গ্যালাক্সি এস২২ সিরিজ প্রকাশ করলো স্যামসাং

বুধবার রাতে অনুষ্ঠিত হওয়া স্যামসাং আনপ্যাকড ইভেন্টে নিজেদের এই বছরের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ প্রকাশ করলো স্যামসাং। এই বছরের এস সিরিজের লাইন-আপে স্যামসাং গ্যালাক্সি এস২২, গ্যালাক্সি এস২২ প্লাস ও গ্যালাক্সি এস২২ আলট্রা – এই তিনটি ফোন থাকছে। ফোন তিনটির পাশাপাশি গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজের তিনটি ট্যাব ও ঘোষণা করা হয়।

তবে এই পোস্টে আমরা স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ সম্পর্কে জানবো। চলুন জেনে নেওয়া যাক গ্যালাক্সি এস২২ সিরিজের ফোন তিনটি সম্পর্কে বিস্তারিত।

স্যামসাং গ্যালাক্সি এস২২ ও এস২২ প্লাস

টপ গ্রেড ফ্ল্যাগশিপ, স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা এর কাটছাঁট ভার্সন বলা চলে স্যামসাং গ্যালাক্সি এস২২ ও স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস ফোন দুইটিকে। স্পেসিফিকেশনের দিক দিয়ে আলট্রার কয়েকটি ফিচার থাকছেনা ফোন দুইটিতে, তবে বজায় রয়েছে সেই অসাধারণ বিল্ড কোয়ালিটি। কমপ্যাক্ট ফোনের জনপ্রিয়তা যে স্যামসাং এর অজানা নয়, তা প্রমাণ করে স্যামসাং গ্যালাক্সি এস২২ এর অপেক্ষাকৃত ছোট সাইজ।

স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের প্রতিটি ফোনে একই প্রসেসর ব্যবহৃত হয়েছে। মার্কেট এর উপর ভিত্তি করে এক্সিনোস ২২০০ বা স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট দেখা মিলবে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলোতে। স্যামসাং গ্যালাক্সি এস২২ ও এস২২ প্লাস ফোন দুইটি পাওয়া যাবে ৮/১২৮জিবি ও ৮/২৫৬জিবি ভ্যারিয়েন্টে।

ফোন দুইটির ক্যামেরা সেটাপও একই থাকছে। ৫০মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ সেন্সরের পাশাপাশি রয়েছে ১২মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। ৩এক্স অপটিক্যাল জুম এর জন্য ব্যবহৃত হবে ১০মেগাপিক্সেল এর ডেডিকেটেড সেন্সর।

স্যামসাং গ্যালাক্সি এস২২ এর স্ক্রিন সাইজ ৬.১ইঞ্চি, যেখানে এস২২ প্লাস এর স্ক্রিন সাইজ ৬.৬৬ইঞ্চি। উভয় ফোনের ডিসপ্লে ডায়নামিক অ্যামোলেড ২এক্স প্রযুক্তির, যাতে আবার ১২০হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। এস২২ সিরিজের প্রতিটি ফোন গরিলা গ্লাস ভিক্টাস+ দ্বারা প্রটেক্টেড।

স্যামসাং গ্যালাক্সি এস২২
স্যামসাং গ্যালাক্সি এস২২

ব্যাটারি হিসেবে গ্যালাক্সি এস২২ ফোনটিতে রয়েছে অপেক্ষাকৃত ছোট ৩,৭০০মিলিএম্প এর ব্যাটারি। অন্যদিকে গ্যালাক্সি এস২২ প্লাসে রয়েছে ৪৫০০মিলিএম্প এর ব্যাটারি। এই বছরও ফোনের বক্সের সাথে চার্জার দিচ্ছেনা স্যামসাং, অর্থাৎ ফোন কেনার পর চার্জার আলাদা করে কিনতে হবে।

একনজরে স্যামসাং গ্যালাক্সি এস২২ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ২২০০ / স্ন্যাপড্রাগন ৮ জেন ১ 
  • র‍্যামঃ  ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ
    • ৫০মেগাপিক্সেল মেইন ক্যামেরা
    • ১০মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা
    • ১২মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১০মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৭০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস
স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস

ব্যাটারি ছাড়াও ওয়াইফাই এর ক্ষেত্রে পার্থক্য রয়েছে ফোন দুইটির ক্ষেত্রে। এস২২ প্লাসে ওয়াইফাই ৬ই সাপোর্ট রয়েছে, যেখানে এস২২ শুধুমাত্র ওয়াইফাই ৬ পর্যন্ত সাপোর্ট করে।

উভয় গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনে আউট অফ দ্যা বক্স দেখা মিলবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআউ ৪.১ এর। প্রতিটি স্যামসাং এস২২ সিরিজের ফোনে রয়েছে ৫জি সুবিধা। এছাড়া আইপি৬৪ ওয়াটার রেসিস্টেন্ট রেটিং ও স্যামসাং এর আলট্রাসনিক ফিংগারপ্রিন্ট সেন্সর তো থাকছেই।

স্যামসাং গ্যালাক্সি এস২২ এর বেস ভ্যারিয়েন্ট এর দাম ৭৯৯ডলার। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস এর বেস ভ্যারিয়েন্ট এর দাম পড়বে ৯৯৯ডলার। ফোনগুলো পাওয়া যাবে একাধিক কালার অপশনে।

একনজরে স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬৬ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ২২০০ / স্ন্যাপড্রাগন ৮ জেন ১  
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ
    • ৫০মেগাপিক্সেল মেইন ক্যামেরা
    • ১০মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা
    • ১২মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১০মিলিএম্প
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

👉 স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২২

স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা

স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনটি একনজর দেখলে যেকেউ বলে দিবে এটি স্যামসাং এর নোট সিরিজের প্রতি একটি ট্রিবিউট। ৬.৮ইঞ্চির কোয়াড এইচডি প্লাস স্ক্রিনের এই ডিভাইসটিতে রয়েছে স্যামসাং এর সবচেয়ে সেরা স্মার্টফোন ডিসপ্লে। স্ক্রিনের পাশে থাকা কার্ভ এজ ফোনটির প্রিমিয়ামনেসে অনন্য মাত্রা যোগ করেছে।

স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনটিতে রয়েছে একটি বিশাল ব্যাটারি, এছাড়াও এস পেন স্টাইলাস চার্জ করার জন্য একটি স্লট ও রয়েছে ফোনটিতে। এস পেন স্টাইলাসের লেটেন্সি কমানো হয়েছে উল্লেখযোগ্য মাত্রায়, যার ফলে এস পেন ব্যবহারের অভিজ্ঞতা আরো উন্নত হবে। এছাড়াও স্যামসাং এর নোট সিরিজের এডভান্সড অনেক ফিচার স্থান পেয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রাতে।

স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা
স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা

নতুন মাত্রা যুক্ত হয়েছে এর ক্যামেরা সেটাপে। ৩এক্স ও ১০এক্স অপটিক্যাল জুম এর জন্য আলাদা সেন্সর রাখা হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রাতে। লাইট সেনসিটিভিটি, আগের চেয়ে বড় পিক্সেল, বেটার নাইট শট, ইত্যাদি ক্ষেত্রে উন্নতি এসেছে এই বছরের গ্যালাক্সি এস সিরিজের আলট্রা ভ্যারিয়েন্টে।

স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা এর ডিজাইন একে একই সিরিজের অন্য দুইটি ফোন থেকে আলাদা করবে। ফোনটিতে থাকছেনা কোনো ধরনের আলাদা ক্যামেরা বাম্প, যা ফোনটিকে অসাধারণ একটি লুক প্রধান করেছে। ফোনটির ডিজাইন যে কাউকে স্যামসাং এর গ্যালাক্সি নোট সিরিজের কথা মনে করিয়ে দিবে নিঃসন্দেহে।

গতবছর ২০০মেগাপিক্সেল স্মার্টফোন ক্যামেরা উন্মোচন করলেও উক্ত ক্যামেরা নিজেদের ফোনে নিয়ে আসেনি স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রাতে রয়েছে১০৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপ। ১২৮জিবি থেকে শুরু করে সর্বোচ্চ ১টেরাবাইট পর্যন্ত স্টোরেজ অপশন রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রার ক্ষেত্রে। স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা এর বেস ভ্যারিয়েন্ট এর দাম ১,১৯৯ডলার।

একনজরে স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ২২০০ / স্ন্যাপড্রাগন ৮ জেন ১  
  • র‍্যামঃ ৮জিবি / ১২জিবি
  • স্টোরেজঃ সর্বোচ্চ ১টেরাবাইট
  • ব্যাক ক্যামেরাঃ
    • ১০৮মেগাপিক্সেল মেইন ক্যামেরা
    • ১০মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা
    • ১০মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা
    • ১২মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৪০মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

আপনার কাছে কেমন লেগেছে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলো? আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,551 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *