হুয়াওয়ে পি২০ প্রো আসছে ৪০ মেগাপিক্সেল দুর্দান্ত ক্যামেরা নিয়ে!

হুয়াওয়ে পি২০ প্রো

প্যারিসে আজ এক জমকালো ইভেন্টে পি২০ সিরিজের নতুন দুটি স্মার্টফোন প্রকাশ করেছে হুয়াওয়ে। চীনা এই টেলিকম জায়ান্ট তাদের নতুন পি২০ এবং পি২০ প্রো নিয়ে ইতোমধ্যেই হইচই ফেলে দিয়েছে। হুয়াওয়ে পি২০ প্রো নিয়েই আলোচনাটা বেশি হচ্ছে। কারণ এটিই আজকের মডেলগুলোর মধ্যে ফ্ল্যাগশিপ তকমা পেয়েছে। হুয়াওয়েই পি২০ প্রো ফোনের সবচেয়ে চমকপ্রদ ফিচার হচ্ছে এর ক্যামেরা। ফোনটির পেছনের দিকে রয়েছে তিনটি ক্যামেরা লেন্স, যাতে আপনি পাবেন ৪০ মেগাপিক্সেলে ছবি তোলার সুবিধা।

হুয়াওয়েই পি২০ প্রো হচ্ছে প্রথম ফোন যার পেছনে ৩টি ক্যামেরা রয়েছে। চলুন জেনে নিই ফোনটির বিস্তারিত।

হুয়াওয়ে পি২০ প্রো স্পেসিফিকেশন

  • স্ক্রিনঃ ৬.১ ইঞ্চি ফুল এইচডি (২২৪৪ x ১০৮০পি, ৪০৮ পিপিআই, ১৮.৫:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও), অ্যামোলেড ডিসপ্লে, ৯২% স্ক্রিন-টু-বডি র‍্যাশিও
  • প্রসেসরঃ হুয়াওয়ের কিরিন ৯৭০ অক্টাকোর সিপিইউ, মালি জি৭২ এমপি১২ জিপিইউ
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি, মাইক্রোএসডি স্লটে ২৫৬ জিবি পর্যন্ত সাপোর্ট
  • ক্যামেরাঃ পেছনে তিনটি ক্যামেরা লেন্স ( ৪০ মেগাপিক্সেল + ২০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল), এলইডি ফ্ল্যাশ। সামনে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা; মূল ক্যামেরার পারফরমেন্স ডিএসএলআরের মত হবে বলে জানিয়েছে হুয়াওয়ে
  • ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ, এতে ওয়্যারলেস চার্জিং নেই
  • ওএসঃ এন্ড্রয়েড ৮.১ ওরিও, ইএমইউআই ৮.১
  • সিমঃ ডুয়াল সিম (হাইব্রিড স্লট)/সিঙ্গেল সিম, ফোরজি
  • লক-আনলকঃ সামনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেইস আনলক
  • অন্যান্যঃ ৩.৫ মিমি হেডফোন জ্যাক নেই, এফএম রেডিও আছে, ব্লুটুথ ৪.২
  • ওজনঃ ১৮০ গ্রাম, পুরুত্ব ৭.৮ মিলিমিটার

হুয়াওয়ে পি২০ প্রো

হুয়াওয়ে বলছে, তাদের ফ্ল্যাগশিপ ফোনে এখন আর অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন দরকার হয়না, কারণ তারা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করেই ফোনের ছবি ও ভিডিও স্ট্যাবিলাইজ করতে পারে।

হুয়াওয়ে পি২০ প্রো ফোনের স্ক্রিনের উপরের দিকে ছোট্ট একটা খাঁজ/নোচ রয়েছে, যা বর্তমানে খুব চলছে। ফোনটির শক্তিশালী ক্যামেরা অন্ধকারেও ফ্ল্যাশ ছাড়া ভাল ছবি তুলতে পারে।

চারটি রং (টুইলাইট, ব্ল্যাক, মিডনাইট ব্লু এবং পিংক গোল্ড) নিয়ে হুয়াওয়ে পি২০ প্রো বাজারে আসছে এই মাসেই। এর দাম ১১১৫ ডলারের মত।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,568 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *