মাত্র ১৪৫০ টাকায় সিম্ফনি D54i দিচ্ছে গ্রামীণফোন, সাথে টকটাইম ও ডেটা বোনাস

Symphony-D54i-Offer-inner

গ্রামীণফোন সিম্ফনি ডি৫৪আই (D54i) হ্যান্ডসেটের সাথে বান্ডল অফার দিচ্ছে। এই অফারের আওতায় মাত্র ১৪৫০ টাকায় কেনা যাবে সিম্ফনি D54i ফোন এবং সাথে পাবেন বোনাস টকটাইম ও ইন্টারনেট ডেটা অফার।

সিম্ফনি ডি৫৪আই ফোনে থাকছে ২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে, ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা, ১০০০ এমএএইচ ব্যাটারি, এমপিথ্রি, এমপিফোর, এফএম, ইন্টারনেট, এজ-জাভা-ফেসবুক প্রভৃতি।

প্রিপেইড গ্রাহক (জিপিপিপি ও ভিপি ছাড়া) যারা একটি নতুন সিম্ফনি D54i হ্যান্ডসেট ক্রয় করেছেন এবং হ্যান্ডসেটের মধ্যে জিপি প্রি-পেইড সংযোগ ব্যবহার করবেন তারা রিচার্জ বোনাস অফার উপভোগ করতে পারবেন। গ্রাহককে মোবাইল নম্বর ট্যাগ করতে ঐ হ্যান্ডসেট থেকে “Y” লিখে পাঠাতে হবে ৫০৫০ নম্বরে।

ট্যাগিং এর পর গ্রাহক নিচের টেবিল  অনুযায়ী বোনাস পেতে ঠিক ১৯ টাকা  / ৪৯ টাকা / ৯৯ টাকা / ১৪৯ টাকা / ৫০০ টাকা রিচার্জ  করবেনঃ

gp symphony d54i offer e

শর্তাবলি:

  • যে সকল গ্রাহক Symphony D54i হ্যান্ডসেটটি ক্রয় করে জিপি প্রিপেইড সংযোগ (GPPP & VP বাদে) ব্যবহার করবেন তারা 100MB ফ্রি ইন্টারনেট (৩দিন মেয়াদে) এবং রিচার্জ বোনাস অফার (হ্যান্ডসেটের সাথে মোবাইল নম্বর ট্যাগ করার পর) উপভোগ করতে পারবেন
  • গ্রাহকগণকে 100MB ফ্রি ইন্টারনেট এবং রিচার্জ বোনাসের জন্য নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জ করে ভয়েস ও ইন্টারনেটের বোনাস উপভোগ করতে Y লিখে 5050 নম্বরে পাঠাতে হবে
  • বোনাস অ্যামাউন্ট জিপি-জিপি কলে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহার করা যাবে (FnF, Super FnF এবং ৬০ পয়সার নিচের কল ব্যতীত)
  • *566*9# নম্বরে ডায়াল করে গ্রাহকগণ ভয়েস বোনাস অ্যামাউন্ট চেক করতে পারবেন এবং *567# নম্বরে ডায়াল করে ডাটা ভলিউম এবং মেয়াদ চেক করতে পারবেন
  • গ্রাহকগণ ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ ১৫ বার রিচার্জ বোনাস পেতে পারবেন। *577*36# নম্বরে ডায়াল করে গ্রাহকগণ কতবার অফারটি নিয়েছেন তা জানতে পারবেন
  • যারা ইন্টারনেট ব্যবহার করেন না (বোনাস বিতরণের সময় যাদের কোনো ইন্টারনেট প্যাক চালু নেই) তারা এই অফার পেয়ে থাকলে, বোনাস ডাটা ব্যবহার করতে গ্রাহককে ইন্টারনেট প্যাক অ্যাক্টিভ করতে হবে
  • ভলিউম ভিত্তিক প্যাকেজের ক্ষেত্রে মেয়াদের আগে যদি ডাটা শেষ হয়ে যায় তারপরও গ্রাহকগণ টাকা 0.01/10KB হারে সর্বোচ্চ 200MB পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন
  • গ্রাহক নির্দিষ্ট হ্যান্ডসেট সার্ভিস সেন্টার থেকে বিক্রয়োত্তর সেবা পাবেন
  • অফারটি ২৩ জানুয়ারী ২০১৬ পর্যন্ত চলবে
  • ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য
  • গ্রাহকগণ সিম্ফনি কাস্টমার কেয়ার সেন্টার থেকে বিক্রয় পরবর্তী সেবা পাবেন

আরও জানতে গ্রামীণফোনের ওয়েবসাইট ভিজিট করুন অথবা জিপি মোবাইল থেকে ১২১ নম্বরে কল করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,552 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *