সুলভ দামে ৫জি মোবাইল এর তালিকা ২০২৪

অবশেষে বাংলাদেশে চলে এলো ৫জি সুবিধা। আপাতত দেশের ৬টি স্থানে টেলিটক নেটওয়ার্কে ৫জি সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের আরো বেশি স্থানে ৫জি নেটওয়ার্ক চালু করা হবে। ৫জি ব্যবহার করতে প্রয়োজন ৫জি ফোনের। দেশের বাজারে অসংখ্য ৫জি ফোন ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক সুলভ মূল্যে বা কম দামে পাওয়া যাচ্ছে এমন কিছু ৫জি ফোনের দাম, স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।

রিয়েলমি ৮ ৫জি – Realme 8 5G

Realme 8 5G

২০২১ সালের ফোন হলেও এই ৫ জি ফোনটি এখনও অফিসিয়ালভাবে বাজারে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। ফোনটির ডিজাইন ও আউটলুক বর্তমানের ফোনগুলোর মতই। ৬.৫ ইঞ্চির একটি ৯০ হার্টজ সুন্দর এলসিডি ডিসপ্লে পাবেন সামনে। প্রসেসর হিসেবে এতে আছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০০ ৫জি সাপোর্টেড প্রসেসর। ৫জি নেটওয়ার্ক চালু হয়ে গেলে এই ফোনে সহজেই ৫জি দ্রুত গতির ইন্টারনেট ও এর সকল সুবিধা পাওয়া যাবে। এছাড়া পারফর্মেন্সের দিক থেকেও এই প্রসেসরটি বেশ ভালো ও ফাস্ট। এছাড়া ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজও পেয়ে যাবেন ফোনে। পিছনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের। সামনে পাবেন ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া ৫০০০ মিলিএম্প বড় ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধাও দেবে ফোনটি। ফোনটি অনেক পাতলা ও হাতে ধরে আরাম পাওয়া যায়। বাড়তি বিভিন্ন ফিচারের মধ্যে আছে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম ইত্যাদি।

রিয়েলমি ৮ ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০০
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৫০ + ২ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

রিয়েলমি ৮ ৫জি এর দামঃ ২২,৯৯০ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি – Samsung Galaxy A14 5G

Samsung Galaxy A14 5G

সবথেকে কম মূল্যে স্যামসাংয়ের অফিসিয়াল ৫জি ফোন চাইলে এই বছরের সেরা আকর্ষণ এই ফোনটি। ফোনটিতে ৫জি ছাড়াও আছে বেশ কিছু ভালো ভালো ফিচার। প্রথমত ফোনটি দেখতে বেশ সুন্দর ও স্টাইলিশ। হাতে ধরেও পাবেন আলাদা মজা। ৬.৬ ইঞ্চির এই ফোনে স্যামসাং দিয়েছে ৯০ হার্টজের একটি এলসিডি প্যানেল। দেশের বাজারে এর এক্সিনোস ১৩৩০ ৫ ন্যানোমিটারের চিপসহ ভার্সনটি পাবেন। এটি বাজেটের মধ্যে যথেষ্ট শক্তিশালী একটি ৫জি চিপ। সকল রকম ৫জি ব্যান্ড এই ফোনটি সাপোর্ট করে বলে ৫জি চালু হবার সাথে সাথে নিশ্চিতভাবেই এই ফোনে দ্রুতগতির ৫জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ এর সাথেই বাজারে এসেছে। পিছনে রয়েছে ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা যা ভালো ছবি তুলতেও সাহায্য করবে। ১৩ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও পেয়ে যাবেন সামনে। এছাড়া ৫০০০ মিলিএম্প বিশাল ব্যাটারি ও ১৫ ওয়াটের চার্জ সুবিধাও রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ১৩৩০
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৫০ + ২ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি এর দামঃ ২১,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি – Samsung Galaxy F14 5G

Samsung Galaxy F14 5G

এই বছর বেশ কিছু সুলভ মূল্যের ৫জি ফোন বের করেছে স্যামসাং যার মধ্যে এটি একটি। এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালভাবে এখনও পাওয়া না গেলেও আনঅফিসিয়াল বাজারে পাওয়া যাবে। ফোনটির বেশ কিছু ভালো ফিচার রয়েছে। ৬.৬ ইঞ্চির একটি এলসিডি ৯০ হার্টজ প্যানেলের সাথে রয়েছে গরিলা গ্লাস ৫ এর নিরাপত্তা। ফোনের প্রসেসর হিসেবে পাবেন স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস ১৩৩০ চিপ। ৫জি এই চিপে পাবেন সকল ৫জি ব্যান্ডের সাপোর্ট। ফলে ৫জি আসার সাথে সাথেই এই ফোন থাকবে ৫জি রেডি।

পিছনে থাকছে ডুয়াল ৫০ মেগাপিক্সেল ক্যামেরার সেটআপ। বেশ ভালো ছবি তুলতে পারে এই ফোনটি। ফোনটির অন্যতম বৈশিষ্ট্য এর বড় ব্যাটারি। ৬০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি এক দিনেরও বেশি সময় ব্যাকাপ দিতে পারবে সহজেই। সেই সাথে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে এর সাথে ব্যাটারি দ্রুত চার্জ করে ফেলতে। কাজেই যাদের বড় ব্যাটারির সাথে ৫জি ফোন প্রয়োজন তাদের জন্য অসাধারণ ফোন এটি। এছাড়া মাইক্রো এসডি কার্ডের সুবিধা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি বিভিন্ন ফিচারও থাকছে ফোনের সঙ্গে।

স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ১৩৩০
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫০ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি এর দামঃ ১৮,৫০০ টাকা (আনঅফিসিয়াল)

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি – Samsung Galaxy M14 5G

Samsung Galaxy M14

সম্প্রতি বাজারে আসা এই সুলভ মূল্যের ৫জি ফোনটি ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এটিও একটি বড় ব্যাটারির অসংখ্য ফিচারযুক্ত ৫জি ফোন। ফোনটির সামনে রয়েছে বরাবরের মতোই ৬.৬ ইঞ্চির একটি ৯০ হার্টজ এলসিডি প্যানেল। এছাড়া ফোনের মধ্যে পাবেন স্যামসাংয়ের নিজস্ব ৫জি চিপ এক্সিনোস ১৩৩০। ৫জি এর সকল ব্যান্ডের সুবিধা রয়েছে এই ফোনেও। ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরাটি বাজেটের মধ্যে অত্যন্ত ভালো ছবি তুলতে সক্ষম। এছাড়া আছে ম্যাক্রো ও ডেপথ সেন্সর। সামনে পাবেন ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের সবথেকে আকর্ষণীয় দিক এর ৬০০০ মিলিএম্পের বড় ব্যাটারি ও ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং। যারা লম্বা ব্যাটারি ব্যাকাপের ফোন চান তাদের জন্য সেরা এই ফোনটি। এছাড়া ফোনের সাথে পেয়ে যাবেন মাইক্রো এসডি কার্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড ১৩ ইত্যাদি।

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ১৩৩০
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৫০ + ২ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি এর দামঃ ১৯,০০০ টাকা (আনঅফিসিয়াল)

শাওমি রেডমি নোট ১২ ৫জি – Xiaomi Redmi Note 12 5G

Xiaomi Redmi Note 12 5G

শাওমির রেডমি সিরিজ কম দামে আধুনিক সব ফিচারের ফোন বাজারে আনে। সুলভ মূল্যে বিভিন্ন আধুনিক ফিচার নিয়ে রেডমি নোট ১২ ৫জি মডেলটি এনেছে তারা। এতে পুরো ৫জি সুবিধা ছাড়াও আরও অনেক ফিচার পাওয়া যাবে। ৬.৬৭ ইঞ্চির একটি অ্যামোলেড ১২০ হার্টজ প্যানেল রয়েছে ফোনের সামনে। ফোনের চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে নতুন কোয়ালকম বাজেট ৬ ন্যানোমিটারের ৫জি চিপ, স্ন্যাপড্রাগন ৪ জেন ১।

মোটামুটি সকল ৫জি ব্যান্ডই এখানে পাবেন, তবে কিছু কম গুরুত্বপূর্ণ ৫জি ব্যান্ড নেই ফোনে। ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে ফোনের পিছনে। দিনের আলোতে বেশ ভালো ছবি তুলতে পারে এর মূল ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও থাকছে। ৫০০০ মিলিএম্পের সারাদিন ব্যাকাপ দেয়ার মতো ব্যাটারি রয়েছে ফোনে। এছাড়া পাবেন ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধাও। ফোনের দুটি সিমেই আপনি ৫জি সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সুন্দর স্লিম ডিজাইন সবই এই ফোনটিকে আরও সুন্দর করে তুলেছে।

শাওমি রেডমি নোট ১২ ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬৭ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৪ জেন ১
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৪৮ + ৮ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

শাওমি রেডমি নোট ১২ ৫জি এর দামঃ ২৫,০০০ টাকা (আনঅফিসিয়াল)

পোকো এম৪ প্রো ৫জি – Poco M4 Pro 5G

Poco M4 Pro 5G

শাওমির আরেকটি সাব ব্র্যান্ড হচ্ছে পোকো। সুলভ মূল্যে বেশ কিছু ৫জি ফোন বাজারে নিয়ে আসে তারা। পোকো এম৪ প্রো তাদের অত্যন্ত জনপ্রিয় বাজেট ৫জি ফোন। এই ফোনে ৫জি ছাড়াও পাবেন বেশ কিছু ভালো ফিচার। ফোনটি কিছুটা পুরানো হলেও দেশের আনঅফিসিয়াল বাজারে বেশ কম দামে পাওয়া যায়। সামনে রয়েছে ৬.৬ ইঞ্চির ৯০ হার্টজ এলসিডি ডিসপ্লে এবং গরিলা গ্লাস ৩ এর প্রোটেকশন।

প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ ৫জি চিপ। এখানে দেশের জন্য দরকারি সকল ৫জি ব্যান্ডই পেয়ে যাবেন। পাবেন ডুয়াল সিমে ৫জি সুবিধাও। ফোনটিতে ৫০ মেগাপিক্সলের ডুয়াল ক্যামেরা রয়েছে। সামনে আছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দিনের আলোতে বেশ ভালো ছবি ও সেলফি তুলতে পারবেন এই ক্যামেরায়। এছাড়া আছে ৫০০০ মিলিএম্প বিশাল ব্যাটারি যা লম্বা সময় ব্যাকাপ দেবে। ৩৩ ওয়াটের ফাস্টচার্জ সুবিধাও আছে ৫৯ মিনিটে ফোন ফুল চার্জ করে ফেলার জন্য। 

পোকো এম৪ প্রো ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫০ + ৮ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

পোকো এম৪ প্রো ৫জি এর দামঃ ১৯,৫০০ টাকা (আনঅফিসিয়াল)

রিয়েলমি ৯আই ৫জি – Realme 9i 5G

রিয়েলমি ৯আই ৫জি – Realme 9i 5G

একদম কম দামে ২০ হাজার টাকার আশেপাশের বাজেটে ৫জি ফোন চাইলে এটি হতে পারে আপনার প্রথম পছন্দ। কম দামের সাথে ভালো স্পেক দিচ্ছে এই ফোনটি। ফোনের পারফর্মেন্সের ক্ষেত্রে নতুন মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮১০ চিপ ব্যবহার করা হয়েছে যা বেশ দ্রুতগতির। ডিসপ্লেতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট। এই দামে এতসব ফিচারের সাথে ৫জির অনেকগুলো ব্যান্ডের সাপোর্টও পাবেন এখানে।

তাই দেশে পুরোপুরিভাবে ৫জি চালু হলে তার পুরো সুবিধাই উপভোগ করতে পারবেন। এছাড়া ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পেয়ে যাবেন ফোনের পিছনে। বেশ ভালো ছবি তোলার সাথে ফোনটিতে চার্জ ব্যাকাপও পাবেন লম্বা সময়। আছে ৫০০০ মিলিএম্পের ব্যাটারি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ব্যান্ড ওয়াইফাইয়ের মতো আধুনিক সুবিধাও আছে। কমদামে ফোনটি সেরা ৫জি ফোনের মধ্যে অন্যতম।

রিয়েলমি ৯আই ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮১০
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

রিয়েলমি ৯আই ৫জি এর দামঃ ২০,৯৯৯ টাকা

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি – OnePlus Nord CE 2 Lite 5G

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি – OnePlus Nord CE 2 Lite 5G

ওয়ানপ্লাসের ফোনগুলোর চাহিদা বাজারে বরাবরই আলাদা। এই ফোনটিও বেশ কম দামে ওয়ানপ্লাসের সকল সুবিধাসহ ৫জি দিচ্ছে। এই ফোনে অনেক ৫জি ব্যান্ড রয়েছে, ফলে ৫জির সকল সুবিধা পেয়ে যাবেন ফোন থেকে। সেই সাথে ভালো ও সুন্দর ইউআই এবং স্মুথ পারফর্মেন্স তো থাকছেই। স্ন্যাপড্রাগনের ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে যা বেশ ভালো একটি প্রসেসর। ফলে দৈনন্দিন কাজ বা গেম খেলায় বেশ আরাম পাবেন।

সাথে ১২০ হার্টজের স্মুথ ডিসপ্লেও আছে। ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। তাছাড়া ৫০০০ মিলিএম্পের ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ থাকায় ফোনটির ব্যাকআপও অনেক পাবেন। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, মাইক্রো এসডি কার্ডের সুবিধা পাবেন। 

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫৯ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৯৫
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি এর দামঃ ২৮,৯৯০ টাকা

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ – Samsung Galaxy M33

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ – Samsung Galaxy M33

৫জি ফোনের তালিকায় স্যামসাং ফোন সবসময় উপরের দিকেই থাকে। কেননা স্যামসাং সকল ব্যান্ডের ৫জি সহ ফোন বাজারে এনে থাকে। স্যামসাংয়ের মিড বাজেটের নতুন ৫জি ফোনের মধ্যে গ্যালাক্সি এম৩৩ মডেলটি বেশ ভালো সুবিধা নিয়ে এসেছে। সব ব্যান্ডের সাপোর্ট ছাড়াও এক্সিনোস ১২৮০ চিপ আছে এতে যা স্যামসাংয়ের নতুন ৫ ন্যানোমিটারের শক্তিশালী একটি চিপ। ফলে গেমিং বা সাধারণ কাজ সবখানেই ফোনটির পারফর্মেন্স অসাধারন।

ক্যামেরার ক্ষেত্রেও স্যামসাং মার্কেটের শীর্ষে। এই ফোনেও আছে তাদের ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সরসহ ৪ টি ক্যামেরার সেটআপ। খুব ভালো ছবি পাওয়া যায় ফোনটি থেকে। ফোনটির ডিসপ্লেতে এলসিডি প্যানেল দেয়া হলেও ১২০ হার্টজের সুবিধা আছে। তাই সবখানে স্মুথনেস উপভোগ করতে পারবেন। তাছাড়া স্যামসাংয়ের ওয়ানইউআই বাজারের সেরা। ব্যাটারির ক্ষেত্রেও ফোনটি অসাধারন। ৫০০০ মিলিএম্প ব্যাটারি সারাদিন ফোনটিকে চলতে সাহায্য করে। ২৫ ওয়াটের ফাস্ট চার্জ, গরিলা গ্লাস ৫ এর প্রোটেকশন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি ফিচারও পেয়ে যাবেন এই ফোনে। 

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ১২৮০
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ এর দামঃ ৩৬,০৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি – Samsung Galaxy A33 5G

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি – Samsung Galaxy A33 5G

স্যামসাংয়ের এই বাজেট রেঞ্জের ফোনেও দেয়া রয়েছে ৫জি এর সকল সুবিধা। সেই সাথে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস ১২৮০ চিপ ব্যবহার করা হয়েছে এতেও। আধুনিক ৫ ন্যানোমিটার চিপ হওয়ায় বেশ শক্তিশালী এই ফোনে সকল ধরনের কাজ সহজেই করে ফেলতে পারবেন। স্যামসাং এই ফোনে তাদের সেরা কোয়ালিটির সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট। ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ আছে পিছনে।

বেশ ভালো ছবি তুলতে পারে স্যামসাংয়ের এই ফোনটি। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ আছে। সেই সাথে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আইপি৬৭ রেটিং, গরিলা গ্লাস প্রোটেকশনের মতো প্রিমিয়াম ফিচারও পাবেন এখানে। স্যামসাংয়ের মিড বাজেট ফোনের মধ্যে এটি অন্যতম সেরা একটি ৫জি ফোন। 

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৪ ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ১২৮০
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি এর দামঃ ৪৫,৯৯৯ টাকা

শাওমি রেডমি নোট ১১ প্রো ৫জি – Xiaomi Redmi Note 11 Pro 5G

শাওমি রেডমি নোট ১১ প্রো ৫জি – Xiaomi Redmi Note 11 Pro 5G

বাজারে রেডমির নোট ১২ সিরিজ চলে এলেও দাম হিসেবে এই ফোনটি এগিয়ে থাকবে। ২০২২ সালের শুরুতেই এই ফোনটি ৫জির সকল গুরুত্বপূর্ণ ব্যান্ডের সাপোর্ট সহ বাজারে আসে। ফোনটি থেকে ৫জির সুবিধা ছাড়াও পাবেন বেশ ভালো পারফর্মেন্স। ফোনটিতে দেয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপ যা বেশ শক্তিশালী। ফলে ভারী কাজ ও টুকটাক গেমিং করা যাবে সহজেই। ফোনটির সবথেকে আকর্ষণীয় বিষয় এর ডিসপ্লে।

১২০ হার্টজের অ্যামোলেড প্যানেল আছে এই ফোনে যা দাম অনুযায়ী বেশ অসাধারন ফিচারযুক্ত। ফলে কন্টেন্ট ওয়াচিংয়ে আনন্দ পাবেন বেশ। ক্যামেরার ক্ষেত্রেও কোন কমতি রাখেনি শাওমি। আছে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। অসাধারন সব ছবি তুলে ফেলতে পারবেন এই ফোন থেকেই। সেই সঙ্গে ফোনে আছে ৫০০০ মিলিএম্প বড় ব্যাটারি ও ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, গরিলা গ্লাস ৫ এর মতো সুবিধাও পাবেন ফোন থেকে। ফোনটি অফিসিয়াল বাজারে না পেলেও আনঅফিসিয়াল পেয়ে যাবেন ৩০ হাজার টাকার নিচেই।

শাওমি রেডমি নোট ১১ প্রো ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬৭ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৯৫
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১০৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

শাওমি রেডমি নোট ১১ প্রো ৫জি এর দামঃ ২৮,০০০ টাকা

অপো এ৫৭ – Oppo A57

অপো এ৫৭ – Oppo A57

সুলভ মূল্যে ভালো ফিচারযুক্ত ৫জি ফোন বাজারে আনার ক্ষেত্রে অপো বেশ এগিয়ে। তাদের এ৫৭ ফোনটি ২০ হাজার টাকার আশেপাশে অন্যতম সেরা ৫জি ফিচারযুক্ত ফোন। এতে ৫জি ব্যান্ডের সংখ্যা কিছুটা কম থাকলেও আমাদের দেশে মূলত যে ব্যান্ডগুলো ব্যবহার করা হবে সেগুলোর সবগুলোই আছে। তাই ফোনটি ৫জির পূর্ণ সুবিধা দিতে সক্ষম। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮১০ যা বেশ ভালো পারফর্মেন্স প্রদান করে।

এখানে টুকটাক গেম ও সাধারণ কাজগুলো আরামেই করতে পারবেন। ৬.৫৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকলেও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সুবিধা। এছাড়া ৫০০০ মিলিএম্প ব্যাটারি থাকায় সারাদিন ব্যাকাপ পাবেন। তবে ফাস্ট চার্জ সুবিধা নেই। পিছনে দুটি ক্যামেরা রয়েছে যার একটি ১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও অপরটি ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন। কম বাজেটে ৫জি ফোন খুঁজলে এটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। 

অপো এ৫৭ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

অপো এ৫৭ ৫জি এর দামঃ ১৮,৯৯০ টাকা

পোকো এম৩ প্রো ৫জি – POCO M3 Pro 5G

poco m3 pro

একদম সকলের হাতের নাগালে যে ফোনটি ৫জি সুবিধা অফার করছে, সে ফোনটি হলো একটি পোকো ফোন। এর মডেল হচ্ছে পোকো এম৩ প্রো। এতে থাকা মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসরের বদৌলতে রয়েছে ৫জি সুবিধা। ডুয়াল সিম ৫জি সুবিধার পাশাপাশি ভয়েস ওভার নিউ রেডিও (VoNR) সুবিধা পাওয়া যাবে পোকো এম৩ প্রো ফোনটিতে।

মোট ১২টি ৫জি ব্যান্ড রয়েছে পোকো এম৩ 5G ফোনটিতে। ৫জি কানেকটিভিটির পাশাপাশি ফোনটির অন্যান্য স্পেসিফিকেশনে কোনো কমতি নেই। ৪৮মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরার পাশাপাশি ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ রয়েছে ফোনটিতে।

পোকো এম৩ প্রো ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ ৫জি
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

পোকো এম৩ প্রো ৫জি এর দাম

পোকো এম৩ প্রো ৫জি এর ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯টাকা।

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ – Samsung Galaxy F23

৩০হাজার টাকার মধ্যে ভালো পারফরম্যান্স এর ৫জি ফোন খুঁজছেন? দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি এফ২৩। দামে বেশ সাশ্রয়ী হওয়ার পাশাপাশি এই ৫জি ফোনটির পারফরম্যান্স ও ক্যামেরাও বেশ অসাধারণ। বর্তমান বাজার বিবেচনায় ফোনটি বেশ অসাধারণ স্পেসিফিকেশন অফার করছে।

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ দিচ্ছে ৫জি ফোনে দারুণ চমক

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি এর দাম ৩২,০৯৯টাকা

রিয়েলমি জিটি মাস্টার এডিশন – Realme GT Master Edition

রিয়েলমির জিটি মাস্টার এডিশন ফোনটিতে পাওয়া যাবে ৫জি সুবিধা। কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৭৭৭জি প্রসেসরের কল্যাণে এই ফোনটিতে ৫জি সুবিধা পাওয়া যাবে। ফোনটিতে ডুয়াল সিমে ৫জি ব্যবহার করা যাবে। মোট ১৩টি ৫জি ব্যান্ড রয়েছে ফোনটিতে।

রিয়েলমি জিটি মাস্টার ফোনটিতে রয়েছে ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ও ৩২মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। ১২০হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লের পাশাপাশি এই ফোনটিতে আরো রয়েছে ৬৫ওয়াটের সুপারডার্ট চার্জিং সুবিধা।

রিয়েলমি জিটি মাস্টার এডিশন - Realme GT Master Edition

রিয়েলমি জিটি মাস্টার এডিশন এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৩০০মিলিএম্প

রিয়েলমি জিটি মাস্টার এডিশন এর দাম

৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের রিয়েলমি জিটি মাস্টার এডিশন এর দাম ৩৪,৯৯০টাকা।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

শাওমি পোকো এফ৩ – Xiaomi Poco F3

পোকো এফ৩ ২০২১ সালের হট টপিক ছিলো। দামের মধ্যে সেরা স্পেসিফিকেশনের পাশাপাশি ফোনটি অফার করছে ৫জি সুবিধা। ১১টি ৫জি ব্যান্ড ব্যবহার করে পোকো এফ৩ ফোনটি ৫জি সুবিধা প্রদান করবে।

কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর রয়েছে পোকো এফ৩ ফোনটিতে, যা থেকে অসাধারণ পারফরম্যান্স পাওয়া সম্ভব। ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ পূরণ করবে ফটোগ্রাফি সম্পর্কিত চাহিদাসমূহ। সব মিলিয়ে বাজেটের মধ্যে একটি দারুণ প্যাকেজ পোকো এফ৩ ফোনটি।

শাওমি পোকো এফ৩ - Xiaomi Poco F3

শাওমি পোকো এফ৩ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি
  • র‍্যামঃ ৬জিবি/৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি/২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫২০মিলিএম্প

শাওমি পোকো এফ৩ এর দাম

পোকো এফ৩ ফোনটির ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৩০হাজার টাকার মধ্যে। অন্যদিকে ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পেয়ে যেতে পারেন ৩৬হাজার টাকার মধ্যে।

👉 ৫জি কি এবং ৫জি এর সুবিধা সমূহ

শাওমি ১১ লাইট ৫জি এনই – Xiaomi 11 Lite 5G NE

শাওমির মি ১১ লাইট ফোনটির অসাধারণ ডিজাইন নজর কেড়েছে সকল স্মার্টফোনপ্রেমীদের। শাওমি ১১ লাইট ৫জি এনই ফোনটির নজরকাড়া ডিজাইনের সাথে যুক্ত হয়েছে ৫জি সুবিধা। মোট ১২টি 5G ব্যান্ড ও স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের সমন্বয়ে ফোনটিতে, ৫জি সুবিধা পাওয়া যাবে।

৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপের ফোন, শাওমি ১১ লাইট ৫জি এনই পাওয়া যাবে মোট তিনটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে। ফোনটির ফ্রন্টে রয়েছে ২০মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। এছাড়াও ফোনটির ৬.৫৫ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ৯০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড।

শাওমি ১১ লাইট ৫জি এনই - Xiaomi 11 Lite 5G NE

শাওমি ১১ লাইট ৫জি এনই এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি
  • র‍্যামঃ ৬জিবি/৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি/২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪২৫০মিলিএম্প

👉 ৫জি চালু করল টেলিটক – যেসব তথ্য আপনার জানা দরকার

শাওমি ১১ লাইট ৫জি এনই এর দাম

শাওমি ১১ লাইট ৫জি এনই এর তিনটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবেঃ

  • ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ৩১,৪৯০টাকা
  • ৮জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজঃ ৩৪,৭৯০টাকা

রিয়েলমি জিটি নিও ২ – Realme GT Neo 2

রিয়েলমি জিটি নিও ২ ফোনটিতে ৫জি সুবিধা প্রদানের নেপথ্যে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। রিয়েলমি জিটি নিও ২ ফোনটি ৮টি ৫জি ব্যান্ড সাপোর্ট করে। বাংলাদেশের বাজারে ৪০হাজার টাকা দামের ফোন, রিয়েলমি জিটি নিও ২ ফোনটিতে রয়েছে ৬৪মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ।

৬.৬২ইঞ্চির অ্যামোলেড প্যানেল রয়েছে জিটি নিও ২ এর ডিসপ্লে হিসাবে। এই ডিসপ্লে আবার ১২০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। ৫০০০মিলিএম্প ব্যাটারি আহামরি কোনো ফিচার না হলেও রয়েছে ৬৫ওয়াটের সুপারডার্ট চার্জিং সুবিধা, যা মাত্র আধা ঘন্টার মধ্যে ফোনটিকে প্রায় সম্পূর্ণ চার্জ করতে সক্ষম।

রিয়েলমি জিটি নিও ২ – Realme GT NEO 2

রিয়েলমি জিটি নিও ২ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬২ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি জিটি নিও ২ এর দাম

রিয়েলমি জিটি নিও ২ এর ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ এর দাম ৪২,৯৯০টাকা।

👉 ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন

ভিভো ভি২৩ ৫জি – Vivo V23 5G

দেশের বাজারে ভিভো’র নতুন ৫জি ফোন হলো ভিভো ভি২৩ ৫জি। অফিসিয়াল ফোন হওয়ায় দেশের ৫জি ব্যবস্থার সাথে এই ফোনটি বেশ ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারবে বলে ধারণা করা যায়৷ ভিভো ভি২৩ এর ৫জি প্রসেসর এর পাশাপাশি ক্যামেরা সেকশন হলো এই ফোনটির বিশেষ আকর্ষণ। আবার ভিভো ভি২৩ ফোনটির নজড়কাড়া ডিজাইনের কথা আলাদা করে তো না বললেই বয়। ফ্রন্ট ক্যামেরাতে ডুয়াল ক্যামেরা সেটাপের পাশাপাশি দুইটি এলইডি লাইট যুক্ত করে রীতিমত বাজারের অন্যসব ফোনকে সেল্ফির বেলায় হারিয়ে দিয়েছে এই ফোনটি। আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি ৫জি সুবিধাযুক্ত ফোনের খোঁজে যারা আছেন, তাদের জন্য ভিভো ভি২৩ ৫জি ফোনটি আদর্শ সমাধান হতে পারে।

ভিভো ভি২৩ ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৪৪ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • কানেক্টিভিটিঃ ৩জি, ৪জি, ৫জি
  • ব্যাটারিঃ ৪২০০মিলিএম্প
  • চার্জিংঃ ৪৪ওয়াট ফাস্ট চার্জিং

ভিভো ভি২৩ ৫জি এর দাম

ভিভো ভি২৩ ৫জি এর ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরজে এর একমাত্র ভ্যারিয়েন্ট এর দাম ৩৯,৯৯০টাকা।

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি – Samsung Galaxy A52s 5G

স্যামসাং এর ফোনে যদি ৫জি সুবিধার খোঁজে থাকেন, তবে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফোনটি আদর্শ পছন্দ। এই তালিকায় থাকা অন্য একটি ফোন, শাওমি ১১ লাইট ৫জি এনই এর সাথে এই ফোনটির অধিকাংশ ফিচার মিলে। দুইটি ফোনে একই প্রসেসর ব্যবহার করা হয়েছে। মোট ১২টি ৫জি ব্যান্ড রয়েছে গ্যালাক্সি এ৫২এস এ।

৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৫২এস ফোনটিতে। এছাড়াও ফোনটির সামনে ৩২মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা রয়েছে। ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি।

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি - Samsung Galaxy A52s 5G

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি এর দাম

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি এর ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ এর দাম ৫৬,৬৯৯টাকা।

ওয়ানপ্লাস নর্ড ২ – OnePlus Nord 2

৫০হাজার টাকার ফোন ওয়ানপ্লাস নর্ড ২ এ পাওয়া যাবে ৫জি সুবিধা। ফোনটিতে থাকা মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ও ১০টি ৫জি ব্যান্ড একত্রিত হয়ে ফোনটিতে ৫জি সুবিধা প্রদান করবে। এছাড়াও ফোনটির প্রসেসর বেশ শক্তিশালী।

ওয়ানপ্লাস নর্ড ২ ফোনটিতে রয়েছে ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ। ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ওয়ানপ্লাস নর্ড ২।

ওয়ানপ্লাস নর্ড ২ - OnePlus Nord 2

ওয়ানপ্লাস নর্ড ২ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ৫জি
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

ওয়ানপ্লাস নর্ড ২ এর দাম

৩৪,৪৯০টাকায় পাওয়া যাবে ওয়ানপ্লাস নর্ড ২ এর ৮জিবি ও ১২৮জিবি ভ্যারিয়েন্ট।

👉 এন্ড্রয়েড ফোনে যে অ্যাপগুলো আপনার অবশ্যই দরকার

শাওমি ১১টি – Xiaomi 11T

ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট ও মনস্টার লেভেলের স্পেসিফিকেশন নিয়ে আমাদের সুলভ মূল্যের ৫জি ফোনের তালিকার সর্বশেষ ফোনটি হলো শাওমি ১১টি। মোট ১২টি ৫জি ব্যান্ড রয়েছে ফোনটিতে, যা দ্বারা ৫জি সুবিধা পাওয়া যাবে।

আলাদা দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে শাওমি ১১টি ফোনটি। ১০৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে ফোনটিতে। এছাড়াও শাওমি ১১টি ফোনটির ৬৭ওয়াট ফাস্ট চার্জিং এর কথা আলাদাভাবে উল্লেখ না করলেই নয়।

শাওমি ১১টি - Xiaomi 11T

শাওমি ১১টি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০-আলট্রা
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি/২৫৬জিবি
  • মেইন ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

শাওমি ১১টি এর দাম

৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়তে পারে ৩৩,৪৯০টাকা।

বাংলাদেশে ৫জি কখন চালু হবে?

২০২১সালের ডিসেম্বরের ১২তারিখ থেকে বাংলাদেশে ৫জি সুবিধা চালু হয়ে গিয়েছে। বর্তমানে আপাতত নির্দিষ্ট কিছু স্থানে ৫জি সুবিধা পাওয়া গেলেও পর্যায়ক্রমে দেশব্যাপী এই সেবা ছড়িয়ে যাবে।

সবচেয়ে কম দামের ৫জি ফোন কোনটি?

বাংলাদেশে সবচেয়ে কম দামে ৫জি ফোন, পোকো এম৩ প্রো পাওয়া যাচ্ছে। ২৩হাজার টাকার ফোনটিতে ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজের পাশাপাশি ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,577 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *