সিটিসেলের ‘লাইসেন্স কেন বাতিল হবেনা’ মর্মে বিটিআরসির শোকজ নোটিশ

citycell ppটু’জি লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ জমা না দেয়ায় বাংলাদেশের একমাত্র সিডিএমএ প্রযুক্তি নির্ভর মোবাইল অপারেটর সিটিসেলকে শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি);  সোমবার সংস্থাটির ওয়েবসাইটে সিটিসেলের ‘লাইসেন্স কেন বাতিল করা হবে না জানতে চেয়ে’ কারণ দর্শানো নোটিস প্রকাশিত হয়েছে।

এ নোটিশে বলা হয়, লাইসেন্স নবায়ন, তরঙ্গমূল্য, রাজস্বসহ অন্যান্য বেশকিছু খাত বাবদ সিটিসেলের কাছে ২৫৫ কোটির বেশি টাকা পাওনা রয়েছে।

লেইট-ফি সহ টাকা জমা দেয়ার সময়সীমাও অনেক আগেই শেষ হয়েছে বলে জানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি।

এমতাবস্থায় সিটিসেলকে তাদের ‘লাইসেন্স কেন বাতিল করা হবে না’ তা জানাতে ৩০ দিনের মধ্যে জবাব দেয়ার সময়সীমা বেঁধে দিয়েছে বিটিআরসি।

আগেই হয়ত জানেন, গ্রাহক ও অর্থ সংকটে ভুগতে থাকা সিটিসেল থ্রিজি লাইসেন্স নিতে পারেনি। কোম্পানিটি সিডিএমএ’র পাশাপাশি জিএসএম প্রযুক্তির সেবা দিতে চাইলেও এজন্য বিটিআরসিতে একশ কোটির টাকার বেশি জমা দেয়নি সিটিসেল। ফলে সিডিএমএ নিয়েই চলতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *