ফেসবুক আনছে স্মৃতিচারণমূলক নতুন ফিচার “অন দিস ডে”

সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক পরীক্ষামূলকভাবে নতুন একটি ফিচার চালু করেছে যা আপনাকে পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে। “অন দিস ডে” নামের এই অপশনটি ব্যবহারকারীকে এক বছর পূর্বে নিয়ে যাবে।

অর্থাৎ, অন দিস ডে ফিচার ব্যবহার করে আপনি ঠিক একই বছর আগের বর্তমান তারিখে ভ্রমণ করতে পারবেন।

উদাহরণস্বরূপ, আজ ৩১ জুলাই ২০১৩’তে আপনি যদি অন দিস ডে অপশনে ক্লিক করেন, তাহলে ২০১২ সালের এই তারিখে আপনি ও আপনার বন্ধুরা ফেসবুকে কী কী শেয়ার করেছেন সেগুলো দেখতে পাবেন। এতে পোস্টগুলো সময়ের ক্রমানুযায়ী না দেখিয়ে ভিন্ন কোন এলগোরিদম ব্যবহার করা হয়েছে যা আপনার নিকট আরও অর্থবহুল মনে হবে বলেই ভাবছে ফেসবুক।

যেমনটি আগেই বলেছি, নতুন এই ফিচার আপাতত পরীক্ষামূলক পর্যায়ে থাকায় সবার নিকট তা উপলভ্য নাও হতে পারে। তারপরেও আপনার নিউজফিডের (ফেসবুক হোমপেজে) উপরের দিকে ডানপাশে “SORT” লেখা (নিম্নমুখী তীরচিহ্ন সংবলিত) বাটনে ক্লিক করে “অন দিস ডে” অপশন এসেছে কিনা পরীক্ষা করে দেখতে পারেন।

অবশ্য, অন দিস ডে ফিচারটি ফেসবুকে একদম নতুন কোন আইডিয়া নয়। ২০১১ সালের আগস্টেও এরকম একটি ফিল্টার চালু করেছিল কোম্পানিটি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *