নকিয়া ফোনের দাম ২০২৪

মোবাইলের জগতে এক সময় ব্যাপক জনপ্রিয় ছিলো নকিয়া। তবে যুগের সাথে খাপ খাইয়ে নিয়ে ভালো মানের স্মার্টফোন বাজারে আনতে না পারায় বেশ পিছিয়ে পড়েছিলো নকিয়া। তবে অবশেষে দারুণ কিছুর প্রত্যাশা নিয়ে ফিরে এসেছে নকিয়া।

নকিয়া বাটন ফোন এখনও ফিচার ফোনের বাজারে রাজত্ব করছে। অপরদিকে সাশ্রয়ী দামে ভালো স্মার্টফোন প্রদানের লক্ষ্য নকিয়ার। সফটওয়্যার হিসেবে স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করায় নকিয়ার স্মার্টফোনগুলোর ইউজার ইন্টারফেস বেশ ক্লিন বলা চলে। নকিয়ার প্রধান কার্যালয় যে দেশে, অর্থাৎ ফিনল্যান্ড, সেই দেশের আরেকটি কোম্পানি এইচএমডি গ্লোবাল বর্তমানে নকিয়া ফোনগুলো তৈরি ও বাজারজাত করছে। নকিয়া তাদের ব্র্যান্ড ও প্রযুক্তি এইচএমডিকে লাইসেন্সিং প্রক্রিয়ায় সরবরাহ করছে।

চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন নকিয়া ফোনের দাম, স্পেসিফিকেশন, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত।

নকিয়া জি২১ – Nokia G21

নকিয়া জি২১ – Nokia G21

২০২২ সালের প্রথমদিকে নকিয়া বাজারে নিয়ে এসেছিলো জি২১ মডেলের এই ফোনটি। এতে ৫০০০ মিলিএম্প এর ব্যাটারি দেয়া হয়েছে যা নকিয়ার মতে ৩ দিন পর্যন্ত ব্যাকাপ দিতে পারবে। তাই যাদের দীর্ঘ সময় ব্যাকাপ দরকার হয় তাদের জন্য ভালো একটি ফোন এটি। এছাড়াও ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে এতে। তাই ফটোগ্রাফি করতে চাইলে এটি সহজেই আপনার পছন্দ হবে। এছাড়া ৯০ হার্টজের ডিসপ্লে এবং ২ বছরের ওএস আপডেট দেবে বলেও জানিয়েছে নকিয়া।

নকিয়া জি২১ এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টি৬০৬
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি 
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০৫০মিলিএম্প

নকিয়া জি২১ এর দামঃ ১৮,২৪৯টাকা

নকিয়া ৩.৪ – Nokia 3.4

নকিয়া ৩.৪ – Nokia 3.4

বাজেটের মধ্যে যারা ভালো পারফর্মেন্স আশা করেন তাদের জন্য নকিয়া বাজারে এনেছে নকিয়া ৩.৪ মডেলটি। এতে তারা কোয়ালকমের নতুন জেনারেশনের চিপ স্ন্যাপড্রাগন ৪৬০ ব্যবহার করেছে যা কম ব্যাটারি ব্যবহার করেই অধিক পারফর্মেন্স দিতে পারে। ২ দিনের ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলে নকিয়া এতে ৪০০০ মিলিএম্পের একটি ব্যাটারিও দিয়েছে। এছাড়া টুকিটাকি ছবি তোলার জন্য পিছনে আছে ৩ টি ক্যামেরা যার মেইন লেন্সটি ১৩ মেগাপিক্সেলের।

নকিয়া ৩.৪ এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৬.৩৯ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩জিবি 
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প

নকিয়া ৩.৪ এর দামঃ ১২,৭৫০টাকা

নকিয়া সি২ ২য় এডিশন – Nokia C2 2nd Edition

নকিয়া সি২ ২য় এডিশন – Nokia C2 2nd Edition

নকিয়ার একদম কম বাজেটে ব্যাসিক কিছু ফিচারসহ স্মার্টফোন এটি। এর বিল্ড কোয়ালিটি বেশ মজবুত, তাই সহজে এটি নষ্ট হবে না। এছাড়া এই ফোনটি সারাদিন ব্যাকাপ দিতে সক্ষম। অ্যান্ড্রয়েডের একদম হালকা গো এডিশনের অপারেটিং সিস্টেম দেয়া আছে এতে। তাই এটি স্মুথ পারফর্মেন্স দিতে পারে। সামনে ও পেছনে উভয় ক্যামেরার সাথেই ফ্ল্যাশ দেয়া হয়েছে। পেছনের মেইন ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের।

নকিয়া সি২ ২য় এডিশন এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৫.৭ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক কোয়াড কোর ১.৫ গিগাহার্টজ
  • ব্যাক ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল 
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২জিবি 
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাটারিঃ ২৪০০মিলিএম্প

নকিয়া সি২ ২য় এডিশন এর দামঃ ৮,২৪৯টাকা

নকিয়া ১.৪ – Nokia 1.4

নকিয়া ১.৪ – Nokia 1.4

নকিয়ার কম বাজেটের আরেকটি ফোন যেটিও বেশ মজবুতভাবে তৈরি করা। ৪০০০ মিলিএম্পের ব্যাটারি আছে এতে যা ২ দিন পর্যন্ত ব্যাকাপ দিতে পারবে সহজেই। সাথে আছে ডুয়াল ক্যামেরা সিস্টেম যার প্রধান লেন্সটি ৮ মেগাপিক্সেলের। অপারেটিং সিস্টেম হিসেবে হালকা ও ফাস্ট অ্যান্ড্রয়েড গো এডিশন দেয়া আছে এতে। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১৫। তাই স্মুথ পারফর্মেন্স পাওয়া যাবে। ৬.৫১ ইঞ্চির বড় ডিসপ্লেও আছে এতে। 

নকিয়া ১.৪ এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৬.৫১ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১৫
  • ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩জিবি 
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প

নকিয়া ১.৪ এর দামঃ ১২,২৪৯টাকা

নকিয়া জি১০ – Nokia G10

নকিয়া জি১০ - Nokia G10

সম্প্র‍তি দেশের বাজারে নকিয়া জি১০ ফোনটি লঞ্চ করা হয়। সাড়ে ১৩হাজার টাকার এই ফোনটিতে ৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ রয়েছে। এছাডাও ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা থাকছে নকিয়া জি১০ ফোনে। রয়েছে ৫০৫০মিলিএম্প এর বিশাল ব্যাটারি।

নকিয়া জি১০ এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি২৫
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩জিবি 
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাটারিঃ ৫০৫০মিলিএম্প

নকিয়া জি১০ এর দামঃ ১৪,৭৪৯টাকা

নকিয়া জি২০ – Nokia G20

নকিয়া জি২০ - Nokia G20

নকিয়া জি১০ এর সাথে নকিয়া জি২০ ফোনটিও দেশের বাজারে নিয়ে আসে নকিয়া। ১৫হাজার টাকা মূল্যের এই ফোনটিতে রয়েছে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ। ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপের ফোনটি অনেকের পছন্দের হতে পারে। এছাড়াও নকিয়া জি১০ এর ন্যায় বিশাল ৫০৫০মিলিএম্প এর ব্যাটারিও রয়েছে এতে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

নকিয়া জি২০ এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি 
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০৫০মিলিএম্প

নকিয়া জি২০ এর দামঃ ১৬,২৪৯টাকা

নকিয়া ৬.২ – Nokia 6.2

নকিয়া ৬.২ - Nokia 6.2

নকিয়া ৬.২ ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর। ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ রয়েছে এতে। ফোনটির ব্যাকে রয়েছে ১৬মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ।

নকিয়া ৬.২ এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৬.৩ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৫০০মিলিএম্প

নকিয়া ৬.২ এর দামঃ ২৪,৪৯৯টাকা

আরো জানুনঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন

নকিয়া ২.১ – Nokia 2.1

নকিয়া ২.১ - Nokia 2.1

বাংলাদেশের বাজারে নকিয়ার সবচেয়ে কম দামের যে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে সেটি হলো নকিয়া ২.১। ফোনটিতে রয়েছে ১জিবি র‍্যাম ও ৮জিবি স্টোরেজ। ৪০০০মিলিএম্প ব্যাটারির ফোন নকিয়া ২.১ এ পাওয়া যাবে ৮মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা।

নকিয়া ২.১ এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৫.৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫
  • র‍্যামঃ ১জিবি
  • স্টোরেজঃ ৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প

নকিয়া ২.১ এর দামঃ ৭,৯৯০টাকা

নকিয়া ৮.১ – Nokia 8.1

নকিয়া ৮.১ - Nokia 8.1

কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসরযুক্ত ফোন নকিয়া ৮.১ ফোনটিতে রয়েছে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ। ৪৪ হাজার টাকা প্রাইস ট্যাগ বিবেচনায় ফোনটির দাম অনেকটা বেশি বলা চলে। ফোনটিতে ১২মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা রয়েছে। ফোনটির ফ্রন্টে রয়েছে ২০মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।

নকিয়া ৮.১ এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৬.১৮ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৫০০মিলিএম্প

নকিয়া ৮.১ এর দামঃ ৪৪,০০০টাকা

আরো দেখুনঃ ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন

নকিয়া ৭.২ – Nokia 7.2

নকিয়া ৭.২ - Nokia 7.2

নকিয়া ৭.২ ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। প্রায় ৩২হাজার টাকার ফোন, নকিয়া ৭.২ এ রয়েছে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ। এছাড়াও ফোনটিতে ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে। ২০মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা অনেক সেল্ফিপ্রেমীদের পছন্দের হতে পারে।

নকিয়া ৭.২ এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৬.৩ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৫০০মিলিএম্প

নকিয়া ৭.২ এর দামঃ ৩১,৯৯০টাকা

নকিয়া ২.২ – Nokia 2.2

নকিয়া ২.২ - Nokia 2.2

নকিয়া ২.২ ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বাংলাদেশের বাজারে। মিডিয়াটেক এর হেলিও এ২২ প্রসেসরযুক্ত নকিয়া ২.২ ফোনটিতে রয়েছে মাত্র ৩০০০মিলিএম্প এর ব্যাটারি। ১৩মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ৫মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা রয়েছে ফোনটিতে।

নকিয়া ২.২ এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৫.৭১ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২২
  • র‍্যামঃ ২জিবি/৩২জিবি
  • স্টোরেজঃ ১৬জিবি/৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩০০০মেগাপিক্সেল

নকিয়া ২.২ এর দামঃ 

  • ২জিবি র‍্যাম + ১৬জিবি স্টোরেজঃ ৯,৯৯৯টাকা
  • ৩জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজঃ ১০,৯৯৯টাকা

আরো জানুনঃ কম দামে ভালো ফোন

নকিয়া ৩.২ – Nokia 3.2

নকিয়া ৩.২ - Nokia 3.2

নকিয়া ৩.২ ফোনটিতে রয়েছে ১৩মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। ৪০০০মিলিএম্প ব্যাটারির এই ফোনটিতে ৪জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ থাকছে।এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৪২৯ প্রসেসর।

নকিয়া ৩.২ এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৬.২৬ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৯
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪০০০মেগাপিক্সেল

নকিয়া ৩.২ এর দামঃ ১৩,৪৯৯টাকা

নকিয়া ৬.১ – Nokia 6.1

নকিয়া ৬.১ - Nokia 6.1

নকিয়া ৬.১ ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৩০ চিপসেট।  ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ থাকছে ফোনটিতে। ১৬মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৮মেগাপিক্সেল স্টোরেজ রয়েছে নকিয়া ৬.১ ফোনটিতে। মাত্র ৩০০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে ফোনটিতে।

নকিয়া ৬.১ এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৫.৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩০০০মেগাপিক্সেল

নকিয়া ৬.১ এর দামঃ ২৯,১০০টাকা

নকিয়া ৩ – Nokia 3

নকিয়া ৩ - Nokia 3

১১হাজার টাকা দামের ফোন, নকিয়া ৩ এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক প্রসেসর। নকিয়া ৩ এ থাকছে ২জিবি র‍্যাম ও ১৬জিবি স্টোরেজ। ২৬৩০মিলিএম্প এর ব্যাটারি থাকছে নকিয়া ৩ ফোনটিতে।

নকিয়া ৩ এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক এমটি৬৭৩৭
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ১৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল 
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৬৩০মিলিএম্প

নকিয়া ৩ এর দামঃ ১০,৯৯০টাকা

আরো জানুনঃ ৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন

নকিয়া ৫.১ প্লাস – Nokia 5.1 Plus

নকিয়া ৫.১ প্লাস - Nokia 5.1 Plus

নকিয়া ৫.১ প্লাস ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী হেলিও পি৬০ প্রসেসর৷ ৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ রয়েছে ফোনটিতে। ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ও ৮মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে নকিয়া ৫.১ প্লাস ফোনটিতে। ৩০৬০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে নকিয়া ৫.১ প্লাসে।

নকিয়া ৫.১ প্লাস এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৫.৮৬ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৬০
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা 
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩০৬০মিলিএম্প

নকিয়া ৫.১ প্লাস এর দামঃ ২১,৯৯০টাকা

নকিয়া ২.৩ – Nokia 2.3

নকিয়া ২.৩ - Nokia 2.3

১১হাজার টাকার ফোন, নকিয়া ২.৩ ফোনটিতে ২জিবি র‍্যাম ও ১৬জিবি স্টোরেজ রয়েছে। ১৩মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ৫মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে। মিডিয়াটেক এর হেলিও এ২২ প্রসেসর ব্যবহৃত হয়েছে এতে। ৪০০০মিলিএম্প এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফোনটিতে। 

নকিয়া ২.৩ এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৬.২ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২২
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ১৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প

নকিয়া ২.৩ এর দামঃ ১০,৯৯০টাকা

আরও জানুনঃ বর্তমানে বিশ্বের সেরা স্মার্টফোন তালিকা

নকিয়া ৩.১ – Nokia 3.1

নকিয়া ৩.১ - Nokia 3.1

মিডিয়াটেক এর প্রসেসরযুক্ত ফোন, নকিয়া ৩.১ এ রয়েছে ৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ। ১৩মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৮মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে। মাত্র ২৯৯০মিলিএম্প ব্যাটারি থাকছে ফোনটিতে।

নকিয়া ৩.১ এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৫.২ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক এমটি৬৭৫০
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৯৯০মিলিএম্প

নকিয়া ৩.১ এর দামঃ ১৭,৫০০টাকা

আরো জানুনঃ ইনফিনিক্স মোবাইলের দাম

নকিয়া ৩.১ প্লাস – Nokia 3.1 Plus

নকিয়া ৩.১ প্লাস - Nokia 3.1 Plus

নকিয়া ৩.১ প্লাস ফোনটিতে ৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ রয়েছে। ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার ফোন, নকিয়া ৩.১ প্লাস এ ৮মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা রয়েছে। আছে ৩৫০০মিলিএম্প এর ব্যাটারি।

নকিয়া ৩.১ প্লাস এর স্পেসিফিকেশনসঃ

  • ডিসপ্লেঃ ৬ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি২২
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৫০০মিলিএম্প

নকিয়া ৩.১ প্লাস এর দামঃ ১৮,৫০০টাকা

আরো জানুনঃ নকিয়া বাটন মোবাইলের তালিকা ও দাম

আপনার পছন্দের নকিয়া স্মার্টফোনফোন কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *