১৮৫ টেরাবাইট স্টোরেজের ম্যাগনেটিক টেপ তৈরি করল সনি!

ম্যাগনেটিক ক্যাসেট টেপের কথা মনে আছে? ফ্ল্যাশ, হার্ডডিস্ক ও ক্লাউড ড্রাইভের এই যুগে ক্যাসেটের প্রচলন নেই বললেই চলে। কিন্তু বিভিন্ন সরকারি সংস্থা ও আর্কাইভ এজন্সিতে আজও ম্যাগনেটিক স্টোরেজ ব্যবহৃত হচ্ছে। এগুলো দামে সস্তা, বিদ্যুৎ সাশ্রয়ী ও বিশ্বস্ত। আর তাই বিখ্যাত ইলেকট্রনিক্স নির্মাতা সনি এবার ম্যাগনেটিক টেপ দিয়ে স্টোরেজের রেকর্ড অতিক্রম করল।

১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট

সনি এমন এক নতুন ধরণের স্টোরেজ টেপ বানিয়েছে যা ১৮৫ টেরাবাইট পর্যন্ত ডেটা সংরক্ষণ করতে পারবে। আইবিএমের সহায়তায় তৈরি এই টেপ ৩৭০০ ব্লু-রে ডিস্কের সমান ধারণক্ষমতা সম্পন্ন।

সনির এই ডিভাইসটি ২০১০ সালে আইবিএমের তৈরি রেকর্ড ব্রেকিং স্টোরেজের চেয়ে পাঁচ গুণ বেশি ডেটা রেকর্ড রাখতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *