স্যামসাং গ্যালাক্সি জে১ এবং গ্যালাক্সি কোর প্রাইম স্মার্টফোনের দাম কমেছে। এই উভয় ফোনের দামই ২ হাজার টাকা করে কমিয়েছে কোম্পানিটি।
স্যামসাং গ্যালাক্সি কোর প্রাইমের দাম আগে ছিল ১২ হাজার ৯৯০ টাকা। এখন আপনি এটি কিনতে পারবেন ১০ হাজার ৯৯০ টাকায়। অপরদিকে স্যামসাং গ্যালাক্সি জে১ এর দাম ১০ হাজার ৯৯০ টাকা থেকে কমে হয়েছে ৮ হাজার ৯৯০ টাকা।
এন্ড্রয়েড ৪.৪.৪ ওএস চালিত গ্যালাক্সি কোর প্রাইমে থাকছে ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ১জিবি র্যাম, ৮জিবি স্টোরেজ, মেমোরি কার্ড স্লট, ২০০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।
গ্যালাক্সি জে১ ফোনে পাবেন এন্ড্রয়েড ৪.৪.৪ ওএস, ৪.৩ ইঞ্চি ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ৪জিবি ইন্টারনাল স্টোরেজ, মেমোরি কার্ড স্লট, ১৮৫০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।
হ্রাসকৃত দামে গ্যালাক্সি জে১ এবং গ্যালাক্সি কোর প্রাইম ফোন কিনতে স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে যোগাযোগ করুন।