শাওমি রেডমি এ২ প্লাস ফোন এলো বাংলাদেশে – কমদামে দারুণ সুবিধা

দেশের বাজারে অফিসিয়ালি চলে এলো শাওমির রেডমি এ২ প্লাস ফোনটি।

এন্ট্রি লেভেলের বাজেট ফোনে আবারও ধামাকা দিতে শাওমি তাদের রেডমি সিরিজের নতুন ফোন রেডমি এ২ প্লাস নিয়ে এলো বাংলাদেশের বাজারে। ফিংগারপ্রিন্ট সেন্সর ও বড় স্টোরেজ এর এই ফোনটি সম্পর্কে জেনে নেওয়া যাক চলুন।

রেডমি এ২ প্লাস ফোনটিতে ৬.৫২ ইঞ্চি আইপিএস এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। বলে রাখা ভালো, উক্ত ফোনের ডিজাইন রেডমি এ সিরিজের অন্য ফোনগুলোর মতোই – ফোনের ব্যাকে ক্যামেরা আইল্যান্ড ও ফ্রন্টে নচ ডিসপ্লে। মজার ব্যাপার হলো দামে কম হলেও ফোনটিতে ফিংগারপ্রিন্ট সেন্সর প্রদান করেছে শাওমি যা প্রশংসার দাবিদার বটে। পাশাপাশি সফটওয়্যার-বেসড ফেস আনলক ফিচারও রয়েছে। ১৯২ গ্রাম ওজনের ফোনটি একাধিক কালারে পাওয়া যাবে।

রেডমি এ২ প্লাস চলবে মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট দ্বারা। চিপসেটটি চিরচেনা হেলিও জি৩৫ মডেলের মতই পারফরম্যান্স প্রদান করবে। ডুয়াল ৪জি সাপোর্টেড উক্ত ফোনটি এন্ড্রয়েড ১২ গো এডিশনে রান করছে। ডিভাইসটি মূলত সাধারণ ব্যবহারকারীদের জন্য ঠিকঠাক বলা চলে। ফোনটিতে থ্রিডি গেমগুলো খেলার আশা করলে ভুল হবে, তবে জনপ্রিয় ২ডি গেমগুলো আরামসে চলে যাবে। ৩ জিবি ও ৪ জিবি র‍্যাম ভ্যারিয়ান্টে ডিভাইসটি পাওয়া যাবে, উভয় ভ্যারিয়ান্টেই ৬৪ জিবি স্টোরেজ থাকবে। অবশ্য মেমোরি কার্ড দিয়ে ১টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যাবে।

রেডমি এ২ প্লাস ফোনটির ব্যাকে রয়েছে ৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটাপ। ফোনের ফ্রন্টে নচ ডিসপ্লেতে স্থান পেয়েছে ৫ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। উভয় ক্যামেরা দ্বারা সর্বোচ্চ ১০৮০পি ৩০এফপিএস ভিডিও রেকর্ড করা যাবে। রেডমি এ২ প্লাস ফোনটিতে ৫০০০ মিলিএম্প এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনের সাথে বক্সে ১০ ওয়াট এর চার্জার পেয়ে যাবেন যা দিয়ে ফোনটি চার্জ করতে অনেকটা সময় লাগবে। তবে ভালো বিষয় হলো ফোনটি থেকে যেকোনো ধরনের ব্যবহারকারীই অসাধারণ ব্যাটারি ব্যাকাপ পেয়ে যাবেন।

xiaomi redmi a2 plus

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

একনজরে রেডমি এ২ প্লাস ফোনের স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি
  • প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৩৬
  • র‍্যাম: ৩ জিবি / ৪ জিবি 
  • স্টোরেজ: ৬৪ জিবি
  • প্রাইমারি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ডুয়াল
  • সেল্ফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প

আগেই বলেছি দুইটি র‍্যাম ভ্যারিয়ান্টে পাওয়া যাবে রেডমি এ২ প্লাস। ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রেডমি এ২ প্লাস এর দাম ৯,৯৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এর রেডমি এ২ প্লাস এর দাম পড়বে ১০,৯৯৯ টাকা। ওহ হ্যাঁ, উভয় ফোনেই ডেডিকেটেড এসডি কার্ড স্লট থাকছে যা ব্যবহার করে প্রয়োজনীয় স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। 👉 শাওমি কি MIUI বাদ দিয়ে MiOS অপারেটিং সিস্টেম আনছে?

সবদিক বিবেচনায় রেডমি এ২ প্লাস ডিভাইসটি বাজেট ক্রেতাদের জন্য উপযোগী বলা চলে। এই ফোনটি নতুন পছন্দ হতে পারে যা প্রয়োজনীয় সকল স্মার্টফোন চাহিদা পূরণ করতে সক্ষম। রেডমি এ২ প্লাস ফোনটি সম্পর্কে আপনার মতামত বাংলাটেক এর পাঠকদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,569 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *