আইফোনের দাম ২০২৪

বাংলাদেশে আইফোন ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশে অ্যাপল নিজে স্টোর সেটআপ করে সরাসরি কার্যক্রম না চালালেও দেশে তাদের অথরাইজড স্টোর রয়েছে। এছাড়া বিভিন্ন আনঅফিসিয়াল বিক্রেতা তো রয়েছেই। এই পোস্টে উল্লেখিত আইফোন এর দাম বিভিন্ন ট্রাস্টেড সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য যে এখানে আমরা প্রতিটি ফোনের মূল মডেলের দাম উল্লেখ করেছি। মডেল, সময় ও স্থান ভেদে আইফোনের দাম কম বা বেশি হতে পারে। স্টক থাকা, ডলারের দাম, প্রভৃতির জন্য দাম পরিবর্তিত হতে পারে। তবে এই পোস্ট থেকে আপনি একটি ধারণা পাবেন কোন মডেলের দাম কী রকম হতে পারে।

আইফোন ৫

আইফোন ৫

১০বছর আগে মুক্তি পাওয়া আইফোন ৫ বর্তমানে পাওয়া যাচ্ছে পানির দামে। দামে কম হলেও এই ফোন বর্তমানে প্রায় ব্যবহারের অযোগ্য বলা চলে। বেশ ছোট স্ক্রিন ও স্বল্প ব্যাটারির কারণে ফোনটি কেনার যুক্তিযুক্ত তেমন কোনো কারণ নেই। আইফোন ৫ এর স্পেসিফিকেশন নিচে দেওয়া হল।

  • ডিসপ্লেঃ ৪ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ৬
  • র‍্যামঃ ১জিবি
  • স্টোরেজঃ ১৬জিবি
  • মেইন ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ১.২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ১৪৪০মিলিএম্প

আইফোন ৫ এর দাম ৫,০০০টাকা

আইফোন ৬

কম দামের মধ্যে ব্যবহারযোগ্য আইফোন হলো আইফোন ৬। অ্যাপল এর স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল হলো এই আইফোন ৬। ফোনটি বেশ ছোটোখাটো হওয়ার পাশাপাশি বর্তমান সময়ের বিচারে মোটামুটি মানের ব্যাটারি ব্যাকাপ প্রদান করে। দেশের বাজারে ফোনটির রিফার্বিশড বা পুরোনো মডেল পেয়ে যাবেন বেশ কম দামের মধ্যে।

আইফোন ৬

আইফোন ৬ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৪.৭ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ৮
  • র‍্যামঃ ১জিবি
  • স্টোরেজঃ ১৬জিবি / ৩২জিবি / ৬৪জিবি / ১২৮জিবি
  • মেইন ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ১.২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ১৮১০মিলিএম্প

আইফোন ৬ এর দাম ১০,০০০টাকা

আইফোন ৬এস

আইফোন ৬এস

আইফোন ৬ এর আপগ্রেডেড ভার্সন হলো আইফোন ৬এস। ফোনটিতে আইফোন ৬ এর চেয়ে বেশি র‍্যাম ও অপেক্ষাকৃত উন্নত প্রসেসর রয়েছে, যার ফলে এটির পারফরম্যান্স আইফোন ৬ এর চেয়ে কিছুটা বেটার। এছাড়া আইফোন ৬ এর চেয়ে আইফোন ৬এস ক্যামেরা অনেক উন্নত।

আইফোন ৬এস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৪.৭ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ৯
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ১৬জিবি / ৩২জিবি / ৬৪জিবি / ১২৮জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ১৭১৫ ১৭১৫মিলিএম্প

আইফোন ৬এস এর দাম ১২,০০০টাকা 

আইফোন ৬এস প্লাস

আইফোন ৬এস প্লাস

আইফোন ৬ সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি রয়েছে আইফোন ৬এস প্লাস ফোনটিতে। আইফোন ৬ এসপ্লাস ফোনটিতে বড় ব্যাটারির পাশাপাশি রয়েছে ৫.৫ইঞ্চির স্ক্রিন যা আইফোন হিসেবে বেশ বড় বলা চলে। আইফোন ৬এস এর মত একই ক্যামেরা থাকছে আইফোন ৬এস প্লাস ফোনটিতেও।

আইফোন ৬এস প্লাস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৫ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ৯
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ১৬জিবি / ৩২জিবি / ৬৪জিবি / ১২৮জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৭৫০মিলিএম্প

আইফোন ৬এস প্লাস এর দাম ১৫,০০০টাকা 

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

আইফোন ৭

আইফোন ৭

আইফোন এর তালিকায় আরেকটি জনপ্রিয় মডেল হলো আইফোন ৭। বেশ ছোটোখাটো এই ফোনটিতে অসাধারণ এ১০ ফিউশান প্রসেসর রয়েছে। তবে ফোনটির ব্যাটারি বেশ ছোট হওয়ার কারণে ব্যাটারি ব্যাকাপ নিয়ে ভোগান্তি পোহাতে হয় অধিকাংশ ব্যবহারকারীর।

আইফোন ৭ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৪.৭ইঞ্চি
  • প্রসেসরঃ  অ্যাপল এ১০ ফিউশান
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি / ৬৪জিবি / ১২৮জিবি / ২৫৬জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৭মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ১৯৬০মিলিএম্প

আইফোন ৭ এর দাম ১৮,০০০টাকা

আইফোন ৭ প্লাস

আইফোন ৭ প্লাস

আইফোন ৭ এর ব্যাটারি ব্যাকাপের সমস্যা দূর করার পাশাপাশি ক্যামেরা সেকশনে বাড়তি চমক রয়েছে আইফোন ৭ প্লাস ফোনটিতে। বড়সড় ৫.৫ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি এই ফোনে দুইটি ১২মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে যা সাহায্যে ফোনটিতে অসাধারণ পোর্ট্রেইট ছবি তোলা যায়।

আইফোন ৭ প্লাস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৫ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১০ ফিউশান
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ  ৩২জিবি / ৬৪জিবি / ১২৮জিবি / ২৫৬জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৭মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৯০০মিলিএম্প

আইফোন ৭ প্লাস এর দাম ২৫,০০০টাকা

👉 গুগল পিক্সেল ফোনের দাম জানুন

আইফোন ৮

আইফোন ৮

আইফোন ৭ ও আইফোন ৮ এর মধ্যে মূল পার্থক্য এদের প্রসেসরের মধ্যে। আইফোন ৮ ফোনটিতে অ্যপল এ১১ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। সাইজে ছোট ব্যাটারি ব্যবহার করা হলেও এনার্জি এফিসিয়েন্ট প্রসেসরের কল্যাণে আইফোন ৭ ও আইফোন ৮ থেকে প্রায় একই ধরনের ব্যাটারি ব্যাকাপ পাওয়া যায়। আইফোন ৮ থেকে শুরু করে পরবর্তী ভার্সনগুলোতে ওয়্যারলেস চার্জিং ফিচার যুক্ত হয়েছে।

আইফোন ৮ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৪.৭ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১১ বায়োনিক
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি / ২৫৬জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৭মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ১৮২১মিলিএম্প

আইফোন ৮ এর দাম ২০,০০০টাকা

আইফোন ৮ প্লাস

আইফোন ৮ প্লাস

আইফোন ৮ প্লাস ফোনটিতে বড় ব্যাটারি ও বড় স্ক্রিনের পাশাপাশি রয়েছে ডুয়াল ক্যামেরা সেন্সর যা দ্বারা আইফোন ৭ প্লাস এর মত পোর্ট্রেইট ছবি তোলার সুযোগ রয়েছে। অ্যাপল এ১১ বায়োনিক এর কল্যাণে আইফোন ৮ প্লাস এর পোর্ট্রেইট ছবি আইফোন ৭ প্লাস এর পোর্ট্রেইট ছবির চেয়ে বেটার।

আইফোন ৮ প্লাস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৫ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১১ বায়োনিক
  • র‍্যামঃ ৩জিবি 
  • স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি / ২৫৬জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৭মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৬৯১মিলিএম্প
  • ওয়্যারলেস চার্জিং

আইফোন ৮ প্লাস এর দাম ২৭,০০০টাকা

👉 মটোরোলা মোবাইল এর দাম

আইফোন ১০

আইফোন ১০

আইফোন ৮ সিরিজের সাথে একই বছর আইফোন ১০ নিয়ে আসে অ্যাপল, যা অ্যাপল এর জনপ্রিয় ফোনগুলো মধ্যে একটি। ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার পাশাপাশি ৩জিবি র‍্যাম ও ৫.৭ইঞ্চি ডিসপ্লে রয়েছে আইফোন ১০ এ। এছাড়া এই ফোনটিতে ২৭১৬মিলিএম্প এর ব্যাটারি থাকায় ভালো কন্ডিশনে কিনতে সক্ষম হলে বেশ ভালো ব্যাটারি ব্যাকাপ পাওয়া যায়। এতে নতুন ফিচার ফেইস আইডি বা ফেইস আনলক এবং ওয়্যারলেস চার্জিং আছে। বাদ গেছে ফিঙ্গারপ্রিন্ট বা টাচ আইডি।

আইফোন ১০ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৮ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১১ বায়োনিক
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ২৫৬জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৭মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৭১৬মিলিএম্প
  • ফেইস আইডি
  • ওয়্যারলেস চার্জিং

আইফোন ১০ এর দাম ৩০,০০০টাকা

আইফোন ১০আর

আইফোন ১০আর

আইফোন ১০আর অ্যাপল এর আরেকটি জনপ্রিয় মোবাইল ডিভাইস। এই ফোনটিতে আইফোন ১০ এর চেয়ে ভালো প্রসেসর ও ব্যাটারি রয়েছে, তবে বাদ পড়েছে ডুয়াল ক্যামেরা সেটাপ। মজার ব্যাপার হলো এই ফোনটিতে লো রেজ্যুলেশনের স্ক্রিন ব্যবহার করায় আইফোন ১০ চেয়ে অনেক বেশি ব্যাটারি ব্যাকাপ প্রদান করে এই ফোনটি।

আইফোন ১০আর এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১২ বায়োনিক
  • র‍্যামঃ ৩জিবি 
  • স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি / ২৫৬জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৭মেগাপিক্সেল 
  • ব্যাটারিঃ ২৯৪২মিলিএম্প
  • ফেইস আইডি
  • ওয়্যারলেস চার্জিং

আইফোন ১০আর এর দাম ৩৫,০০০টাকা

👉 ওয়ানপ্লাস ফোনের দাম

আইফোন ১০এস

আইফোন ১০এস

আইফোন ১০ এর সাথে ১জিবি র‍্যাম যোগ করলে হয় আইফোন ১০এস। প্রায় একই স্পেসিফিকেশনের ফোন এই আইফোন ১০ ও আইফোন ১০এস।  তবে আইফোন ১০এস এ রয়েছে বেটার অ্যাপল এ১২ বায়োনিক প্রসেসর যার ফলে পারফরম্যান্স এই ফোনটিতে কিছুটা বেটার।

আইফোন ১০এস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৮ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১২ বায়োনিক
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৭মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৬৫৮মিলিএম্প
  • ফেইস আইডি
  • ওয়্যারলেস চার্জিং

আইফোন ১০এস এর দাম ৪৫,০০০টাকা

আইফোন ১০এস ম্যাক্স

আইফোন ১০এস ম্যাক্স

আইফোন ১০এস ম্যাক্স ফোনটি এখনো প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে এর বড় স্ক্রিন ও অসাধারণ ব্যাটারি ব্যাকাপের জন্য। আইফোন ১২এস এর সকল ফিচার এর পাশাপাশি ১০এস ম্যাক্সে রয়েছে অপেক্ষাকৃত বড় ব্যাটারি ও স্ক্রিন যা ফোনটিকে অনেকের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

আইফোন ১০এস ম্যাক্স এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১২ বায়োনিক
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৭মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩১৭৪মিলিএম্প
  • ফেইস আইডি
  • ওয়্যারলেস চার্জিং

আইফোন এস ম্যাক্স এর দাম ৫০,০০০টাকা

👉 অপো ফোনের দাম

আইফোন ১১

আইফোন ১১

আইফোন ১১ এর নাম শুনেনি বা চিনেনা, এমন মানুষ হয়ত খুঁজেই পাওয়া যাবেনা। অ্যাপল এ১৩ বায়োনিক প্রসেসর দ্বারা চালিত এই ফোনটিতে প্রথমবারের মত আলট্রাওয়াইড ক্যামেরা যোগ করে অ্যাপল। মুক্তি পাওয়ার বেশ কয়েক বছর পরেও আইফোন ১১ ফোনটি এখনো বিশ্বব্যাপী তুমুলভাবে জনপ্রিয়।

আইফোন ১১ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৩ বায়োনিক
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি / ২৫৬জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৭মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩১১০মিলিএম্প
  • ফেইস আইডি
  • ওয়্যারলেস চার্জিং

আইফোন ১১ এর দাম ৫৫,০০০টাকা

আইফোন ১১ প্রো

আইফোন ১১ প্রো

আইফোন ১১ এর আপগ্রেডেড মডেল হলো আইফোন ১১ প্রো। বাড়তি ক্যামেরার পাশাপাশি স্ক্রিন সাইজ আইফোন ১১ এর চেয়ে ছোট হওয়ার ব্যাটারি ব্যাকাপে কিছুটা উন্নতি এসেছে এই ফোনটিতে। এই ফোনটির দ্বারা প্রথমবারের মত ফ্ল্যাগশিপ আইফোন প্রো নিয়ে আসে অ্যাপল।

আইফোন ১১ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৮ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৩ বায়োনিক
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩০৪৬মিলিএম্প

আইফোন ১১ প্রো এর দাম ৬০,০০০টাকা 

👉 পোকো মোবাইল এর দাম

আইফোন ১১ প্রো ম্যাক্স

iPhone 11 Pro Max

২০১৯সালে মুক্তি পাওয়া আইফোন ১১ প্রো ম্যাক্স ছিলো অ্যাপল এর টপ অফ দ্যা লাইন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আইফোন ১১ প্রো এর সকল ফিচারের পাশাপাশি অপেক্ষাকৃত বড় স্কিন ও ব্যাটারি রয়েছে। 

আইফোন ১১ প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৩ বায়োনিক
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৯৬৯মিলিএম্প

আইফোন ১১ প্রো ম্যাক্স এর দাম ৭০,০০০টাকা

আইফোন ১২

আইফোন ১২

আইফোন ১২ এর মাধ্যমে আইফোনের আইকনিক বক্সি টাইপের ডিজাইনে ফিরে আসে অ্যাপল। এ১৪ বায়োনিক চিপসেট দ্বারা চালিত আইফোন ১২ ফোনটিতে ১২মেগাপিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরার পাশাপাশি ১২মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা রয়েছে।

আইফোন ১২ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৪ বায়োনিক
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি / ২৫৬জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৮১৫মিলিএম্প

আইফোন ১২ এর দাম ৭০,০০০টাকা

👉 বিশ্বের সেরা স্মার্টফোন

আইফোন ১২ মিনি

iphone 12 mini

আইফোন ১২ মিনি এর সাথে প্রথমবারের মত মিনি লাইন-আপ এর ফোন নিয়ে আসে অ্যাপল। সাইজে কিছুটা ছোট এই আইফোন বেশ গ্রহণযোগ্যতা পায় এর কমপ্যাক্ট সাইজের পাশাপাশি অসাধারণ ক্যামেরা ও পারফরম্যান্স প্রদান করার কারণে।

আইফোন ১২মিনি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৪ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৪ বায়োনিক
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি / ২৫৬জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২২২৭মিলিএম্প

আইফোন ১২ মিনি এর দাম ৬৫,০০০টাকা

আইফোন ১২ প্রো

আইফোন ১২ প্রো

আইফোন ১২ এর একই সাইজের ফোন আইফোন ১২ প্রো তে রয়েছে একই প্রসেসর, তবে ৪জিবি র‍্যাম এর বদলে এখানে ৬জিবি র‍্যাম রয়েছে ও ১২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে।

আইফোন ১২ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৪ বায়োনিক
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা 
  • সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৮১৫মিলিএম্প

আইফোন ১২ প্রো এর দাম ৯০,০০০টাকা

👉 ৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন

আইফোন ১২ প্রো ম্যাক্স

আইফোন ১২ প্রো ম্যাক্স

আইফোন ১২ প্রো ম্যাক্স ফোনটিতে ৬.৭ইঞ্চির বিশাল ডিসপ্লে রয়েছে। ৩৬৮৭মিলিএম্প ব্যাটারির ফোনটিতে আইফোন ১২ সিরিজের অন্য ফোনগুলোর মত এ১৪ বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। আইফোন ১২ প্রো এর মত একই ক্যামেরা সেটাপ থাকছে এই ফোনটিতেও।

আইফোন ১২ প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৪ বায়োনিক
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৬৮৭মিলিএম্প

আইফোন ১২ প্রো ম্যাক্স এর দাম ১,০০,০০০টাকা

আইফোন এসই ২০২২

সবচেয়ে কম দামের আইফোন হতে পারে আইফোন এসই ২০২২!

আইফোন ৮ এর বডিতে ২০২১সালের লেটেস্ট এ১৫ বায়োনিক অ্যাপল প্রসেসর যোগ করে আইফোন এসই ২০২২ নিয়ে আসে অ্যাপল। ফোনটিতে ৪.৭ইঞ্চির বেশ ছোট ডিসপ্লে রয়েছে। আইফোন ৮ এর মত এই ফোনটিতে ১২মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা থাকলেও এ১৫ বায়োনিক প্রসেসরের কল্যাণে এই ফোন থেকে বেশ অসাধারণ ছবি পাওয়া যায়।

আইফোন এসই ২০২২ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৪.৭ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৫ বায়োনিক
  • র‍্যামঃ ৪জিবি 
  • স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি / ২৫৬জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৭মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২০১৮মিলিএম্প

আইফোন এসই ২০২২ এর দাম ৪৫,০০০টাকা

আইফোন ১৩

আইফোন ১৩

আইফোন ১৩ ফোনটিতে অ্যাপল এ১৫ বায়োনিক প্রসেসরের রয়েছে। ৬.১ইঞ্চির এই ফোনটিতে ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার পাশাপাশি ৩২৪০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে। সবদিক বিবেচনায় আইফোন ১৩ কে একটি অলরাউন্ডার ফোন বলাই যায়।

আইফোন ১৩ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৫ বায়োনিক
  • র‍্যামঃ ৪জিবি 
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল 
  • ব্যাটারিঃ ৩২৪০মিলিএম্প

আইফোন ১৩ এর দাম ৮৫,০০০টাকা

👉 ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন

আইফোন ১৩ মিনি

আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনি

আইফোন ১৩ এর চেয়ে কিছুটা ছোট স্ক্রিন সাইজ ও ব্যাটারি নিয়ে আইফোন ১৩ মিনি নিয়ে আসে অ্যাপল। আইফোন ১৩ এর ন্যায় একই প্রসেসর ও ক্যামেরা সেটাপের এই ফোনটিও অনেকের পছন্দ এর ছোট সাইজের কারণে।

আইফোন ১৩ মিনি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৪ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৫ বায়োনিক
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৪৩৮মিলিএম্প

আইফোন ১৩ মিনি এর দাম ৭৫,০০০টাকা

আইফোন ১৩ প্রো

আইফোন ১৩ প্রো

আইফোন ১৩ প্রো সিরিজের আইফোন ১৩ প্রো ফোনটিতে ৬জিবি র‍্যাম এর পাশাপাশি অ্যাপল এ১৫ বায়োনিক প্রসেসর ব্যবহৃত হয়েছে। ৩০৯৫মিলিএম্প ব্যাটারির ফোনটিতে ১২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে যা ইতিমধ্যে কমবেশি সবাই জানেন।

আইফোন ১৩ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৫ বায়োনিক
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি / ১টিবি 
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩০৯৫মিলিএম্প

আইফোন ১৩ প্রো এর দাম ১,১০,০০০টাকা

আইফোন ১৩ প্রো ম্যাক্স

আইফোন ১৩ প্রো ম্যাক্স

২০২১সালে আইফোন ১৩ প্রো ম্যাক্স নিয়ে আসে অ্যাপল যাতে বড় ডিসপ্লের পাশাপাশি বড় ব্যাটারিও রয়েছে। ১২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ফোনটি বেশ দামি হলেও এর স্পেসিফিকেশন বিচারে ফোনটিকে ভ্যালু ফর মানি ফোন বলা যেতে পারে।

আইফোন ১৩ প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৫ বায়োনিক
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি / ১টিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৩৫২মিলিএম্প

আইফোন ১৩ প্রো ম্যাক্স এর দাম ১,২৫,০০০টাকা

আইফোন ১৪ 

iPhone 14 Price in Bangladesh

আইফোন ১৪ এর সাথে আগের বছরের আইফোন ১৩ এর অনেক মিল রয়েছে। একই প্রসেসরের পাশাপাশি অন্যান্য স্পেসিফিকেশনের দিক দিয়েও ফোন দুইটি প্রায় একই বলা চলে। ক্যামেরা ও গ্রাফিক্স কোর ছাড়া ফোন দুইটির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। এমনকি আগের বছরের ন্যায় ডিসপ্লের নচ পর্যন্ত একই থেকে গিয়েছে।

আইফোন ১৪ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৫ বায়োনিক
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি 
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩২৭৯মিলিএম্প

আইফোন ১৪ এর দাম টাকা ৮৫,০০০টাকা 

আইফোন ১৪ প্লাস

iPhone 14 Plus Price in Bangladesh

আইফোন ১৪ মিনি কে বাদ দিয়ে আইফোন ১৪ প্লাস নিয়ে আসে অ্যাপল। আইফোন ১৪ প্লাস হলো মূলত আইফোন ১৪ এর বড় ভার্সন। বড় বলতে এখানে বড় ডিসপ্লে ও বড় ব্যাটারিকে বুঝানো হয়েছে। দামে অল্প বেশি এই আইফোন ১৪ প্লাস বড় ডিসপ্লে লাভার ও হেভি ইউজারদের বেশ পছন্দ হবে। তবে অন্যান্য স্পেসিফিকেশন এর দিক দিয়ে আইফোন ১৪ ও ১৪ প্লাস একই ফোন।

আইফোন ১৪ প্লাস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৫ বায়োনিক
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৩২৩মিলিএম্প

আইফোন ১৪ প্লাস এর দাম ৮৭,০০০ টাকা

আইফোন ১৪ প্রো

আইফোন ১৪ সিরিজের যেসব ফিচার এন্ড্রয়েডে আগে থেকেই আছে

আইফোন ১৪ ও আইফোন ১৪ প্রো এর মধ্যে বেশ বড় পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্য রয়েছে ফোনের ডিসপ্লেতে, যেখানে ডায়নামিক আইল্যান্ড নামের পিল শেপ কাটআউট রয়েছে। এছাড়া অ্যাপল এ১৬ বায়োনিক এর কল্যাণে অনেক বেশি শক্তিশালী আইফোন ১৪ প্রো। অ্যাপল এর প্রথম ৮৪মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে আইফোন ১৪ প্রো সিরিজে। সাইজে আইফোন ১৪ এর মত হলেও পারফরম্যান্স ও ক্যামেরার দিক দিয়ে অনেক এগিয়ে থাকবে আইফোন ১৪ প্রো। 

আইফোন ১৪ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৬ বায়োনিক
  • র‍্যামঃ ৬জিবি 
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি
  • মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩২০০মিলিএম্প

আইফোন ১৪ প্রো এর দাম ১,৩৪,০০ টাকা

আইফোন ১৪ প্রো ম্যাক্স

অবশেষে আইফোন ১৫'তে আসতে পারে যে বহুল কাঙ্ক্ষিত সুবিধা

আইফোন ১৪ প্রো ম্যাক্সে রয়েছে বিশাল ব্যাটারির পাশাপাশি বড় ডিসপ্লে। আইফোন ১৪ প্রো এর মত একই ডিজাইন ও ক্যামেরা এক্সপেরিয়েন্স প্রদান করবে আইফোন ১৪ প্রো ম্যাক্স। অ্যাপলের সবচেয়ে দামি এই আইফোন এর মডেলের দামই শুরু বাংলাদেশী টাকায় দেড় লাখ টাকার চেয়েও বেশিতে। রয়েছে ১টেরাবাইট পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনার সুযোগ, তবে তার দামও হবে দেখার মত।

আইফোন ১৪ প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৬ বায়োনিক
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি / ১টিবি
  • মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৩২৩মিলিএম্প

আইফোন ১৪ প্রো ম্যাক্স এর দাম ১৫৫,০০০ টাকা

আপনি কি আইফোন ব্যবহার করেন? আপনার পছন্দের মডেল কোনটি? কমেন্টে জানান!

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *