হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করার নিয়ম

ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে। আড্ডার জন্য হোক কিংবা কাজের প্রয়োজনে, গ্রুপ কল সকল মেসেজিং অ্যাপ এর একটি অত্যাবশ্যক ফিচার হয়ে দাঁড়িয়েছে।

তাই হোয়াটসঅ্যাপে চ্যাট বা ফাইল শেয়ারিং এর পাশাপাশি অসাধারণ কলিং ফিচার রয়েছে। হোয়াটসঅ্যাপ থেকে গ্রুপ কল করা যায়, এই কল হতে পারে অডিও কিংবা ভিডিও কল। এই পোস্টে জানবেন কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল করতে হয়।

অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল করার নিয়ম

  • আপনার অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন
  • টপবারে থাকা Chats ও Status এর পাশের Calls ট্যাবে ট্যাপ করুন
  • এবার ডানদিকের নিচের কর্নারে থাকা কল বাটনে ট্যাপ করুন
  •  এবার আপনার ফোনে থাকা কনটাক্ট লিস্ট দেখতে পাবেন যাদের সাথে হোয়াটসঅ্যাপ কল করা যাবে
  • New Group Call বাটনে ট্যাপ করুন
  • এরপর আপনার কনটাক্ট লিস্ট থেকে যাদের গ্রুপ কলে এড করতে চান তাদের সিলেক্ট করুন
  • উল্লেখ্য যে গ্রুপ অডিও কলে সর্বোচ্চ ৩২জন ও ভিডিও কলে সর্বোচ্চ ৮জন যুক্ত থাকা যায়
  • এবার যেসব কনটাক্ট কলের জন্য সিলেক্ট করেছেন সেগুলো লিস্টের টপে দেখতে পাবেন
  • কনটাক্ট এর নামের পাশে অডিও ও ভিডিও কল আইকন দেখতে পাবেন
  • অডিও কল আইকনে ট্যাপ করলে ভয়েস কল এবং ভিডিও কল আইকনে ট্যাপ করে কল করা যাবে

যেকোনো সময় গ্রুপ কলে পার্টিসিপেন্ট এড করা যাবে, তবে উল্লেখিত লিমিট এর বাইরে হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে কাউকে এড করা যাবেনা।

হোয়াটসঅ্যাপ স্ক্রিনের ডানদিকের টপ কর্নারে থাকা কনটাক্টস অপশন থেকে নতুন পার্টিসিপেন্ট এড করা যাবে।

আইফোনে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল এর নিয়ম

  • আইফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন
  • এবার বোটম বার থেকে Calls অপশন সিলেক্ট করুন
  • এরপর স্ক্রিনের ডানদিকের টপ কর্নারে থাকা কল বাটন ট্যাপ করুন
  • আপনার আপনার হোয়াটসঅ্যাপ কনটাক্ট লিস্ট দেখতে পাবেন
  • হোয়াটসঅ্যাপ কনটাক্ট লিস্টের উপরে থাকা New Group Call বাটনে ট্যাপ করুন
  • এবার গ্রুপ কল যাদের করা যাবে তাদের লিস্ট দেখতে পাবেন
  • যাদের গ্রুপ কলে এড করতে চান তাদের কনটাক্ট লিস্ট থেকে সিলেক্ট করুন
  • এখানেও গ্রুপ অডিও কলে সর্বোচ্চ ৩২জন ও ভিডিও কলে সর্বোচ্চ ৮জন যুক্ত থাকা যায়
  • এবার সিলেক্টেড কনটাক্ট এর পাশে থাকা অডিও কল আইকনে ট্যাপ করে ভয়েস কল এবং ভিডিও কল আইকনে ট্যাপ করে ভিডিও কল করা যাবে

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

whatsapp group call

অ্যান্ড্রয়েডের মত একইভাবে কনটাক্টস আইকনে ট্যাপ করে কনটাক্ট লিস্ট থেকে নতুন কাউকে হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে এড করা যাবে। তবে লিমিট এর বাইরে কাউকে এড করতে পারবেন না।

👉 হোয়াটসঅ্যাপ একাউন্ট বন্ধ হতে পারে যেসব কারণে

গ্রুপ থেকে গ্রুপ কল করার নিয়ম

ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট রয়েছে? তাহলে সরাসরি গ্রুপ থেকে সবাইকে গ্রুপ কল করতে পারবেন বেশ সহজে। গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপে কল করতেঃ

  • হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন
  • এরপর যে গ্রুপে গ্রুপ কল করতে চান সে গ্রুপে প্রবেশ করুন
  • এবার স্ক্রিনের ডানদিকের টপ কর্নারে থকা কল আইকনে ট্যাপ করুন
  • একটি পপ-আপ স্ক্রিনে আসবে যেখান থেকে কাদের গ্রুপ কলে এড করবেন তা সিলেক্ট করা যাবে
  • এরপর ভিডিও ক্যামেরা বাটনে ট্যাপ করে ভিডিও কল ও অডিও বাটন ট্যাপ করে অডিও কল করা যাবে

এভাবে খুব সহজে উল্লেখিত নিয়মে যেকোনো ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল করতে পারবেন।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,575 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *