গত ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন নিরাপত্তা ফিচার সমৃদ্ধ আইফোন ৫এস বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন এই ফ্ল্যাগশিপ আইফোনের বহুল আলোচিত ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন নিয়ে ভোক্তা পর্যায়ে ইতোমধ্যেই গবেষণা শুরু হয়ে গেছে। ফিচারটির নিরাপত্তা বিষয়েও নানান ধরণের মন্তব্য এসেছে। তবে আইফোন ৫এস এর এই বায়োমেট্রিক সেন্সরকে বোকা বানানোর একটি সহজ ও হাস্যকর উপায় আবিষ্কার করেছে এক শিশু।
নিচের ছবিটি দেখলেই এতবড় প্রযুক্তির চোখে ধুলো দেয়ার ট্রিক সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।
আইফোন ৫এস এর হোম বাটন ঘিরে যে ক্যাপাসিটিভ রিং রয়েছে সেটিই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এক্টিভেট করবে। এতে আপনি একাধিক ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ সংরক্ষণ করতে পারবেন, যাতে পরিবারের অন্যান্য সদস্যরাও ডিভাইসটি আনলক করতে পারে।
সদ্যঘোষিত আইফোন ৫এস ও ৫সি এবং আইফোনের নতুন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের এই পোস্টটি দেখতে পারেন।