সুলভ মূল্যে দারুণ স্পেসিফিকেশন অফার করে টেকনো স্মার্টফোন সমানে সমানে প্রতিযোগিতা করছে শাওমি ও রিয়েলমি ফোনগুলোর সাথে। আমাদের দেশে টেকনো মোবাইলের দাম বাজেট রেঞ্জের মধ্যে হওয়ায় এগুলো দিন দিন ভাল জনপ্রিয়তা অর্জন করছে। ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন রেঞ্জ হওয়ায় টেকনো মোবাইল ব্র্যান্ড বাংলাদেশের বাজারের চাহিদা ধরতে পেরেছে।
বাংলাদেশে পাওয়া যাচ্ছে টেকনোর স্পার্ক সিরিজ ও ক্যামেরা ফোকাসড ক্যামন সিরিজের ফোনগুলো। বাজারের সাথে তাল মেলাতে টেকনো বিভিন্ন ইনফ্লুয়েন্সার দিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে এসব ডিভাইসের। আর এরই সাথে সাথে দেশের ক্রেতাদের মধ্যে আগ্রহ জাগিয়ে তুলছে ব্র্যান্ডটি। চলুন জেনে নেওয়া যাক দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন সব টেকনো ফোনের দাম।
টেকনো স্পার্ক গো ২০২২ – Tecno Spark Go 2022

টেকনো স্পার্ক গো ২০২২ ফোনটির টেকনোর আরেকটি অসাধারণ বাজেট ফোন। দামে ১০হাজার টাকার কম হলেও ফোনটিতে কোনো ফিচারের কমতি রাখেনি টেকনো। একটি বাজেট ফোনে যে কয়টি ফিচার থাকা প্রয়োজন, তার সবগুলোই টেকনো স্পার্ক গো ২০২২ ফোনটিতে রয়েছে।
টেকনো স্পার্ক গো ২০২২ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২০
- র্যামঃ ২জিবি
- স্টোরেজঃ ৩২জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
টেকনো স্পার্ক ৬ গো – Tecno Spark 6 Go

টেকনো স্পার্ক ৬ গো ফোনটি টেকনোর সবচেয়ে কমদামি ফোন, যা দেশের বাজারে ৯হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আপনি যদি ১০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন খোঁজেন কিংবা কম দামে ভাল ফোন এর সন্ধানে থাকেন, তাহলে এই ফোনটি চেখে দেখতে পারেন। এন্ট্রি লেভেল মিডিয়াটেক চিপসেট হেলিও এ২০ ব্যবহার করা হয়েছে ফোনটিতে। রয়েছে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি।
১৩মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৮মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা রয়েছে ফোনটিতে। দৈনন্দিন সাধারণ ব্যবহারের জন্য টেকনো স্পার্ক ৬ গো ফোনটি কমবেশি সবার জন্য উপযোগী।
টেকনো স্পার্ক ৬ গো এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২০
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- র্যামঃ ২জিবি
- স্টোরেজঃ ৩২জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
টেকনো স্পার্ক ৬ গো মোবাইল এর দাম – ৮৯৯০টাকা
টেকনো প্যুভয়র ৪ – Tecno Pouvoir 4

প্যুভয়র সিরিজের যে একমাত্র ফোনটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে, সেটি হলো টেকনো প্যুভয়র ৪। ৭ইঞ্চির বিশাল ডিসপ্লে ও ৬০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি বিবেচনা করলে এই ফোনটিকে একটি মাল্টিমডিয়া মনস্টার বলা চলে।
ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হেলিও পি২২ তেমন একটা শক্তিশালী না হলেও ৩জিবি র্যামের সুবাদে সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট শক্তিশালী ফোনটি।
এছাড়াও টেকনো প্যুভয়র ৪ ফোনটির ক্যামেরা দাম বিবেচনায় ভালো বলা চলে। তাই আপনি যদি কম দামে ভাল ক্যামেরা ফোন খুঁজে থাকেন তাহলে এই ফোনটি দেখতে পারেন। আর যদি সেরা ক্যামেরা ফোন দরকার হয় তাহলে অন্য ফোন দেখতে হবে।
টেকনো প্যুভয়র ৪ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৭ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি২২
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- র্যামঃ ৩জিবি
- স্টোরেজঃ ৩২জিবি
- ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
টেকনো প্যুভয়র ৪ মোবাইলের দাম – ১১৯৯০টাকা
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
টেকনো স্পার্ক ৮ প্রো – Tecno Spark 8 Pro

টেকনো স্পার্ক ৮ প্রো ফোনটির আকর্ষণীয় ফিচার হলো ফোনটির ৩৩ওয়াট ফাস্ট চার্জার। দাম বিবেচনায় ফোনটির ক্যামেরা ও প্রসেসর মানানসই বলা চলে। ৬.৮ইঞ্চির এই ফোনটি মূলত তাদের জন্য, যারা ফোনে সকল ফিচার চান, তবে তা আহামরি না হলেও চলবে।
টেকনো স্পার্ক ৮ প্রো এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
- র্যামঃ ৪জিবি / ৬জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
টেকনো স্পার্ক ৮ প্রো এর দামঃ
- ৪জিবি ৬৪জিবি ১৪,৯৯০টাকা
- ৬জিবি ৬৪জিবি ১৫,৯৯০টাকা
টেকনো স্পার্ক ৮সি – টেকনো মোবাইলের দাম

চমকে দেওয়ার মত স্পেসিফিকেশন এর ফোন টেকনো স্পার্ক ৮সি পাওয়া যাবে বেশ সুলভ মূল্যে। দামে ১৫হাজার কম হলেও ফোনটিতে রয়েছে ৯০হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে। দুইটি র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। টেকনো মোবাইল এর দাম এর সাথে পাল্লা দিতে বর্তমানে হিমশিম খেয়ে যাচ্ছে বাজারের অন্য ফোনগুলো।
টেকনো স্পার্ক ৮সি এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি + ৯০ হার্টজ
- প্রসেসরঃ টাইগার ৬০৬
- র্যামঃ ৩/৪জিবি
- স্টোরেজঃ ৬৪/১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
টেকনো স্পার্ক ৮সি এর দামঃ
- ৩জিবি ৬৪জিবি ১১৯৯০টাকা
- ৪জিবি ১২৮জিবি ১২৯৯০টাকা
টেকনো স্পার্ক ৭ – Tecno Spark 7

টেকনো স্পার্ক ৬ সিরিজ ব্যাপক সাড়া ফেলে দেশের বাজারে। সেই পথ ধরে টেকনো স্পার্ক ৭ সিরিজ দেশের বাজারে আসে। বাজেট রেঞ্জে অসাধারণ ডিজাইনের মাধ্যমে সবার মন জিতে নিবে টেকনো স্পার্ক ৭ স্মার্টফোনটি। এছাড়াও আলাদা দুইটি ভ্যারিয়েন্ট থাকায় নিজের প্রয়োজন অনুযায়ী একটি ভ্যারিয়েন্ট বাছাই করে নেওয়া সুযোগ থাকছে। এছাড়াও ফোনটিতে বিশাল ব্যাটারি তো পাচ্ছেনই।
টেকনো স্পার্ক ৭ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৭০
- ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- র্যামঃ ৩জিবি/৪জিবি
- স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি
- ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
টেকনো স্পার্ক ৭ ফোনের দামঃ
- ৩জিবি ৬৪জিবি ১১৪৯০টাকা
- ৪জিবি ৬৪জিবি ১২৯৯০টাকা
টেকনো স্পার্ক ৬ – Tecno Spark 6

টেকনো স্পার্ক ৬ মোবাইল ফোনটি দেশের বাজারে টেকনোর সবচেয়ে জনপ্রিয় ফোন বলা যায়। প্রথমে ১৫ হাজার টাকার ফোন রেঞ্জের মধ্যে রাখা হলেও পরে ফোনটির দাম কমিয়ে দেয় টেকনো। এর ফলে সবচেয়ে কম দামে বেশি স্টোরেজযুক্ত ফোন হয়ে যায় টেকনো স্পার্ক ৬ ফোনটি। ফোনে যাদের প্রচুর স্টোরেজ প্রয়োজন, তাদের জন্য বাজেটের মধ্যে এর চেয়ে ভালো ফোন হয়না। ফোনটিতে থাকা শক্তিশালী প্রসেসরের সুবাদে অনবদ্য গেমিংও সম্ভব এই ফোনটিতে। তাই আপনি যদি কম দামে ভালো গেমিং ফোন খুঁজে থাকেন তাহলে এই ফোনটি ট্রাই করে দেখুন।
টেকনো স্পার্ক ৬ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
- ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০০০মেগাপিক্সেল
টেকনো স্পার্ক ৬ মোবাইলের দাম – ১২,৪৯০টাকা
টেকনো হলো চীনের শেনঝেন ভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। এর মূল কোম্পানির নাম ট্রানজিশন হোল্ডিংস। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়া টেকনো ব্র্যান্ডের ফোনগুলো আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও ল্যাটিন আমেরিকাতে বেশ জনপ্রিয়।
টেকনো ব্র্যান্ডের ফোনগুলোতে এন্ড্রয়েড এর কাস্টম স্কিন, হাই ওএস (HiOS) ব্যবহৃত হয়। হাই ওএস হলো টেকনোর তৈরি কাস্টম এন্ড্রয়েড রম।
টেকনো স্পার্ক ৭ প্রো – Tecno Spark 7 Pro

টেকনোর ফোনগুলো বাজেট রেঞ্জে অসাধারণ ভ্যালু অফার করছে, এর প্রমাণ হলো টেকনো স্পার্ক ৭ প্রো ফোনটি৷ অত্যন্ত কম দামে ৯০হার্জ ডিসপ্লে ও ৪৮মেগাপিক্সেল ক্যামেরা সেটাপ প্রদান করছে ফোনটি। তবে ভালো ক্যামেরা ও ডিসপ্লের জন্য বাদ পড়েনি কোনো গুরুত্বপূর্ণ ফিচার। সুন্দর ডিজাইনের এই ফোনটিতে রয়েছে শক্তিশালী হেলিও জি৮০ প্রসেসর। ১৫হাজার টাকা বাজেটের মধ্যে অসাধারণ একটি ডিল এই টেকনো স্পার্ক ৭ প্রো ফোনটি।
👉 বর্তমানে বিশ্বের সেরা স্মার্টফোন তালিকা (সবদিক মিলিয়ে)
টেকনো স্পার্ক ৭ প্রো এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
টেকনো স্পার্ক ৭ প্রো মোবাইলের দাম – ১৩৪৯০টাকা
টেকনো পপ ৫ – Tecno Pop 5

ডিজাইন বেশ সুন্দর হলেও দাম বিবেচনায় টেকনো পপ ৫ ফোনটি অধিকাংশ ব্যবহারীকে হতাশ করবেনা। ১০হাজার টাকার আশেপাশের দামের এই ফোনটিতে একমাত্র আকর্ষণীয় ফিচার হচ্ছে এর ফিংগারপ্রিন্ট সেন্সর।
টেকনো পপ ৫ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
- প্রসেসরঃ ইউনিসক এসসি৯৮৬৩এ
- র্যামঃ ২জিবি / ৩জিবি
- স্টোরেজঃ ৩২জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
টেকনো পপ ৫ এর দামঃ
- ২জিবি ৩২জিবি ৮,৯৯০টাকা
- ৩জিবি ৩২জিবি ১০,৪৯০টাকা
টেকনো ক্যামন ১৭ – Tecno Camon 17

টেকনোর ক্যামন সিরিজের ফোনগুলো মূলত ক্যামেরা কেন্দ্রিক। ৪৮মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ১৬মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে টেকনো ক্যামন ১৭ ফোনটিতে। তবে বাদ পড়েনি কোনো প্রয়োজনীয় ফিচার। ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ এর পাশাপাশি রয়েছে শক্তিশালী হেলিও জি৮৫ প্রসেসর। ফোনটির ক্যামেরা পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়েছে রিভিউয়ারদের মাঝে।
টেকনো ক্যামন ১৭ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- র্যামঃ ৬জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
টেকনো ক্যামন ১৭ এর দামঃ ১৬৯৯০টাকা
👉 স্যামসাং মোবাইল ফোনের দাম জানুন
টেকনো ক্যামন ১৬ প্রো – Tecno Camon 16 Pro

টেকনো ক্যামন ১৭ এর মতো প্রায় একই ধরনের স্পেসিফিকেশন অফার করছে টেকনো ক্যামন ১৬ প্রো ফোনটি। তবে ক্যামন ১৬ প্রো তে ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা রয়েছে। ফোনটির অসাধারণ ডিজাইন যে কারো নজর কাড়তে বাধ্য। তবে প্রসেসর বিবেচনায় টেকনো ক্যামন ১৭ এর প্রসেসর অধিক শক্তিশালী।
টেকনো ক্যামন ১৬ প্রো এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৭০
- ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- র্যামঃ ৬জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
টেকনো ক্যামন ১৬ প্রো এর দামঃ ১৬৯৯০টাকা
টেকনো ক্যামন ১৭পি – Tecno Camon 17P

২০ হাজার টাকা বাজেটের মধ্যে টেকনো ক্যামন ১৭পি ফোনটিকে একটি পারফেক্ট ফোন বলা চলে। ৯০হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে থেকে শুরু করে ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপ পর্যন্ত, ফোনটির প্রতিটি স্পেসিফিকেশন বেশ প্রশংসার যোগ্য। এছাড়াও আলাদা করে ফোনটির অসাধারণ ডিজাইনের কথা তো না বললেই নয়। আবার শক্তিশালী হেলিও জি৮৫ প্রসেসর এর কল্যাণে ফোনটির পারফরম্যান্স সেকশনেও কোনো ধরনের কমতি থাকছেনা। যারা ক্যামেরার পাশাপাশি ভালো পারফরম্যান্স এর ফোন খুঁজছেন, তাদের জন্য টেকনো ক্যামন ১৭পি ফোনটি বেশ উপযোগী হবে।
টেকনো ক্যামন ১৭পি এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
- ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- র্যামঃ ৬জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
টেকনো ক্যামন ১৭পি এর দামঃ ১৮৯৯০টাকা
👉 ৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন
টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার – Tecno Camon 16 Premier

দেশের বাজারে সবচেয়ে দামী টেকনো ফোনটি হলো টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার। ফোনটিতে থাকা পাওয়ারফুল হেলিও জি৯০টি প্রসেসর এই বাজেটে অনন্য একটি সংযোজন বলা চলে। এই ফোনটিতে শুধুমাত্র ৬৪মেগাপিক্সেল এর কোয়াড ক্যামেরা সেটাপেই ক্ষান্ত থাকেনি টেকনো। ৪৮মেগাপিক্সেল এর মেইন সেল্ফি শ্যুটার এর পাশাপাশি রয়েছে ৮মেগাপিক্সেলের সেকেন্ডারি ফ্রন্ট ক্যামেরা। ক্যামন সিরিজের ফোন হওয়ায় এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্স ও অসাধারণ। মোট কথায় ২২ হাজার টাকা বাজেটের মধ্যে ফিচার এর কমতি রাখা হয়নি এই ফোনটিতে।
টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৯ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯০টি
- ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প
টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার মোবাইলের দাম – ২১৯৯০টাকা
আপনার নিকট সবচেয়ে প্রিয় টেকনো ফোন মডেল কোনটি? কমেন্টে জানানোর অনুরোধ রইল।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
[★★] প্ৰযুক্তি নিয়ে লেখালেখি করতে চান? এক্ষুণি একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! techbaaj.com ভিজিট করে নতুন একাউন্ট তৈরি করুন। হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ!
Valo ph