Advertisements

গ্যালাক্সি ফোনের জন্য বিশেষ নিউজ অ্যাপ আনছে স্যামসাং

By -

samsung img abs

টেক জায়ান্ট স্যামসাং ইউরোপীয় প্রকাশক সংস্থা অ্যাক্সেল স্প্রিঙ্গার এর সাথে যৌথ ভাবে একটি নিউজ প্ল্যাটফর্ম তৈরী করতে যাচ্ছে। এর নাম হবে UPDAY. এই প্লাটফর্ম এর কাজ হবে গ্রাহককে সকল খবরাখবর যথাসময়ে পৌছে দেওয়া। এটির তত্বাবধানে একটি স্থানীয় সংবাদ কর্মীদের দল থাকবে যারা এই সংবাদ গুলো প্রচার করবে।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 1,148 other subscribers

আরেক প্রযুক্তি জায়ান্ট অ্যাপলও সপ্রতি এরকম একটি অ্যাপের ঘোষণা দিয়েছে যার নাম হবে “অ্যাপল নিউজ”। এই নতুন অ্যাপটি অ্যাপল তার নতুন অপারেটিং সিস্টেম আইওএস ৯ এ উন্মুক্ত করতে যাচ্ছে। তবে স্যামসাং এর এই অ্যাপটি শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি ফোনের গ্রাহকদের জন্য থাকবে। আরো জানা যায় যে, এই অ্যাপটি শুধুমাত্র জার্মানি ও পোল্যান্ডের নাগরিকরা ব্যবহার করতে পারবেন।

UPDAY এর বেটা ভার্সন ৩ সেপ্টেম্বর থেকে গুগল প্লে স্টোর ও গ্যালাক্সি অ্যাপস সার্ভিসে পাওয়া যাবে। ভবিষ্যতে এটির পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের।

Advertisements

Comments

Leave a Reply