উইন্ডোজ ফোন স্টোরে এখন প্রতিদিন ৫০০ নতুন এ্যাপ যুক্ত হচ্ছে!

ইন্সটাগ্রামের অফিসিয়াল এ্যাপ উইন্ডোজ ফোন স্টোরে আসায় ওএসটির হাই-প্রোফাইল এ্যাপের অভাব কিছুটা হলেও কমে গেছে! এখন পর্যন্ত উইন্ডোজ ফোন স্টোরে তিন বিলিয়ন এ্যাপ ও গেইম ডাউনলোড সম্পন্ন হয়েছে। কিন্তু তবুও তারা আইওএস থেকে পিছিয়ে আছে। আইওএস-এর স্টোরে ৬০ বিলিয়ন এ্যাপ ডাউনলোড হয়ে গেছে।

তাদের স্টোরে প্রতিমাসে ৩০০ মিলিয়ন এ্যাপ ডাউনলোড করা হয়। মাইক্রোসফটের মতে তাদের স্টোরে প্রিতিদিন ৫০০ টি এ্যাপ যুক্ত হচ্ছে।

তাছাড়া উইন্ডোজ ফোনের বিক্রিও দ্রুতই বেড়ে চলছে। মাইক্রোসফটকে তাদের এই অপারেটিং সিস্টেম এগিয়ে নিতে হলে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। মাইক্রোসফট তাদের এই অপারেটিং সিস্টেমের জন্য অনেক খরচ করেছে। তবে তাদের নতুন এ্যাপ ডেভেলপিং সিস্টেম ডেভেলপারদের কাছে খুব কঠিন একটা পরিক্ষা ছিল।

তবুও উইন্ডোজ ফোনের গল্পটি মিশ্রিত রয়ে গেল। দেখা যাক মাইক্রোসফট তাদের এই সিস্টেমকে কত এগিয়ে নিয়ে যেতে পারে!

Via: TechieRevive

Source: TechCrunch

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *