিক্সেল ৩এ এক্সএল – Google Pixel 3a XL

গুগল পিক্সেল ৩এ এক্সএল - Google Pixel 3a XL

পিক্সেল ৩এ ও পিক্সেল ৩এ এক্সএল এর মূল পার্থক্য হলো এর ডিসপ্লে ও ক্যামেরা সেকশনে। পিক্সেল ৩এ এক্সএলে বেশ বড় ব্যাটারি রয়েছে অন্য পিক্সেল ফোনের তুলনায় যার ফলে কিছুটা ভালো ব্যাটারি ব্যাকাপ পাওয়া যাবে।

গুগল পিক্সেল ৩এ এক্সএল এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৭০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২.২মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৭০০মিলিএম্প

গুগল পিক্সেল ৩এ এক্সএল এর দাম ১৮,০০০টাকা

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

গুগল পিক্সেল ৪ – Google Pixel 4

গুগল পিক্সেল ৪ - Google Pixel 4

পিক্সেল ৪ ফোনটির প্রত্যেকটা ফিচার বেশ অসাধারণ। যদিও বেশ ছোটো ব্যাটারি রয়েছে ফোনটিতে। এই ফোনটিতে প্রথম ডুয়াল ব্যাক ক্যামেরা নিয়ে আসে পিক্সেল। ফোনটির ক্যামেরা ও ওভারঅল পারফরম্যান্স বেশ অসাধারণ। তবে ব্যাটারি ডিপার্টমেন্টে কিছুটা ছাড় দিতে হচ্ছে।

গুগল পিক্সেল ৪ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৭ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৫৫
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা 
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৮০০মিলিএম্প

গুগল পিক্সেল ৪ এর দাম ২৮,০০০টাকা

👉 পোকো মোবাইল এর দাম

গুগল পিক্সেল ৪এক্সএল – Google Pixel 4XL

গুগল পিক্সেল ৪এক্সএল

বাজেটের মধ্যে দৈনন্দিন ব্যবহারের উদ্দেশ্যে পিক্সেল ফোন কিনতে চাইলে গুগল পিক্সেল ৪এক্সএল ফোনটি ভালো পছন্দ হতে পারে। এর ব্যাটারিও বেশ মানানসই।

গুগল পিক্সেল ৪এক্সএল এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৩ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৫৫
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৭০০মিলিএম্প

গুগল পিক্সেল ৪এক্সএল এর দাম ৩২,০০০টাকা

গুগল পিক্সেল ৪এ – Google Pixel 4a

 Google Pixel 4a
Google Pixel 4a Just Black

পিক্সেল ব্র‍্যান্ডের বেশ জনপ্রিয় একটি ফোন, পিক্সেল ৪এ। বাজেট পিক্সেল ফোন হিসেবে এখনো ফোনটি প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে। তবে ফিচার বিবেচনায় প্রায় একই দামের পিক্সেল ৪এক্সএল এগিয়ে থাকবে পিক্সেল ৪এ ফোনের চেয়ে।

গুগল পিক্সেল ৪এ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৮১ইঞ্চি
  • প্রসেসরঃ স্ম্যাপড্রাগন ৭৩০জি
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩১৪০মিলিএম্প

গুগল পিক্সেল ৪এ এর দাম ৩৫,০০০টাকা

👉 কম দামে ভালো ফোন

গুগল পিক্সেল ৪এ ৫জি – Google Pixel 4a 5G

google pixel 4a 5g

কেনার মত আরেকটি অসাধারণ পিক্সেল ফোন হলো গুগল পিক্সেল ৪এ ৫জি। এই ফোনটিতে রয়েছে ৫জি সুবিধা যা বেশ অসাধারণ। আবার পিক্সেল ৪এ তে অনুপস্থিত থাকা ডুয়াল ক্যামেরা এই ফোনে ফিরে এসেছে।

গুগল পিক্সেল ৪এ ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.২ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৭৬৫জি
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৮৮৫মিলিএম্প

গুগল পিক্সেল ৪এ ৫জি এর দাম ৪০,০০০টাকা

গুগল পিক্সেল ৫ – Google Pixel 5

গুগল পিক্সেল ৫ - Google Pixel 5

গুগল পিক্সেল ৫ ফোনটিকে প্রায় পারফেক্ট বলা চলে এর ব্যালেন্সড স্পেসিফিকেশনের জন্য। পারফরম্যান্স থেকে শুরু করে ফটোগ্রাফি, সকল ক্ষেত্রে গুগল পিক্সেল ৫ ফোনটি পছন্দের তালিকায় থাকবে যেকোনো স্মার্টফোন এক্সপার্টের।

গুগল পিক্সেল ৫ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৭৬৫জি
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল 
  • ব্যাটারিঃ ৪০৮০মিলিএম্প

গুগল পিক্সেল ৫ এর দাম ৫০,০০০টাকা

গুগল পিক্সেল ৫এ ৫জি – Google Pixel 5a 5G

Google Pixel 5a 5G

বাজেটের মধ্যে পিক্সেল ফোন এক্সপেরিয়েন্স করতে চাইলে পিক্সেল ৫এ ৫জি ফোনটি অসাধারণ একটি পছন্দ হতে পারে। ফোনটিতে বেশ সুলভ মূল্যে ৫জি সুবিধার পাশাপাশি পেয়ে যাবেন পিক্সেলের বিখ্যাত ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স। দাম ও ফিচার বিবেচনায় পারফেক্ট একটি ফোন বলা চলে গুগল পিক্সেল ৫এ ৫জি ফোনটিকে।

গুগল পিক্সেল ৫এ ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৩৪ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৭৬৫জি
  • র‍্যামঃ ৬জিবি 
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২.২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৬৮০মিলিএম্প

গুগল পিক্সেল ৫এ ৫জি এর দাম ৪০,০০০টাকা

গুগল পিক্সেল ৬ – Google Pixel 6

গুগল পিক্সেল ৬ - Google Pixel 6

গুগল পিক্সেল ৬ ঘোষণার মধ্য দিয়ে নিজেদের ফোনে অনন্য নিজস্বতা নিয়ে আসে গুগল। নিজস্ব টেন্সর চিপসেট এর পাশাপাশি বেশ ইউনিক ডিজাইনের একটি ফোন গুগল পিক্সেল ৬। ফোনটিতে পিক্সেলের সিগনেচার ফটোগ্রাফির পাশাপাশি বেশ ভালো পারফরম্যান্স পাওয়া গিয়েছে। অর্থাৎ নতুন চিপসেট ও ডিজাইন এর কল্যাণে পিক্সেল ৬ বেশ অসাধারণ একটি ফোনে পরিণত হয়েছে।

গুগল পিক্সেল ৬ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
  • প্রসেসরঃ গুগল টেন্সর
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৬১৪মিলিএম্প

গুগল পিক্সেল ৬ এর দাম ৫৩,০০০টাকা

👉 রিয়েলমি ফোনের দাম

গুগল পিক্সেল ৬ প্রো – Google Pixel 6 Pro

গুগল পিক্সেল ৬ প্রো - Google Pixel 6 Pro

গুগল এর প্রথম “প্রো” স্মার্টফোন বলতে হবে গুগল পিক্সেল ৬ প্রো ফোনটিকে। বেশ দামি এই ফোনটিতে কোনো কমতি রাখেনি গুগল যা এর স্পেসিফিকেশনের দিকে একবার চোখ রাখলে বুঝতে পারবেন যেকেউ। মাথানষ্ট স্পেসিফিকেশনের পাশাপাশি পিক্সেল এর অসাধারণ ফটোগ্রাফি ফোনটিকে অনন্য করে তুলেছে।

গুগল পিক্সেল ৬ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭১ইঞ্চি
  • প্রসেসরঃ গুগল টেন্সর 
  • র‍্যামঃ ১২জিবি 
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১১.১মিলিএম্প
  • ব্যাটারিঃ ৫০০৩মিলিএম্প

পিক্সেল ৬ প্রো এর দাম ৮০,০০০টাকা

গুগল পিক্সেল ৬এ – Google Pixel 6a

গুগল পিক্সেল ৬এ - Google Pixel 6a

গুগল পিক্সেল ৬ এর চেয়ে কিছুটা কম দামে পেয়ে যাবেন গুগল পিক্সেল ৬এ। কিছুটা বাজেটবান্ধব ক্যামেরা চোখে পড়বে গুগল পিক্সেল ৬এ ফোনটিতে, তবে পারফরম্যান্স এর দিক দিয়ে একই জৌলুশ বজায় থাকবে যেহেতু এখানেও গুগল টেন্সর প্রসেসর ব্যবহৃত হয়েছে। ফটোগ্রাফির দিক দিয়ে কোনো ছাড় থাকছেনা গুগল পিক্সেল ৬এ ফোনটিতেও, অর্থাৎ এখানেও বাজেটের মধ্যে সেরা এক্সপেরিয়েন্স পাবেন গ্রাহকগণ।

গুগল পিক্সেল ৬এ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
  • প্রসেসরঃ গুগল টেন্সর
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৪১০মিলিএম্প

গুগল পিক্সেল ৬এ এর দাম ৫০,০০০টাকা

গুগল পিক্সেল ৭ – Google Pixel 7

গুগল পিক্সেল ৭ – Google Pixel 7

গুগলের প্রিমিয়াম পিক্সেল সিরিজের ছোট ও সাশ্রয়ী ফোন এটি। গুগল এই ফোনে প্রতিবারের মতোই এনেছে কিছু এক্সক্লুসিভ ফিচার। ৬.৩ ইঞ্চির হাই কোয়ালিটি অ্যামোলেড ডিসপ্লে আছে এই ফোনে যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট দিতে সক্ষম। আছে গুগলের নিজের ডিজাইন করা নতুন চিপ টেনসর জি২। ৫ ন্যানোমিটারের এই চিপ বাজারের যে কোন ফোনের চিপসেটের সঙ্গে টেক্কা দিতে সক্ষম। প্রতিবারের মতো এই ফোনেও সেরা ক্যামেরা দেয়া হয়েছে।

পিছনে আছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা যা অসাধারন সব ছবি তুলতে পারে। ফটোগ্রাফি যারা পছন্দ করেন তাদের জন্য গুগল পিক্সেল ৭ সেরা। তাছাড়া প্রিমিয়াম সকল ফিচার যেমন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আইপি৬৮ রেটিং, গরিলা গ্লাস ভিক্টাস ইত্যাদি তো আছেই। এবারে ব্যাটারির দিকেও বেশ খেয়াল রেখেছে গুগল। দেয়া হয়েছে ৪৩৫৫ মিলিএম্প ব্যাটারি যা সারাদিন ব্যাকাপ দিতে পারবে সহজেই। তাছাড়া বিভিন্ন পিক্সেল এক্সক্লুসিভ ফিচার থাকছে এই ফোনের সাথেও।

গুগল পিক্সেল ৭ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৩ ইঞ্চি
  • প্রসেসরঃ গুগল টেনসর জি২
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল (৫০+১২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১০.৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ  ৪৩৫৫ মিলিএম্প

গুগল পিক্সেল ৭ এর দামঃ ৬৭,০০০ টাকা

গুগল পিক্সেল ৭ প্রো – Google Pixel 7 Pro

গুগল পিক্সেল ৭ প্রো – Google Pixel 7 Pro

বিভিন্ন ফিচার ও অসাধারন সব আধুনিক প্রযুক্তির সাথে এই ফোন ২০২৩ সালের অন্যতম সেরা ফোন বলা যায়। পারফর্মেন্সে এটি গুগল পিক্সেল ৭ এর মতোই গুগলের নিজস্ব ৫ ন্যানোমিটারের টেনসর জি২ দিয়ে চলছে যা সকল কাজে পারদর্শী। তবে ফোনটিতে আছে ৬.৭ ইঞ্চির বড় ১২০ হার্টজ আধুনিক প্রযুক্তির এলটিপিও প্যানেল। ফলে সব কাজ খুব স্মুথভাবে করা যায় এই ফোনে। আছে ট্রিপল ক্যামেরা সেটআপ যা বাজারের অন্যতম সেরা ক্যামেরা সিস্টেম। ৫০ মেগাপিক্সেলের মেইন লেন্স আছে এতেও, সাথে আছে একটি ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সও। ৫০০০ মিলিএম্প ব্যাটারি থাকায় এই ফোন সারাদিন চলতে পারবে খুব সহজেই। তাছাড়া অন্য সকল রকম প্রিমিয়াম ফিচার রয়েছে পিক্সেল ৭ এর মতোই। 

গুগল পিক্সেল ৭ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ গুগল টেনসর জি২
  • র‍্যামঃ ১২ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল (৫০+৪৮+১২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১০.৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ  ৫০০০ মিলিএম্প

গুগল পিক্সেল ৭ প্রো এর দামঃ ১০৭,৫০০ টাকা

আপনার পছন্দের গুগল পিক্সেল ফোন কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *