৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৩

২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র‍্যান্ডের ভালো স্মার্টফোন পাওয়া যাচ্ছে দেশের বাজারে। স্যামসাং এর মত নামিদামি ব্র‍্যান্ডের পাশাপাশি শাওমি, রিয়েলমি, অপো, ভিভো এর মত জনপ্রিয় চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অনেক ফোন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে বাংলাদেশে। 

চলুন জেনে নেয়া যাক, ২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে সেরা মোবাইল ফোনগুলো সম্পর্কে। তালিকার ফোনগুলো এদের বর্তমান বাজারমূল্যের অনুসারে সাজানো হয়েছে।

পোকো এক্স৪ প্রো ৫জি – Poco X4 Pro 5G

পোকো এক্স৪ প্রো ৫জি – Poco X4 Pro 5G

শাওমির পোকো সিরিজের ফোন বরাবরই বাজেটের মধ্যে সেরা হয়ে থাকে। এই ফোনটিও তার ব্যতিক্রম নয়। যদিও বাংলাদেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালি আসে নি, তবে আপনি আনফিসিয়ালি ৩০ হাজার টাকার মধ্যেই এই জনপ্রিয় মডেলটি পেয়ে যাবেন। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের নতুন ৬৯৫ চিপ যা ৬ ন্যানোমিটারের বলে বেশ আধুনিক। পারফর্মেন্সের ক্ষেত্রে এটি সব কাজ ভালোভাবে করার সাথে সাথে গেমিং করতেও পারদর্শী।

৬.৬৭ ইঞ্চির বড় অ্যামোলেড ১২০ হার্টজের প্যানেল আছে এতে যা বেশ সুন্দর ও প্রিমিয়াম। তাছাড়া ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ আছে এতে। ৫০০০ মিলিএম্পের ব্যাটারি থাকায় এতে সারাদিন ব্যাটারি ব্যাকাপ পাওয়া যাবে সহজেই। এছাড়া ৫জি সুবিধা, মাইক্রোএসডি কার্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের মতো অসাধারন কিছু ফিচারও পেয়ে যাবেন।

পোকো এক্স৪ প্রো ৫জি এর দাম (আনঅফিসিয়াল): ২৯,৯৯০ টাকা

শাওমি ১১আই / রেডমি নোট ১১ প্রো – Xiaomi 11i / Redmi Note 11 Pro

শাওমি ১১আই / রেডমি নোট ১১ প্রো – Xiaomi 11i / Redmi Note 11 Pro

২০২২ সালে বাজারে সাড়া ফেলে দেয়া ফোন এটি। যদিও বাংলাদেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালি আসে নি তবে শাওমি ১১আই আনফিসিয়াল বাজারে পেয়ে যাবেন ৩০ হাজার টাকা বা এর আশেপাশেই। এই ফোনটির ভারতীয় ভ্যারিয়্যান্ট রেডমি নোট ১১ প্রো নামে পরিচিত। ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজের অ্যামোলেড  প্যানেল আছে এই ফোনটিতেও। মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০ চিপসেট আছে এতে যা গেমিং বা পারফর্মেন্স সব ক্ষেত্রেই এই বাজেটে আপনাকে সেরা সার্ভিস দিতে সক্ষম।

দেখতে খুব সুন্দর প্রিমিয়াম এই ফোনটির ক্যামেরা সেকশনে আছে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফির জন্য আছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। বেশ ভালো ছবি তুলতে পারে এই ফোন। ৫১৬০ মিলিএম্প ব্যাটারি থাকায় এই ফোন খুব ভালো ব্যাটারি ব্যাকআপ দিতেও সক্ষম। তাছাড়া ফোনটি ৬৭ ওয়াটে ফাস্ট চার্জ হতে পারে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডলবি সাউন্ড, গরিলা গ্লাস ৫ এর প্রোটেকশন, মাইক্রো এসডি কার্ড স্লটের মতো বাড়তি কিছু ফিচারও পেয়ে যাবেন।

শাওমি ১১আই এর দাম (আনঅফিসিয়াল): ৩০,৫০০ টাকা

রেডমি নোট ১১এস– Redmi Note 11S

রেডমি নোট ১১এস– Redmi Note 11S

শাওমির রেডমি নোট সিরিজ প্রতিবছর ৩০ হাজার টাকা বাজেটে সেরা ফোনটি বাজারে এনে থাকে। যদি ৩০ হাজার টাকা বাজেটে শাওমির অফিসিয়াল ফোন কিনতে চান তবে এটি হতে পারে আপনার সেরা পছন্দ। এই ফোনে শাওমি বেশ কিছু ভালো ফিচার রেখেছে। আছে ৯০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। ক্যামেরার দিকে দৃষ্টি রেখে শাওমি এখানে তাদের ১০৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ দিয়েছে যেখানে আছে আল্ট্রা ওয়াইড, ম্যাক্রো ও ডেপথ সেন্সরও।

সেলফি ক্যামেরা হিসেবেও আছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। হেলিও জি৯৬ চিপ দেয়া হয়েছে এই ফোনে যা এই দামে সেরা চিপ না হলেও দৈনন্দিন স্বাভাবিক কাজ ও টুকটাক গেমিং করার জন্য বেশ ভালো। তাছাড়া ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৫০০০ মিলিএম্পের ব্যাটারিও আছে এখানে। সুন্দর দেখতে এই ফোনটি এই বাজেটের অন্যতম সেরা একটি ফোন।

রেডমি নোট ১১এস এর দাম: ২৭,৯৯৯ টাকা

রিয়েলমি ৯ স্পিড এডিশন – Realme 9 Speed Edition

রিয়েলমি ৯ স্পিড এডিশন – Realme 9 Speed Edition

২০২২ সালে বাজারে সাড়া ফেলা অন্যতম ফোন রিয়েলমি ৯ স্পিড এডিশন। তবে এই ফোনটিও অফিসিয়ালভাবে বাজারে আনেনি রিয়েলমি। তবে আনফিসিয়াল বাজারে ফোনটি ৩০ হাজার টাকার নিচেই পাওয়া যাচ্ছে। এই ফোনটি মূলত পারফর্মেন্সের দিক থেকে নজর কেড়েছে। আছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি গেমিং প্রসেসর যা এই বাজেটে দুর্দান্ত গতিতে কাজ করতে পারে।

তবে ডিসপ্লের ক্ষেত্রে কিছুটা কমতি আছে, ব্যবহার করা হয়েছে এলসিডি ডিসপ্লে। তবে দেয়া আছে ১৪৪ হার্টজের রিফ্রেশ রেট যা এই বাজেটের অন্য কোন ফোনে পাবেন না। ক্যামেরা সেকশনেও এটি বেশ ভালো, আছে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। ৫০০০ মিলিএম্প ব্যাটারি, ৩০ ওয়াট চার্জিং সুবিধা থাকায় ব্যাকাপ নিয়েও নিশ্চিন্ত থাকতে পারেন।

রিয়েলমি ৯ স্পিড এডিশন এর দাম (আনঅফিসিয়াল): ২৬,০০০ টাকা

রিয়েলমি ৯ প্রো ৫জি – Realme 9 Pro 5G

রিয়েলমি ৯ প্রো ৫জি – Realme 9 Pro 5G

৩০ হাজার টাকা বাজেট রিয়েলমির সেরা অফিসিয়াল স্মার্টফোন খুঁজলে এটিই হতে পারে আপনার একমাত্র পছন্দ। ৩০ হাজার টাকার মধ্যে বাংলাদেশের বাজারে অন্যতম সেরা স্মার্টফোন এটি। কেননা এটির পারফর্মেন্স দুর্দান্ত এর আধুনিক ৬ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেটের জন্য। ৫জি সাপোর্টেড এই ফোনে তাই অসাধারণ গতিতে সকল কাজ করে ফেলতে পারবেন। এছাড়াও ৮ জিবি মেমোরি ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে।

তবে ডিসপ্লের ক্ষেত্রে কিছুটা কমতি আছে এখানেও। দেয়া হয়েছে ১২০ হার্টজের ৬.৬ ইঞ্চির এলসিডি প্যানেল। ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ ভালো সেবা দেবে। ট্রিপল ক্যামেরা সেটআপে মেইন সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের। ৫০০০ মিলিএম্প ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় সারাদিন ব্যাকাপ পাওয়া যাবে ফোনটি থেকে। তাছাড়া ফোনটি দেখতেও বেশ সুন্দর ও প্রিমিয়াম। ৩০ হাজার টাকা বাজেটে বেশ ভালো একটি প্যাকেজ এই ফোনটি।

রিয়েলমি ৯ প্রো ৫জি এর দাম: ২৭,৯৯৯ টাকা

ভিভো ভি২৫ই – Vivo V25e

ভিভো ভি২৫ই – Vivo V25e

কিছুদিন আগে বাজারে আসা ভিভোর এই ফোনটি হতে পারে বয়স্ক ও টেকনোলজি সম্পর্কে কম জ্ঞান রাখা মানুষদের জন্য সেরা পছন্দ। বেশ সুন্দর দেখতে এই প্রিমিয়াম ফোনটি খুব পাতলা ও হালকা। তাই হতে ধরে ব্যবহার করতে আরাম পাবে সবাই। সেই সাথে হেলিও জি৯৯ এর ৬ ন্যানোমিটারের প্রসেসর থাকায় সকল কাজ সহজেই করা যাবে। পারফর্মেন্সের দিক থেকে কোনো চিন্তা নেই। আছে অ্যামোলেড ডিসপ্লে যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট দিতে পারে।

ফোনটির ক্যামেরা সেকশনে আলাদাভাবে দৃষ্টি দিয়েছে ভিভো। ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে পিছনে। ৬৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ছাড়াও ম্যাক্রো ও ডেপথ ক্যামেরাও রয়েছে। সেলফি তুলতে যারা ভালবাসেন তাদের জন্য সেরা পছন্দ হতে পারে এই ফোন কেননা ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে এখানে। তাছাড়া ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে ৪৫০০ মিলিএম্প ব্যাটারিও আছে। ফোনটি বেশ শক্ত ডিজাইনের, তাই বহুদিন সার্ভিস দিতে পারবে বলেও আশা করা যায়। ৩০ হাজার টাকা থেকে কিছুটা বেশি মূল্যে এই ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে। 

ভিভো ভি২৫ই এর দাম: ৩১,৯৯৯ টাকা

অপো এফ২১ প্রো – Oppo F21 Pro

অপো এফ২১ প্রো – Oppo F21 Pro

অপো এফ২১ প্রো প্রায় ভিভোর ভি ২৫ই এর মতোই স্পেক নিয়ে বাজারে এলেও পার্থক্য রয়েছে চিপসেটের ক্ষেত্রে। এতে আছে স্ন্যাপড্রাগনের নতুন প্রজন্মের ৬ ন্যানোমিটার চিপসেট ৬৮০। এই ফোনটি ৪ জি ফোন হলেও পারফর্মেন্সের দিক থেকে বেশ ভালো সেবা দিতে পারবে। সেই সাথে আছে অসাধারণ ট্রিপল ক্যামেরা সেটআপ। ভিভো ফোনটির মতোই এতেও আছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা আর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

তাই সাধারণ ফটোগ্রাফি বা সেলফি সবদিকেই এই ফোন বেশ পারদর্শী। ডিসপ্লে সেকশনে আছে ৬.৪৩ ইঞ্চির ৯০ হার্টজ অ্যামোলেড প্যানেল। এই ফোনের ক্যামেরার পিছনে একটি রিং লাইট রয়েছে যা অন্য কোনো ফোনে দেখা যায় না। ফোনের ডিজাইনটি বেশ প্রিমিয়াম এবং পিছনে লেদারের মতো টেক্সচার রয়েছে যা দেখতে বেশ স্টাইলিশ। তাছাড়া ৪৫০০ মিলিএম্প ব্যাটারি, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের মতো প্রিমিয়াম ফিচারগুলো উপস্থিত। ৩০ হাজার টাকা বাজেটে নিঃসন্দেহে এটি অপোর সেরা ফোন।

অপো এফ২১ প্রো এর দাম: ২৯,৯৯০ টাকা

মটোরোলা এজ ২০ ফিউশন – Motorola Edge 20 Fusion

মটোরোলা এজ ২০ ফিউশন – Motorola Edge 20 Fusion

বাজারে মটোরোলা বেশ কিছু ভালো ফোন নিয়ে এলেও ৩০ হাজার টাকা বাজেটের মধ্যে এটি মটোরোলার সেরা ফোন বলা যায়। এই ফোনে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮০০ইউ চিপসেট দিয়েছে মটোরোলা যা বাজারের অন্য প্রসেসর হতে কিছুটা কম শক্তিশালী হলেও দৈনন্দিন কাজ ও গেমিংয়ে ভালোই পারফর্মেন্স দিতে পারবে।

এছাড়াও ৬.৭ ইঞ্চির বড় ৯০ হার্টজের ওলেড ডিসপ্লে থাকায় ভিডিও দেখেও মজা পাবেন। ট্রিপল ক্যামেরা সেটআপ আছে পিছনে। এই বাজেটের অফিসিয়াল ফোনগুলোর মধ্যে সবথেকে বেশি ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে এই ফোন। সাথে সেলফি ক্যামেরাও রয়েছে ৩২ মেগাপিক্সেলের। সুতরাং ফটোগ্রাফির জন্য এই ফোন বেশ ভালো একটি পছন্দ হতে পারে। ৫০০০ মিলিএম্প ব্যাটারি থাকায় সারাদিন ব্যাকআপ পেতেও সমস্যা হবে না। অফার প্রেস বাজারে এই ফোন ৩০ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। তাই এই ফোনটি ৩০ হাজার টাকা বাজেটে বিবেচনা করতে পারেন সহজেই।

মটোরোলা এজ ২০ ফিউশন এর দাম: ৩১,৫০০ টাকা

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

শাওমি রেডমি নোট ১০ – Xiaomi Redmi Note 10

আমাদের ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন এর তালিকায় ১৯,৯৯৯ টাকার শাওমি রেডমি নোট ১০ এর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি স্থান পেয়েছে। ১ হাজার টাকা বাড়িয়ে ২০,৯৯৯ টাকায় পাওয়া যাবে ফোনটির ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এছাড়াও ২১,৯৯৯ টাকায় পাওয়া যাবে ফোনটির ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।

রেডমি নোট ১০

রেডমি নোট ১০ ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপ। আরো রয়েছে আকর্ষণীয় সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটি চলবে স্ন্যাপড্রাগন ৬৭৮ চিপসেট দ্বারা। ৫০০০ মিলিএম্প ব্যাটারির ফোনটিতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

শাওমি রেডমি নোট ১০ এর দামঃ ২০,৯৯৯ টাকা

শাওমি রেডমি নোট ৯ – Xiaomi Redmi Note 9

শাওমি রেডমি নোট ৯ - Xiaomi Redmi Note 9
শাওমি রেডমি নোট ৯

আমাদের ৩০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন এর তালিকায় দ্বিতীয় নামটি শাওমির জনপ্রিয় নোট সিরিজের ফোন, শাওমি রেডমি নোট ৯ ফোনটি। উল্লেখ্য যে, ফোনটির শুধুমাত্র ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে তালিকায় রাখা হয়েছে। এছাড়াও আমাদের “২০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন এর তালিকা” তে জায়গা করে নিয়েছে ফোনটির অন্যান্য ভ্যারিয়েন্ট।

বাজেটের মধ্যে ভালো ক্যামেরা, ভালো প্রসেসর, দারুণ ব্যাটারি ও আকর্ষণীয় ডিজাইন অফার করার মাধ্যমে ফ্যান ফেভারিট হয়ে গিয়েছে ফোনটি। ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপের ফোন, রেডমি নোট ৯ ফোনটি চলবে মিডিয়াটেক এর হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা। ফোনটির ব্যাক ক্যামেরা কাটআউটের মধ্যে থাকছে ফিংগারপ্রিন্ট সেন্সর। ৫০২০ মিলিএম্প ব্যাটারির ফোন রেডমি নোট ৯ এর আকর্ষণীয় ৬.৫৩ ইঞ্চির পাঞ্চহোল কাটআউট এর ফুলএইচডি+ ডিসপ্লে নজর কাড়বে যে কারো।

শাওমি রেডমি নোট ৯ এর দামঃ ২১,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এম৩১ – Samsung Galaxy M31

স্যামসাং গ্যালাক্সি এম৩১ - Samsung Galaxy M31
স্যামসাং গ্যালাক্সি এম৩১

২২ হাজার টাকার মধ্যে স্যামসাং এর ভালো ফোন খুঁজছেন? নিতে পারেন স্যামসাং গ্যালাক্সি এম৩১। সম্প্রতি স্যামসাং এর বাজেট কেন্দ্রিক এম সিরিজের ফোনগুলো গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। যারা চীনা স্মার্টফোন ব্র‍্যান্ডগুলোকে ভরসার খাতায় রাখতে ইতঃস্তত বোধ করেন, তাদের জন্য ২২ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন হিসেবে অন্যতম পছন্দ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩১ ফোনটি।

আরও জানুনঃ বর্তমানে বিশ্বের সেরা স্মার্টফোন তালিকা

২২ হাজার টাকা বাজেটের মধ্যে অসাধারণ ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকছে ফোনটিতে, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো সুন্দর করবে। এক্সিনোজ ৯৬১১ চালিত ফোন, স্যামসাং গ্যালাক্সি এম৩১ এর দুইটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে দেশের বাজারে। বেস ভ্যারিয়েন্ট ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এর পাশাপাশি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ফোনটির। স্যামসাং গ্যালাক্সি এম৩১ এ রয়েছে ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি।

স্যামসাং গ্যালাক্সি এম৩১ এর দামঃ ২১,৯৯৯ টাকা

রিয়েলমি ৬ – Realme 6

রিয়েলমি ৬ - Realme 6
রিয়েলমি ৬

প্রতিযোগিতাপূর্ণ প্রাইসিং ও অপেক্ষাকৃত ভালো স্পেসিফিকেশন এর সমন্বয়ে দেশের বাজারে অল্প সময়ের মধ্যেই গ্রাহক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে রিয়েলমি এর স্মার্টফোনগুলো। ২৩ হাজার টাকার মধ্যে একটি অল-ইন-ওয়ান প্যাকেজ রিয়েলমি ৬ ফোনটি। ফোনটির ডিজাইন ও অসাধারণ। সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট ও পাঞ্চহোল ফ্রন্ট ক্যামেরা ফোনটির সৌন্দর্য নিয়ে গিয়েছে অন্য মাত্রায়। রিয়েলমি ৬ ফোনটিতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে।

৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি র‍্যাম এর ফোন, রিয়েলমি ৬ এ প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক এর হেলিও জি৯০টি। রিয়েলমি ৬ এ থাকছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। থাকছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জার যা ফোনটির ৪৩০০ মিলিএম্প এর ব্যাটারিকে ৫৫ মিনিটে ফুল চার্জ করতে সক্ষম।

রিয়েলমি ৬ এর দামঃ ২২,৯৯০ টাকা

পোকো এম২ প্রো – Poco M2 Pro

পোকো এম২ প্রো - Poco M2 Pro
পোকো এম২ প্রো

আমাদের এই ৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন এর তালিকায় রয়েছে পোকো’র পোকো এম২ প্রো ফোনটি। ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এর ফোন, পোকো এম২ প্রো তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। এছাড়াও ফোনটির ৫০০০ মিলিএম্প ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। 

পোকো এম২ প্রো ফোনটিও তালিকার অন্যান্য সব ফোনের মত কোয়াড ক্যামেরা সেটাপ রয়েছে, যা ৪৮ মেগাপক্সিলের ছবি আউটপুট দিতে পারে। ফোনটির ফিংগারপ্রিন্ট সেন্সর সাইড মাউন্টেড ও থাকছে ১৬ মেগাপিক্সেল পাঞ্চহোল সেল্ফি ফ্রন্ট ক্যামেরা।

পোকো এম২ প্রো এর দামঃ ২২,৯৯৯ টাকা

ভিভো ভি২০ এসই – Vivo V20 SE

ভিভো ভি২০ এসই - Vivo V20 SE
ভিভো ভি২০ এসই

ভিভোর ফোন যাদের পছন্দ, তাদের জন্য আমাদের তালিকার এই অসাধারণ ফোনটি। বলছি ভিভো ভি২০ এসই ফোনটির কথা। এটি মুলত ভিভোর ভি২০ ফোনটির স্পেশাল এডিশন। ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকছে ভিভো ভি২০ এসই ফোনটিতে।

ভিভো ভি২০ এসই তে থাকছে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ ও ৩২ মেগাপিক্সেলের অসাধারণ সেল্ফি ক্যামেরা। সেল্ফি লাভারদের জন্য ২৫ হাজার টাকার মধ্যে ভিভো ভি২০ এসই ফোনটি পারে সেরা পছন্দ।

ভিভো ভি২০ এসই এর ৪১০০ মিলিএম্প এর ব্যাটারি ৩০ মিনিটে ৬২ শতাংশ চার্জ করা যায় ৩৩ ওয়াট এর ফ্ল্যাশচার্জার দ্বারা। ফোনটির প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ তেমন শক্তিশালী না হলেও ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এর কম্বো ফোনটির ইউজার এক্সপেরিয়েন্সে কোনো বাধার সৃষ্টি করবে না।

ভিভো ভি২০ এসই এর দামঃ ২৪,৯৯০ টাকা

রিয়েলমি ৮ ৪জি – Realme 8 5G

আমাদের এই তালিকার একমাত্র ৫জি কানেক্টিভিটি সাপোর্টেড স্মার্টফোন হলো রিয়েলমি ৮ ৫জি এডিশন। ফোনটির একটি ৪জি ভার্সন রয়েছে, যা মিডিয়াটেক এর হেলিও জি৯৫ প্রসেসর যুক্ত। তবে রিয়েলমি ৮ ৫জি এডিশনে নতুন প্রসেসর, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ এর কল্যাণেই যুক্ত হয়েছে ৫জি সুবিধা।

realme 8 5g

রিয়েলমি ৮ ৫জি তে রয়েছে ৪৮মেগাপিক্সেলের থ্রিপল ক্যামেরা সেটাপ। ৫০০০মিলিএম্প এর ব্যাটারির ফোনটিতে থাকছে ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ। এছাড়াও ফোনটির ৬.৫ইঞ্চির ডিসপ্লে ৯০হার্‌জ রিফ্রেশ রেট সাপোর্টেড।

রিয়েলমি ৮ ৫জি এর দামঃ ২৪,৯৯০টাকা

শাওমি রেডমি নোট ৯ প্রো – Xiaomi Redmi Note 9 Pro

শাওমি রেডমি নোট ৯ প্রো - Xiaomi Redmi Note 9 Pro
শাওমি রেডমি নোট ৯ প্রো

২৬ হাজার টাকা যদি হয় বাজেট, তবে রেডমি নোট ৯ প্রো হতে পারে যে কারো আদর্শ পছন্দ। ফোনটির ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। এছাড়াও ফোনটির ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি একটি ভ্যারিয়েন্ট ও রয়েছে, যা কিনতে হলে গুণতে হবে ২৭,৯৯৯ টাকা।

রেডমি নোট ৯ প্রো তে রয়েছে ৬.৬৭ ইঞ্চির পাঞ্চহোল ডিসপ্লে ও সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর। ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপের ফোন, রেডমি নোট ৯ প্রো তে রয়েছে ৫০২০ এর বিশাল ব্যাটারি, যা ফাস্ট চার্জিং সাপোর্টেড। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি।

শাওমি রেডমি নোট ৯ প্রো এর দামঃ ২৫,৯৯৯ টাকা

শাওমি রেডমি নোট ১০ প্রো – Xiaomi Redmi Note 10 Pro

শাওমি রেডমি নোট ১০ সিরিজের প্রো ভার্সনটি বাজেটের মধ্যে সকল প্রয়োজন মেটাতে সক্ষম। অসাধারণ ডিজাইন ও দারুণ সব ফিচারে ভরা রেডমি নোট ১০ প্রো।

redmi note 10 pro
শাওমি রেডমি নোট ১০ প্রো

কোয়াড ক্যামেরা সেটাপের ফোনটিতে রয়েছে ৫০২০ মিলিএম্প এর ব্যাটারি, যা নোট ১০ এর মতো ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এছাড়াও ফোনটির ৬.৬৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লেটি ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড।

মোট ৪টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে শাওমি রেডমি নোট ১০ প্রো। রেডমি নোট ১০ প্রো এর বিভিন্ন ভ্যারিয়েন্ট এর দামসমুহ হলোঃ

  • ৬৪মেগাপিক্সেল ক্যামেরা + ৬জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ – ২৫,৯৯৯ টাকা
  • ৬৪মেগাপিক্সেল ক্যামেরা + ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ – ২৬,৯৯৯ টাকা
  • ১০৮মেগাপিক্সেল ক্যামেরা + ৬জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ – ২৬,৯৯৯ টাকা
  • ১০৮মেগাপিক্সেল ক্যামেরা + ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ – ২৭,৯৯৯ টাকা।

পোকো এক্স৩ – Poco X3

পোকো এক্স৩ - Poco X3
পোকো এক্স৩

একই দামে পোকো এক্স৩ এর ৬ জিবি র‍্যাম ও ৬৪ স্টোরেজ ভ্যারিয়েন্টের দুইটি ভার্সন পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে ৬০০০ মিলিএম্প ব্যাটারি ভার্সন, অন্যটি এনএফসি ভার্সন। পোকো এক্স৩ এনএফসি তে থাকছে ৫১৬০ মিলিএম্প এর ব্যাটারি। এছাড়াও ফোনটির ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ একটি ভ্যারিয়েন্ট রয়েছে, যার দাম ২৭,৯৯ টাকা।

পোকো এক্স৩ এর আকর্ষণীয় ফিচার হচ্ছে এর ৬.৬৭ ইঞ্চির পাঞ্চহোল ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। কোয়াড ক্যামেরা সেটাপের ফোন, পোকো এক্স৩ তে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৭৩২জি। ফোনটিতে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর ও রয়েছে। 

পোকো এক্স৩ এর দামঃ ২৫,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ৩২  – Samsung Galaxy A32

যারা স্যামসাং ফোন ভালোবাসেন, তাদের জন্য অসাধারণ একটি ফোন হতে পারে স্যামসাং গ্যালাক্সি ৩২। ফোনটির অসাধারণ ডিজাইন যে কারো নজর কাড়তে বাধ্য। ফোনটির ৬.৪ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লেটি ৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড।

স্যামসাং গ্যালাক্সি এ৩২

স্যামসাং গ্যালাক্সি এ৩২ ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ। থাকছে ২০ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। ৫০০০মিলিএম্প এর ব্যাটারির ফোনটিতে রয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

স্যামসাং গ্যালাক্সি এ৩২ এর দামঃ ২৬,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ – Samsung Galaxy F23

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ দিচ্ছে ৫জি ফোনে দারুণ চমক

মিড-রেঞ্জ বাজেটে বর্তমানে স্যামসাং বেশ শক্ত অবস্থানে রয়েছে। ৩০হাজার টাকার মধ্যে অল-রাউন্ডার একটি ফোন হলো স্যামসাং এর স্যামসাং গ্যালাক্সি এফ২৩। ৫০মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি ৫জি সুবিধাও রয়েছে ফোনটিতে। অর্থাৎ বাজেটের মধ্যেই পেয়ে যাচ্ছেন পারফরম্যান্স ও ক্যামেরা উভয়ই। স্ন্যাপড্রাগন ৭৫০জি রয়েছে ফোনটিতে, যার ফলে পারফরম্যান্স ও ৫জি সুবিধা পেয়ে যাচ্ছেন ফোনটি থেকে।

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি এর দাম ২৭,৯৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি এ৫১ – Samsung Galaxy A51

স্যামসাং গ্যালাক্সি এ৫১ - Samsung Galaxy A51
স্যামসাং গ্যালাক্সি এ৫১

৩০ হাজার টাকা বাজেটের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এ৫১ ফোনটি বেশ কিছু অসাধারণ ফিচার অফার করছে। ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে। ফোনটি ডলবি এটমোস অডিও সাপোর্টেড। স্যামসাং গ্যালাক্সি এ৫১ ফোনটিতে রয়েছে ৬জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্যামসাং এর নিজস্ব এক্সিনোজ ৯৬১১ চিপসেট। ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটাপের ফোন স্যামসাং গ্যালাক্সি এ৫১ এর পাঞ্চহোল ডিসপ্লেতে থাকছে ৩২ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি এ৩১ এ থাকছে ৪০০০ মিলিএম্প এর ব্যাটারি। ফোনটির আরো থাকছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর।

স্যামসাং গ্যালাক্সি এ৫১ এর দামঃ ২৭,৪৯৯ টাকা

অপো এফ১৭ প্রো – Oppo F17 Pro

অপো এফ১৭ প্রো - Oppo F17 Pro
অপো এফ১৭ প্রো

অপো এফ১৭ প্রো ফোনটির ব্যাক ক্যামেরা কাটআউট দেখে যেকেউ এটিকে আইফোন ১১ সিরিজের সাথে গুলিয়ে ফেলতে পারে। অপোর ফোনগুলো মুলত ক্যামেরা-কেন্দ্রিক হয়। এই ফোনটিও তার ব্যাতিক্রম নয়। ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার ফোন, অপো এফ১৭ প্রো রয়েছে ডুয়াল সেল্ফি ক্যামেরা। 

অপো এফ১৭ প্রো এর ৬.৪৩ ইঞ্চির ডিসপ্লেটি একটি সুপার অ্যামোলেড টাচস্ক্রিন প্যানেল। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর হেলিও পি৯৫ প্রসেসর। অপো এফ১৭ প্রো ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে র‍্যাম থাকছে ৮ জিবি ও স্টোরেজ থাকছে ১২৮ জিবি। ৪০০০ মিলিএম্প এর ব্যাটারির ফোন অপো এফ১৭ প্রো ফুল চার্জ করা যাবে ৫৩ মিনিটেই, এর ভুক ফাস্ট চার্জিং দ্বারা। 

অপো এফ১৭ প্রো এর দামঃ ২৭,৯৯০ টাকা

শাওমি মি ১১ লাইট – Mi 11 Lite

৩০ হাজার টাকার মধ্যে সেরা মোবাইলের তালিকায় সবচেয়ে নান্দনিক ডিজাইনের ফোন হলো শাওমির মি ১১ লাইট ফোনটি। মাত্র ১৫৭ গ্রাম ওজনের এই ফোনটি ইতিমধ্যেই এর দাম বিবেচনায় ডিজাইন ও স্পেসিফিকেশন দিয়ে অসংখ্য স্মার্টফোন প্রেমীর মন জয় করে নিয়েছে।

mi 11 lite

৬.৫৫ইঞ্চির ৯০হার্‌জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লের এই অসাধারণ দেখতে ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৭৩২জি। ফোনটিতে রয়েছে ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ। ৮জিবি র‍্যাম এর একটি ভ্যারিয়েন্ট রয়েছে, যার দাম প্রায় ৩২হাজার টাকা।

মি ১১ লাইট ফোনটিতে রয়েছে ৬৪মেগাপিক্সেলের থ্রিপল ক্যামেরা সেটাপ, যার মধ্যে একটি ৮মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ও ৫মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। মি ১১ লাইটের ৪২৫০মিলিএম্প এর ব্যাটারি ছোট মনে হলেও এর ৩৩ওয়াট ফাস্ট চার্জিন এর বদোউলতে ব্যাটারি ব্যাকাপ নিয়ে কোনো সমস্যাই হবেনা।

মি ১১ লাইট এর দামঃ ২৯,৯৯৯টাকা

পোকো এক্স৩ প্রো – Poco X3 Pro

৩০ হাজার টাকা বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোন পারফরম্যান্স দিতে পারে, এমন ফোন দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। কথা বলছি পোকো এক্স৩ প্রো ফোনটিকে নিয়ে।

পোকো এক্স৩ প্রো

মাত্র ২৯,৯৯০ টাকার ফোন, পোকো এক্স৩ প্রো এর ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। ফোনটিতে কোয়ালকমের লেটেস্ট ও গ্রেটেস্ট চিপসেট, স্ন্যাপড্রাগন ৮৮৮ এর না থাকলেও, থাকছে শক্তিশালি স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর। স্ন্যাপড্রাগন ৮৮৮ এর মতো অনেক পাওয়ারফুল না হলেই যেকোনো ধরনের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে সন্তুষ্ট করতে সক্ষম পোকো এক্স৩ প্রো ফোনটির পারফরম্যান্স।

পোকো এক্স৩ প্রো ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটাপ। ফোনটিতে রয়েছে ২০ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। ৫১৬০ মিলিএম্প ব্যাটারি ও ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লের ফোন, পোকো এক্স৩ প্রো ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

পোকো এক্স৩ প্রো এর দামঃ ২৯,৯৯৯ টাকা

👉 নকিয়া ফোনের দাম জানুন

উল্লেখ্য যে, ৩০ হাজার টাকার সেরা ফোনের এই তালিকার সকল ফোনের দাম নির্মাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহিত। সময়ের সাথে বদলাতে পারে স্মার্টফোনগুলোর দাম। ফোনগুলোর আপডেট প্রাইস জানতে ভিজিট করতে পারেন নির্মাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,147 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.