স্মার্টফোন জায়ান্ট স্যামসাং লঞ্চ করল ফ্রি মিউজিক স্ট্রিমিং সার্ভিস ‘মিল্ক মিউজিক’; এটি প্রথমদিকে সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত থাকবে এবং সেবাটির জন্য কোনো ফি প্রযোজ্য হবেনা। মিল্ক মিউজিকে রয়েছে ২০০ এর বেশি রেডিও স্টেশন এবং ১৩ মিলিয়ন গান। এটি শুরুর দিকে কেবলমাত্র স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনগুলোর জন্যই উপলভ্য হবে এবং যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা সেবাটি উপভোগ করতে পারবেন।
অনলাইন মিউজিক স্ট্রিমিং সার্ভিস বর্তমান সময়ে বেশ জনপ্রিয় এবং অ্যাপল, গুগল, মাইক্রোসফট সহ অনেক কোম্পানিই এজাতীয় সেবা দিচ্ছে। তবে ইতোমধ্যেই শক্ত অবস্থানে থাকা স্পটিফাই, প্যানডোরা এবং আইটিউনস রেডিও’র ভীড়ে স্যামসাংয়ের জন্য এই বাজার দখল করা মোটেই সহজ হবেনা।
কেননা উপরোক্ত স্ট্রিমিং সার্ভিসিগুলোর কোনো কোনোটি ওয়েবের পাশাপাশি যেকোনো স্মার্টফোনেই উপলভ্য আছে। অপরদিকে স্যামসাংয়ের মিল্ক মিউজিক শুধুমাত্র গ্যালাক্সি স্মার্টফোনের জন্যই।
স্যামসাংয়ের মিউজিক সেবা এটাই প্রথমবারের মত নয়। এর আগেও ২০১২ সালে ‘মিউজিক হাব’ ব্র্যান্ডের স্ট্রিমিং সার্ভিস চালু করেছিল কোম্পানিটি। তবে সম্প্রতি সেটি বন্ধ করে দেয়া হয়।
গুগল প্লে থেকে আপনার স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনের জন্য মিল্ক মিউজিক ডাউনলোড করতে চাইলে এই লিংক ভিজিট করুন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।