আপনি হয়তো শুনে থাকবেন কিছুদিন আগে স্যানমে ভেড নামের এক ব্যক্তি গুগল. কম (google.com) ডোমেইন কিনে ফেলেছিলেন মাত্র ১২ ডলারে এবং সেই ব্যক্তি তার ক্রয় করার নিশ্চয়তা মূলক দুটি ইমেইলও পান গুগল এর পক্ষ থেকে। গুগলের নিজের ডোমেইন বিক্রয়ের সার্ভিস হওয়ার সুবাদে অল্প সময় পরে অবশ্য গুগল তার এই অর্ডারটি বাতিল করতে সক্ষম হয় এবং গুগল তাদের এ ত্রুটি ঠিক করে।
সম্প্রতি গুগল ওই ব্যক্তিকে অর্থ উপহার দিয়েছে। পরিমাণ প্রকাশ না করলেও ‘বাগ বাউন্টি’ হিসেবে এটা ১০ হাজার ডলারের বেশি হতে পারে। বাগ বাউন্টি হল এমন এক ধরণের পুরস্কার যেটি প্রযুক্তি কোম্পানিগুলো তাদের টেকনিক্যাল ত্রুটি ধরিয়ে দেয়ার জন্য প্রদান করে থাকে।
অবশ্য, মিঃ ভেড ঐ টাকা ভারতের একটি শিক্ষা সম্বন্ধীয় সংস্থায় দান করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই কথা জানতে পেরে গুগল ঐ পুরস্কারের অর্থের পরিমাণ দ্বিগুণ করে দিয়েছে!
মিঃ ভেড যুক্তরাষ্ট্রের একটি কলেজে এমবিএ করছেন এবং তিনি এক সময় গুগলে কাজও করেছেন। আর এ কাজ করার কারণেই তিনি আগ্রহবশত গুগল সংক্রান্ত একটি ডোমেইন নেম খুঁজছিলেন।
গুগলের এই ত্রুটি ধরিয়ে দেয়ার জন্য কোম্পানিটি তাকে ঐ পুরস্কার দিলেও গুগল এ ব্যপারে এখনো পর্যন্ত কোন মন্তব্য করেনি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।