মাত্র ১৪৫০ টাকায় সিম্ফনি D54i দিচ্ছে গ্রামীণফোন, সাথে টকটাইম ও ডেটা বোনাস

Symphony-D54i-Offer-inner

গ্রামীণফোন সিম্ফনি ডি৫৪আই (D54i) হ্যান্ডসেটের সাথে বান্ডল অফার দিচ্ছে। এই অফারের আওতায় মাত্র ১৪৫০ টাকায় কেনা যাবে সিম্ফনি D54i ফোন এবং সাথে পাবেন বোনাস টকটাইম ও ইন্টারনেট ডেটা অফার।

সিম্ফনি ডি৫৪আই ফোনে থাকছে ২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে, ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা, ১০০০ এমএএইচ ব্যাটারি, এমপিথ্রি, এমপিফোর, এফএম, ইন্টারনেট, এজ-জাভা-ফেসবুক প্রভৃতি।

প্রিপেইড গ্রাহক (জিপিপিপি ও ভিপি ছাড়া) যারা একটি নতুন সিম্ফনি D54i হ্যান্ডসেট ক্রয় করেছেন এবং হ্যান্ডসেটের মধ্যে জিপি প্রি-পেইড সংযোগ ব্যবহার করবেন তারা রিচার্জ বোনাস অফার উপভোগ করতে পারবেন। গ্রাহককে মোবাইল নম্বর ট্যাগ করতে ঐ হ্যান্ডসেট থেকে “Y” লিখে পাঠাতে হবে ৫০৫০ নম্বরে।

ট্যাগিং এর পর গ্রাহক নিচের টেবিল  অনুযায়ী বোনাস পেতে ঠিক ১৯ টাকা  / ৪৯ টাকা / ৯৯ টাকা / ১৪৯ টাকা / ৫০০ টাকা রিচার্জ  করবেনঃ

gp symphony d54i offer e

শর্তাবলি:

  • যে সকল গ্রাহক Symphony D54i হ্যান্ডসেটটি ক্রয় করে জিপি প্রিপেইড সংযোগ (GPPP & VP বাদে) ব্যবহার করবেন তারা 100MB ফ্রি ইন্টারনেট (৩দিন মেয়াদে) এবং রিচার্জ বোনাস অফার (হ্যান্ডসেটের সাথে মোবাইল নম্বর ট্যাগ করার পর) উপভোগ করতে পারবেন
  • গ্রাহকগণকে 100MB ফ্রি ইন্টারনেট এবং রিচার্জ বোনাসের জন্য নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জ করে ভয়েস ও ইন্টারনেটের বোনাস উপভোগ করতে Y লিখে 5050 নম্বরে পাঠাতে হবে
  • বোনাস অ্যামাউন্ট জিপি-জিপি কলে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহার করা যাবে (FnF, Super FnF এবং ৬০ পয়সার নিচের কল ব্যতীত)
  • *566*9# নম্বরে ডায়াল করে গ্রাহকগণ ভয়েস বোনাস অ্যামাউন্ট চেক করতে পারবেন এবং *567# নম্বরে ডায়াল করে ডাটা ভলিউম এবং মেয়াদ চেক করতে পারবেন
  • গ্রাহকগণ ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ ১৫ বার রিচার্জ বোনাস পেতে পারবেন। *577*36# নম্বরে ডায়াল করে গ্রাহকগণ কতবার অফারটি নিয়েছেন তা জানতে পারবেন
  • যারা ইন্টারনেট ব্যবহার করেন না (বোনাস বিতরণের সময় যাদের কোনো ইন্টারনেট প্যাক চালু নেই) তারা এই অফার পেয়ে থাকলে, বোনাস ডাটা ব্যবহার করতে গ্রাহককে ইন্টারনেট প্যাক অ্যাক্টিভ করতে হবে
  • ভলিউম ভিত্তিক প্যাকেজের ক্ষেত্রে মেয়াদের আগে যদি ডাটা শেষ হয়ে যায় তারপরও গ্রাহকগণ টাকা 0.01/10KB হারে সর্বোচ্চ 200MB পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন
  • গ্রাহক নির্দিষ্ট হ্যান্ডসেট সার্ভিস সেন্টার থেকে বিক্রয়োত্তর সেবা পাবেন
  • অফারটি ২৩ জানুয়ারী ২০১৬ পর্যন্ত চলবে
  • ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য
  • গ্রাহকগণ সিম্ফনি কাস্টমার কেয়ার সেন্টার থেকে বিক্রয় পরবর্তী সেবা পাবেন

আরও জানতে গ্রামীণফোনের ওয়েবসাইট ভিজিট করুন অথবা জিপি মোবাইল থেকে ১২১ নম্বরে কল করুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,147 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.