গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা গত চারদিনে ১০০ ছাড়িয়ে গেছে। হতাহতরা প্রায় সবাই বেসামরিক নাগরিক। মঙ্গলবার গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান শুরু করার পর ইসরায়েল এ পর্যন্ত সেখানে শতাধিক হামলা চালিয়েছে বলে বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়।
জাতিসংঘ মানবাধিকার কমিশন বলেছে, গাজায় ইসরায়েলি হামলায় যেভাবে বেসামরিক লোকজন মারা যাচ্ছে, তাতে করে সেখানে ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে চলছে কিনা তা নিয়ে গুরুতর সংশয় দেখা দিয়েছে।
জাতিসংঘের হিসেবে, গাজায় অন্তত ৩৪০টি বাড়ি ইসরায়েলি হামলায় ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃহস্পতিবার সকালে সেখানে ৬০ বার ইসরায়েলি হামলা চলেছে।
ফিলিস্তিনি জঙ্গিরাও ইসরায়েলের দিকে রকেট হামলা চালিয়েছে। তবে তাতে কেউ নিহত হয়নি বলে বিবিসি জানিয়েছে।
ফিলিস্তিনের ওপর ইসরাইলী আক্রমণের কিছু নমুনা দেখুন যা সামাজিক যোগাযোগের মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে।
এই স্ক্রিনশটটি পোস্ট করা হয়েছে ৮ জুলাই। সূত্রঃ ফেসবুক, টুইটার
গাজায় ধ্বংসযজ্ঞ। সূত্রঃ ফেসবুক পোস্ট
গাজায় হামলার শিকার বেশীরভাগই বেসমারিক নাগরিক, যার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু। ইমেজ সোর্স
ফিলিস্তিনে জন্ম নেয়াই কি এদের অপরাধ? ইমেজ সোর্স
গাজায় এভাবেই মারা পড়ছে সাধারণ জনগণ
টুইটার থেকে নেয়া স্ক্রিনশট, যা ফেসবুকে পোস্ট করা হয়েছে
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
[★★] প্ৰযুক্তি নিয়ে লেখালেখি করতে চান? এক্ষুণি একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! techbaaj.com ভিজিট করে নতুন একাউন্ট তৈরি করুন। হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ!