স্যামসাং আবারও তাদের একাধিক মডেলের এন্ড্রয়েড স্মার্টফোনের দাম কমিয়েছে। এদের মধ্যে আছেঃ
- গ্যালাক্সি এইস নেক্সট
- গ্যালাক্সি কোর ২
- গ্যালক্সি এস ডুয়োস ৩
- গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম
নিম্নে এদের মুল্য তালিকা দেয়া হলঃ
গ্যালাক্সি এইস নেক্সট – পূর্ব মূল্যঃ ৮,৯০০ টাকা > বর্তমান মূল্যঃ ৭,৯৯০ টাকা
গ্যালাক্সি কোর ২ – পূর্ব মূল্যঃ ১৪,৫০০ টাকা > বর্তমান মূল্যঃ ১২,৯০০ টাকা
গ্যালক্সি এস ডুয়োস ৩ – পূর্ব মূল্যঃ ১০,৯৯০ > বর্তমান মূল্যঃ ৯,৯০০ টাকা
গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম – পূর্ব মূল্যঃ ২২,৯০০ টাকা > বর্তমান মূল্যঃ ১৯,৯০০ টাকা
এছাড়াও আপনি গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম হ্যান্ডসেটটি ৩ মাসের সহজ কিস্তিতে কিনতে পারছেন। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই এই অফার প্রযোজ্য হবে। তবে অফারটি শেষ হবে কবে তা জানা যায়নি।