হোয়াটসঅ্যাপ লক করার নিয়ম (অ্যান্ড্রয়েড ও আইফোন)

নিরাপত্তাকে হোয়াটসঅ্যাপ এর একটি মুখ্য ফিচার হিসেবে বিবেচনা করা হয়। হোয়াটসঅ্যাপে সকল টেক্সট, কল ও মিডিয়া এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা ব্যবহার করে যার ফলে হোয়াটসঅ্যাপে কোনো থার্ড পার্টি ইন্টারসেপ্ট বা মনিটর করতে পারেনা।

হোয়াটসঅ্যাপে নানা ধরনের নিরাপত্তা ফিচার রয়েছে। অনেকেই হয়তো সকল ফিচার সম্পর্কে অবগত নন। হোয়াটসঅ্যাপ নিয়মিত আপডেট প্রদানের মাধ্যমে এসব ফিচার আরও উন্নত করছে এবং নতুন নতুন ফিচার যুক্ত করছে। নিরাপত্তার বিভিন্ন ফিচারের কারণেই হোয়াটসঅ্যাপ এতোটা জনপ্রিয়তা পেয়েছে।

অনলাইনে হোয়াটসঅ্যাপ এতো নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখলেও বাস্তব জীবনে ফোনের সুরক্ষার দায়িত্ব থাকে একজন ব্যবহারকারীর হাতে। ফোন চুরি হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া বা অন্যজনকে ব্যবহার করতে দেওয়ার কারণে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নষ্ট হতে পারে। এমন অবস্থার কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ লক করার ফিচার রেখেছে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ।

ফোনে থাকা লক স্ক্রিনের পাশাপাশি এই লক আলাদা সুরক্ষা প্রদান করবে। অ্যান্ড্রয়েড ফোনসমূহে ফিংগারপ্রিন্ট এবং আইওএস চালিত ডিভাইসসমূহে টাচ আইডি বা ফেস আইডি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ লক করা যাবে। আপনার ফোন যদি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এর গোপনীয়তা বজায় রাখতে ব্যবহার করতে পারবেন এই নিরাপত্তা বলয়। হোয়াটসঅ্যাপ লক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলোঃ

  • অ্যান্ড্রয়েড ৬.০ বা তার পরের ভার্সনে চালিত, গুগল ফিংগারপ্রিন্ট এপিআই আছে শুধুমাত্র এমন ডিভাইসসমূহে ফিংগারপ্রিন্ট লক ব্যবহার করা যাবে
  • স্যামসাং গ্যালাক্সি এস৫, স্যামসাং গ্যালাক্সি নোট ৪ ও স্যামসাং গ্যালাক্সি নোট ৮ – এই ডিভাইসগুলোতে হোয়াটসঅ্যাপ লক করার ফিচারটি কাজ করেনা
  • ফিংগারপ্রিন্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ লক করতে ফোনে আগে থেকেই অবশ্যই স্ক্রিনলক হিসেবে ফিংগারপ্রিন্ট সেট করা থাকতে হবে
  • হোয়াটসঅ্যাপ লক থাকা অবস্থায় হোয়াটসঅ্যাপে আসা ইনকামিং কল রিসিভ করা যাবে

এই পোস্টে জানবেনঃ

  • কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ লক করতে হয়
  • আইফোনে হোয়াটসঅ্যাপ লক করার নিয়ম

অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ লক করার নিয়ম

যেসব সাপোর্টেড অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে, সেসব অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ লক করা যাবে ফিংগারপ্রিন্ট ব্যবহার করে। ফিংগারপ্রিন্ট দিয়ে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ লক করতেঃ

  • হোয়াটসঅ্যাপ এ প্রবেশ করুন
  • টপে থাকা থ্রি-ডট মেন্যুতে ট্যাপ করুন ও Settings সিলেক্ট করুন
Whatsapp Settings
  • Account সিলেক্ট করে Privacy তে ট্যাপ করুন
Privacy Settings
  • একদম নিচে Fingerprint lock অপশন দেখতে পাবেন, সেটিতে ট্যাপ করুন
Fingerprint Settings
  • Unlock with fingerprint অপশনটি চালু করে দিন
Unlock with Fingerprint
  • আপনার ফিংগারপ্রিন্ট প্রদান করে ফিংগারপ্রিন্ট লক কনফার্ম করুন

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

  • এরপর কত সময় পরপর হোয়াটসঅ্যাপে প্রবেশে ফিংগারপ্রিন্ট প্রদান করতে হবে তা ইমিডিয়েটলি, ১মিনিট বা ৩০মিনিট থেকে বাছাই করুন (ইমিডিয়েটলি ভালো হবে)
  • উল্লেখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ ফিংগারপ্রিন্ট দ্বারা লক হয়ে যাবে।

👉 হোয়াটসঅ্যাপ একাউন্ট খোলার নিয়ম

👉 হোয়াটসঅ্যাপের কিছু উপকারী ফিচার যা আপনার কাজে লাগবে

হোয়াটসঅ্যাপ লক করার নিয়ম (অ্যান্ড্রয়েড ও আইফোন)

আইফোনে হোয়াটসঅ্যাপ লক করার নিয়ম

আইফোন ৮ বা তার আগের মডেলসমূহে টাচ আইডি এবং আইফোন ১০ ও এর পরের মডেলগুলোতে ফেস আইডি দ্বারা লক করা যাবে হোয়াটসঅ্যাপ। তবে সকল আইফোনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ লক করার নিয়ম প্রায় একই। আইফোনে হোয়াটসঅ্যাপ লক করতেঃ

  • হোয়াটসঅ্যাপ এ প্রবেশ নতুন
  • স্ক্রিনের নিচের ডানদিকে থাকা Settings এ ট্যাপ করুন
  • Account মেন্যুতে প্রবেশ করে Privacy তে ট্যাপ করুন
  • নিচের দিকে থাকা Screen Lock অপশনে ট্যাপ করুন
  • স্ক্রিন লক পেজে ফেস আইডি বা টাচ আইডি প্রদান করুন
  • এরপর কত সময় পরপর হোয়াটসঅ্যাপে প্রবেশে ফেস আইডি বা টাচ আইডি প্রদান করতে হবে তা ইমিডিয়েটলি, ১মিনিট বা ৩০মিনিট থেকে বাচাই করুন (ইমিডিয়েটলি ভালো হবে)
  • উল্লেখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার আইফোনে হোয়াটসঅ্যাপ লক হয়ে যাবে, যা প্রতিবার ব্যবহারের পূর্বে ফেইস আইডি বা টাচ আইডি দিয়ে আনলক করে নিতে হবে।

আপনি কি হোয়াটসঅ্যাপ লক ব্যবহার করেন? আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *