উপরের ছবিতে স্ট্রিট ভিউতে বাংলাদেশ সংসদ ভবন এলাকা দেখা যাচ্ছে
সার্চ জায়ান্ট গুগলের বহুল ব্যবহৃত ম্যাপ সেবার একটি জনপ্রিয় অংশ হচ্ছে স্ট্রিট ভিউ, যা এর আকাশ থেকে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তোলা ছবি এবং সাধারণ মানচিত্র নির্ভর ম্যাপিং অভিজ্ঞতার সাথে নতুন মাত্রা যোগ করে। স্যাটেলাইট বা ম্যাপ ভিউয়ের চেয়ে স্ট্রিট ভিউ বাড়তি কিছু সুবিধা দেয়। উপগ্রহে তোলা ছবিগুলো সাধারণত “বার্ডস আই ভিউ” (বেশ উপর থেকে নিচের দিকে তাকালে যেমন দেখা যায়) হয়ে থাকে। কিন্তু কোন স্থানের গুগল স্ট্রিট ভিউ ম্যাপ ব্যবহার করলে প্রত্যেকবার নেভিগেশনে আপনার মনে হবে যেন সেখানকার রাস্তায় হাঁটছেন আর চারপাশে তাকিয়ে দেখছেন। বেশ মজার, তাইনা?
স্ট্রিট ভিউ ম্যাপে দেখানো ছবিগুলো বিষয়বস্তুর কাছ থেকে তোলা হয়। সাধারণত, এজন্য অত্যাধুনিক ক্যামেরা সমৃদ্ধ গাড়ী ব্যবহার করে থাকে গুগল।
আমাদের বাংলাটেক টোয়েন্টিফোর ডটকম ব্লগের শুরুর দিকের ভিজিটর হয়ে থাকলে হয়ত আপনার মনে আছে, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে স্ট্রিট ভিউ প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে গুগল। তখন বিশেষ ক্যামেরাযুক্ত গাড়ীর সাহায্যে ছবি তোলার কাজ শুরু হয়।
এর দুই বছর পর ২০১৫ সালের জানুয়ারির শেষ দিকে এসে ঢাকা ও চট্টগ্রামের বেশ কিছু স্থানের স্ট্রিট ভিউ ম্যাপ প্রকাশ করল গুগল। এখনই আপনি www.google.com/streetview ঠিকানায় ভিজিট করে সার্চ বক্সে Dhaka অথবা Chittagong লিখে সার্চ করে ঢাকা ও চট্টগ্রামের কতিপয় স্থানের ৩৬০ ডিগ্রি ভিউতে তোলা ছবি দেখতে পারেন।
এখানে সরাসরি স্ট্রিট ভিউতে ঢাকার আহসান মঞ্জিল (সামনের অংশ) দেখতে পারেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।