হুয়াওয়ে মেট ২০ সিরিজের নতুন ৩টি স্মার্টফোন এলো

হুয়াওয়ে পি২০ প্রো দিয়ে নিজেদের প্রথম ট্রিপল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসে এ বছরের শুরুর দিকে। এখন বছরের শেষভাগে এসে তারা তাদের বিজনেস সিরিজ মেট ২০ নিয়ে এসেছে যাতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মূল ফ্ল্যাগশিপ মেট ২০ প্রো এর সাথে এই সিরিজে একই সাথে তারা লঞ্চ করেছে একটু বড় আকৃতির মেট ২০ এক্স ও একটু কম মূল্যের মেট ২০ ফোন।

এর মাঝে মেট ২০ প্রো এর স্টার্টিং প্রাইস সবচেয়ে বেশি। পাশাপাশি এতে কিছু ইনোভেটিভ ফিচারও আছে। এতে আছে ওয়্যারলেস চার্জিং ফিচার যার মাধ্যমে এর পিঠে অন্য কোন ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড ফোন রেখে এই ফোন থেকে অন্য ফোনটি চার্জ করা যাবে। সিরিজের সবগুলো ফোনেই আছে ট্রিপল ক্যামেরা সেন্সর যদিও তাদের ক্ষমতা ভিন্ন।

মেট ২০ প্রো এর সামনের ক্যামেরার সাথে আইআর সেন্সর ও ডট প্রজেক্টর কম্পোনেন্ট আছে যার মাধ্যমে থ্রিডি ফেস আনলক কাজ করে। তাই মেট ২০ এর নচ আইফোন ১০ এর মতই বড় আকৃতির। তবে মেট ২০ ফোনটির ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরার সাথে থ্রিডি ফেইস আনলক প্রযুক্তি নেই বলে এর নচ ছোট আকৃতির যা দেখতে অনেকটা অপো এফ ৯ এর নচ এর মতো। মেট ২০ এক্স এর বিশেষত্ব হলো এতে রয়েছে ট্যাবলেট আকৃতির ৭.২ ইঞ্চি বিশাল ডিসপ্লে আর সাথে ৫০০০ মিলিএম্প ব্যাটারি।

সবগুলো ফোনেই থাকছে ৭ ন্যানোমিটার টেকনোলজির কিরিন ৯৮০ চিপসেট ও ডুয়াল সিম সাপোর্ট। এগুলো চলবে এন্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে। থাকবে ইএমইউআই ৯ স্কিন। চলুন এক নজরে ফোনগুলোর টেকনিক্যাল স্পেসিফিকেশন দেখে আসি।

হুয়াওয়ে মেট ২০

  • প্রসেসরঃ হুয়াওয়ে কিরিন ৯৮০
  • জিপিইউঃ ম্যালি জি৭৬এমপি১০
  • র‍্যামঃ ৪ জিবি / ৬ জিবি
  • ডিসপ্লেঃ ৬.৫৩” এলসিডি ২২৪৪ x ১০৮০ (১৮.৭:৯), এইচডিআর
  • ব্যাটারিঃ ৪০০০ মিলিএম্প, (এতে ওয়্যারলেস চার্জিং নেই)
  • মূল ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল, এফ/১.৮ + টেলিফটো  ৮ মেগাপিক্সেল এফ/২.৪ ২x অপটিক্যাল জুম + ১৬ মেগাপিক্সেল এফ/২.২ ওয়াইড এঙ্গেল। পেছনে মোট ৩টি লেন্স।
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২৪ মেগাপিক্সেল এফ/২.০
  • স্টোরেজঃ ১২৮ জিবি + ন্যানো মেমোরিকার্ড এক্সপান্সন
  • অন্যান্যঃ ইউএসবি সি, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, পেছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

হুয়াওয়ে মেট ২০ প্রো

  • প্রসেসরঃ হুয়াওয়ে কিরিন ৯৮০
  • জিপিইউঃ ম্যালি জি৭৬এমপি১০
  • র‍্যামঃ ৬ জিবি / ৮ জিবি
  • ডিসপ্লেঃ ৬.৩৯” অ্যামোলেড, ৩১২০ x ১৪৪০ (১৯.৫:৯), এইচডিআর
  • ব্যাটারিঃ ৪২০০ মিলিএম্প, ৪০ ওয়াট সুপারচার্জ, ওয়ারলেস রিভার্স চার্জিং
  • মূল ক্যামেরাঃ  ৪০ মেগাপিক্সেল এফ/১.৮ + টেলিফটো  ৮ মেগাপিক্সেল, এফ/২.৪, ৩x অপটিক্যাল জুম + ২০ মেগাপিক্সেল এফ/২.২ ওয়াইড এঙ্গেল। পেছনে মোট ৩টি লেন্স।
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২৪ মেগাপিক্সেল এফ/২.০
  • স্টোরেজঃ ১২৮/২৫৬ জিবি + ন্যানো মেমোরিকার্ড এক্সপান্সন
  • অন্যান্যঃ স্ক্রিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি সি, ডট প্রজেক্টর ফ্লাড ইলুমিনেটর, আইআর ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরার পাশে।
  • হেডফোনঃ ৩.৫ মিমি হেডফোন জ্যাক নেই

হুয়াওয়ে মেট ২০এক্স

  • প্রসেসরঃ হুয়াওয়ে কিরিন ৯৮০
  • জিপিইউঃ ম্যালি জি৭৬এমপি১০
  • র‍্যামঃ ৬ জিবি
  • ডিসপ্লেঃ ৭.২” অ্যামোলেড, ২২৪৪ x ১০৮০ (১৮.৭:৯), এইচডিআর
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প (এতে ওয়্যারলেস চার্জিং নেই)
  • মূল ক্যামেরাঃ  ৪০ মেগাপিক্সেল এফ/১.৮ + টেলিফটো  ৮ মেগাপিক্সেল, এফ/২.৪, অপটিক্যাল জুম + ২০ মেগাপিক্সেল এফ/২.২ ওয়াইড এঙ্গেল। পেছনে মোট ৩টি লেন্স।
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২৪ মেগাপিক্সেল এফ/২.০
  • স্টোরেজঃ ১২৮ জিবি + ন্যানো মেমোরিকার্ড এক্সপান্সন
  • অন্যান্যঃ ইউএসবি সি, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, পেছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

মেট ২০ প্রো এর ১২৮ জিবি মডেলের দাম ধরা হয়েছে ১০৪৯ ইউরো। অন্যদিকে মেট ২০ এর ১২৮ জিবি মডেলের দুটি র‍্যাম ভ্যারিএন্ট ৪ জিবি ও ৬ জিবির দাম যথাক্রমে ৭৯৯ ও ৮৪৯ ইউরো। পাশাপাশি মেট ২০ এক্স এর ১২৮ জিবি ভার্সন পাওয়া যাবে ৮৯৯ ইউরো তে। আশা করা যাচ্ছে এই অক্টোবরেই বাজারে আসবে ফোনগুলো।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,569 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *