সৌদি আরবে কোন সিম ভালো? জানুন বিস্তারিত

বাইরের দেশে ভ্রমনের ক্ষেত্রে এয়ারপোর্টে নেমেই আমাদের সবথেকে বেশি যে জিনিসের দরকার হয় সেটি হচ্ছে সিম কার্ড। যদিও অনেকেই দেশীয় সিমেই আগে থেকে রোমিং চালু করে নেন, তবে সেটি কিছুটা ব্যয়বহুল। কাজেই এয়ারপোর্ট থেকে সিম সংগ্রহ করেন অনেক মানুষ।

এয়ারপোর্টে সাধারনত একটি দেশের সকল নামীদামী অপারেটরই ভ্রমণকারীদের জন্য বিশেষ বিশেষ প্যাকেজ ও অফার নিয়ে সিম বিক্রি করে থাকে। তবে যে কোন অপারেটরের সিম চোখ বুজে না নিয়ে যে কোন দেশ ভ্রমন করবার আগে সেই দেশে কোন সিম সেরা সে বিষয়ে জেনে নেয়া ভালো।

সৌদি আরব ভ্রমনের জন্য অন্যতম জনপ্রিয় একটি দেশ। বাংলাদেশ থেকে সৌদি আরবের অসংখ্য ফ্লাইট নিয়মিত চলাচল করে। সৌদি আরবে বাংলাদেশ থেকে ভ্রমন, হজ্জ, ওমরা, চাকরি, কাজ, ব্যবসা ইত্যাদি অসংখ্য কারণে অনেকেই যাতায়াত করে থাকেন। তবে যে কারণেই যাতায়াত করা হোক না কেন সৌদি আরবে নেমেই সিমের ব্যাপারে অনেকেই দ্বিধার মধ্যে পড়ে যান।

সৌদি আরবে বেশ কয়েকটি মোবাইল অপারেটর সেবা দিয়ে থাকে যাদের সিম এয়ারপোর্ট থেকেই সংগ্রহ করা যায়। তবে সেরা সিম কোনটি বা কোন সিমের নেটওয়ার্ক সবথেকে ভালো এই বিষয়ে ধারণা রাখেন না অনেকেই। কাজেই সৌদি আরবে ভ্রমন করার আগেই এই ব্যাপারে জেনে নেয়া উত্তম।

আজকের পোস্টে আমরা সৌদি আরবের বিভিন্ন সিম সম্পর্কে জানাবো। সৌদি আরবে ফ্লাইট থেকে নেমে কোন সিম আপনার জন্য সেরা হবে সে বিষয়ে এই পোস্টে থাকবে বিস্তারিত আলোচনা। কাজেই সৌদি আরব ভ্রমনের পরিকল্পনা থাকলে পুরো পোস্টটি পড়ে নিতে পারেন।

সৌদি আরবের মোবাইল অপারেটর সমূহ

সৌদি আরবে মূলত তিনটি বড় মোবাইল অপারেটর রয়েছে। এরা হচ্ছেঃ মবিলি, জেইন ও এসটিসি (সৌদি টেলিকম কোম্পানি)। এছাড়াও পাওয়া যায় ভার্জিন মোবাইল নামক আরেকটি অপারেটরের সিম কার্ড। তবে ভার্জিন মোবাইল মূলত এসটিসি এর নেটওয়ার্ক ব্যবহার করে সেবা প্রদান করে মোবাইল ভার্চুয়াল অপারেটর হিসেবে। সুতরাং তিনটি অপারেটরকেই সৌদি আরবের মূল মোবাইল অপারেটর বলা যায়। এসব অপারেটর সকলেই ৪জি এবং ৫জি ইন্টারনেট সেবাও প্রদান করে থাকে।

সৌদি আরবে নেমে সিম কার্ড যেভাবে নিতে হয়

সৌদি আরবে ফ্লাইট থেকে নেমে সবগুলো অপারেটরের বুথ পেয়ে যাবেন। এখানে আপনার নামে সিম রেজিস্ট্রেশন করে কিনে নিতে হবে। এজন্য প্রয়োজন হবে আপনার পাসপোর্টের একটি কপি। এছাড়া আপনাকে ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। বাড়তি কোন ঝামেলা নেই। সহজেই পেমেন্ট করে সিম কার্ড পেয়ে যাবেন সেখান থেকে।

ভ্রমণকারী হিসেবে সেরা অপারেটর কোনটি?

ভ্রমণকারী হিসেবে সৌদি আরবে গেলে আপনি সৌদি আরবে থাকাকালীন অনেক চলাফেরা করবেন ধরে নেয়া যায়। কাজেই ভ্রমণকারী হিসেবে সৌদি আরবে গেলে সবথেকে ভালো নেটওয়ার্ক দেয় এমন সিম কার্ড পছন্দ করা উচিত। এক্ষেত্রে সৌদি আরবের সেরা সিম কার্ড হচ্ছে এসটিসি।

এসটিসি সৌদি আরবের সবথেকে পুরনো মোবাইল অপারেটর এবং তাদের নেটওয়ার্কও অনেক বিস্তৃত। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও তাদের নেটওয়ার্ক সহজেই পাওয়া যায়। কাজেই ভ্রমণকারী হিসেবে সেরা অপারেটর হতে পারে আপনার জন্য এসটিসি।

এসটিসি এর ডাটা প্যাকেজের দাম সাধারনত অন্যান্য অপারেটর থেকে কিছুটা বেশি বা আশেপাশেই হয়ে থাকে। তাদেরকে সবথেকে সাশ্রয়ী অপারেটর বলা যাবে না। তবে যেহেতু ভ্রমনের সময়ে ভালো ইন্টারনেট ও নেটওয়ার্ক দরকার হয় তাই তাদের সেবা নেয়াই হবে সবথেকে উত্তম।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

saudi arab best sim

👉 সৌদি আরবে সিম কেনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানুন

চাকরি বা কাজের উদ্দেশ্যে গেলে সেরা অপারেটর কোনটি?

আপনি যদি কোন চাকরি বা কাজের উদ্দেশ্যে সৌদি আরবে ভ্রমন করেন তবে আপনি এসটিসি ছাড়াও অন্যান্য অপারেটরের দিকে দৃষ্টি দিতে পারেন। কেননা মবিলি এবং জেইনের নেটওয়ার্ক এসটিসি থেকে খুব বেশি পিছিয়ে নেই। বিশেষ করে শহরের মধ্যে থাকলে মবিলি এবং জেইনেরও শক্তিশালী নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। এছাড়া ভার্জিন মোবাইলও এক্ষেত্রে ভালো সেবা দিতে পারে।

অর্থাৎ আপনি যদি শহরে চাকরি বা কাজ করেন তবে আপনার চাহিদা ও সুবিধা অনুযায়ী কম মূল্যে মবিলি বা জেইনের সেবা নিতে পারেন। যেহেতু প্যাকেজ ও অন্যান্য অফারের দিক থেকে এই অপারেটর দুটি এগিয়ে থাকে, কাজেই তাদের যে কোন একটি পছন্দ করাই হবে এক্ষেত্রে উত্তম সিদ্ধান্ত।

প্যাকেজ ও অন্যান্য খরচ নিয়ে আরও বিস্তারিত আলোচনা থাকছে নিচের অংশে।

প্রিপেইড সিম কার্ডের খরচ

এখানে দাম সৌদি আরবের মুদ্রা রিয়াল অনুযায়ী দেয়া হল। রিয়ালের বিপরীতে টাকার মান নিয়মিত পরিবর্তন হয় বলে এই দাম টাকার অঙ্কে পরিবর্তনশীল। জুলাই ২০২৩ অনুযায়ী ১ রিয়াল = ২৮.৯৪ টাকা।

👉 বাংলাদেশ টু সৌদি আরব বিমান ভাড়া কত জানুন

মবিলি

এখানে প্রতিটি প্যাকেজের মেয়াদ ২ সপ্তাহ। মবিলির বিভিন্ন প্যাকেজের তথ্য ও দাম নিচে দেয়া হলঃ

  • ৫ জিবি ডাটা + ৫ জিবি সোশ্যাল মিডিয়া + ৬০০ মিনিট = ৭৫ রিয়াল 
  • ১০ জিবি ডাটা + ১৫ জিবি সোশ্যাল মিডিয়া + ১,৫০০ মিনিট = ১১০ রিয়াল 
  • ২০ জিবি ডাটা + আনলিমিটেড সোশ্যাল মিডিয়া + ৩,০০০ মিনিট = ১৫০ রিয়াল 
  • ৫০ জিবি ডাটা + আনলিমিটেড সোশ্যাল মিডিয়া + আনলিমিটেড মিনিট = ১৮০ রিয়াল 
  • ১০০ জিবি ডাটা + আনলিমিটেড সোশ্যাল মিডিয়া + আনলিমিটেড মিনিট = ২২০ রিয়াল
  • আনলিমিটেড ডাটা + আনলিমিটেড মিনিট = ৩৬০ রিয়াল

এছাড়া তারা প্রতিদিন আনলিমিটেড ডাটা ও ৫০ মিনিটের প্যাকেজ দিয়ে থাকে ২০ রিয়ালে। আপনি চাইলে মবিলির ই-সিম কার্ডও নিতে পারেন। বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট দেখে নিন।

জেইন

  • ৩ জিবি ডাটা + ১ জিবি স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক + ৫০ মিনিট ২ সপ্তাহের জন্য = ৩৪.৫ রিয়াল
  • ১৫ জিবি ডাটা ২ সপ্তাহের জন্য = ৫৭.৫ রিয়াল
  • ১০ জিবি ডাটা + ৫ জিবি স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক + ১৫০ মিনিট ৪ সপ্তাহের জন্য = ৮০.৫ রিয়াল
  • ২৫ জিবি ডাটা + আনলিমিটেড স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক + ৩৫০ মিনিট ৪ সপ্তাহের জন্য = ১৪৯.৫ রিয়াল

আপনি চাইলে তাদের ই-সিম কার্ডও নিতে পারবেন। এই ব্যাপারে বিস্তারিত জেনে নিতে পারেন ওয়েবসাইট থেকে।

এসটিসি

এসটিসি সিম কার্ডের প্যাকেজ ও অফার সৌদি আরবের সর্বত্র একই রকম। প্যাকেজগুলো নিম্নরূপঃ

  • ১ জিবি ডাটা + ১ জিবি সোশ্যাল মিডিয়া + ৬০ মিনিট = ৪০.২৫ রিয়াল
  • ৪ জিবি ডাটা + ৪ জিবি সোশ্যাল মিডিয়া + ১২০ মিনিট = ৭৪.৭৫ রিয়াল
  • ১০ জিবি ডাটা + ১০ জিবি সোশ্যাল মিডিয়া + ৫০০ মিনিট = ৮৬.২৫ রিয়াল
  • ১০ জিবি ডাটা + ১৫ জিবি সোশ্যাল মিডিয়া + ৩০০ মিনিট = ১১৫ রিয়াল
  • ২৫ জিবি ডাটা + ২৫ জিবি সোশ্যাল মিডিয়া + ৫০০ মিনিট = ১৩২.২৫ রিয়াল
  • ৭০ জিবি ডাটা + আনলিমিটেড সোশ্যাল মিডিয়া + ৮০০ মিনিট = ১৯৫.৫ রিয়াল
  • ১০০ জিবি ডাটা + আনলিমিটেড সোশ্যাল মিডিয়া + আনলিমিটেড মিনিট = ২৭৬ রিয়াল

এসটিসি বর্তমানে প্রিপেইড গ্রাহকদের জন্য ই-সিম কার্ড দিচ্ছে না। এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট

 👉 সৌদি আরব থেকে ঢাকা প্লেন ভাড়া কত? জানুন এখানে

ভার্জিন মোবাইল

এই অপারেটরের সিম কার্ড এয়ারপোর্টে নাও পেতে পারেন। বিভিন্ন শপিং মলে তাদের স্টোর পেতে পারেন। সেখান থেকেই এই সিম কার্ড সংগ্রহ করতে হয়। প্যাকেজগুলো নিচের মতঃ

  • ২ জিবি ডাটা + ২ জিবি সোশ্যাল মিডিয়া + ১০০ মিনিট = ৫১.৭৫ রিয়াল
  • ২০ জিবি ডাটা + ৫০০ মিনিট = ৮০.৫০ রিয়াল
  • ২৫ জিবি ডাটা + ২৫ জিবি সোশ্যাল মিডিয়া + ১,৫০০ মিনিট = ১১৫ রিয়াল
  • ৪০ জিবি ডাটা + আনলিমিটেড সোশ্যাল মিডিয়া + ৩০০০ মিনিট = ১৭২.৫০ রিয়াল
  • ১০০ জিবি ডাটা + আনলিমিটেড সোশ্যাল মিডিয়া + ৫০০০ মিনিট = ২৪৭.২৫ রিয়াল

আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

প্যাকেজ দেখে ও নেটওয়ার্ক সম্পর্কে জেনে নিয়ে আপনার জন্য কোন সিমটি সেরা হবে সেটি নিজে থেকেই ঠিক করে নিতে পারেন। সুতরাং সৌদি আরবে ভ্রমণের আগে সিম কার্ড নিয়ে পরিপূর্ণ ধারণা নিয়ে নিন এখান থেকেই।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,569 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *