শাওমি রেডমি ১১ স্পেসিফিকেশন ফাঁস!

শাওমি’র রেডমি সিরিজের ফোনগুলো সবসময় বাজেটের মধ্যে সেরা এক্সপেরিয়েন্স প্রদান করার চেষ্টা করে এসেছে। মূলত মিড-এন্ট্রি লেভেলের বাজেট রেঞ্জে ফোনগুলো বেশ জনপ্রিয়। রেডমি ৯ ফোনটি দেশের বাজারে বেশ ভালো পরিমাণে জনপ্রিয় হলেও রেডমি ১০ সেই ধারা অব্যহত রাখতে পারেনি। 

রেডমি সিরিজে খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে নতুন সদস্য, রেডমি ১১ ৫জি। শাওমি’র রেডমি নোট ১১ সিরিজের মুক্তির পর থেকেই রেডমি ১১ সম্পর্কে গুঞ্জন শোনা যাচ্ছিলো। শাওমির ফ্যানরা অধিক আগ্রহে অপেক্ষা করে ছিলো রেডমি’র নাম্বার সিরিজের ফোনের কি চমক আসতে যাচ্ছে তা নিয়ে।

গতবছরের রেডমি ১০ এর বিবেচনায় আহামরি কোনো পরিবর্তন হয়ত থাকবেনা রেডমি ১১ তে। তবে রেডমি ১১ তে একটি বিশাল আপগ্রেড থাকতে পারে। কথা বলছি ৫জি সাপোর্ট নিয়ে। রেডমি ১১ তে  থাকা মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর এর কল্যাণে অবশেষে শাওমি’র বাজেট সেকশনে ৫জি সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটি যদি হাতের নাগালে থাকে তবে দেশের বাজারে ৫জি ফোনের তালিকায় শীর্ষে থাকবে।

চলমান গুঞ্জন ও ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, রেডমি ১১ ফোনটিতে ৬.৫৮ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে, যার রেজ্যুলেশন হবে ফুল এইচডি প্লাস। ফোনটিতে ৯০হার্জ রিফ্রেশ রেট থাকবে যা আমরা ইতিমধ্যে রেডমি ১০ ফোনটিতেও দেখেছি। ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ থাকবে এতে, এছাড়া এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানোর সুযোগ তো থাকছেই।

রেডমি ১১ ফোনটিতে থাকছেনা কোনো আলট্রাওয়াইড ক্যামেরা। মূলত ৫জি ও ৯০হার্জ রিফ্রেশ রেট এর মত ফিচার এর কারণে কস্ট-কাটিং এর শিকার ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্ট, এই ট্রেন্ড আমরা অনেকদিন ধরেই দেখে আসছি।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

৫০মেগাপিক্সেল এর মেইন ক্যামেরার পাশাপাশি ২মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা থাকছে ফোনটিতে যা মেইন লেন্সকে অ্যাসিস্ট্যান্স প্রদান করবে। তবে এখনো জানা যায়নি এই সেকেন্ডারি ক্যামেরাটি ম্যাক্রো ক্যামেরা নাকি ডেপথ সেন্সর।

রেডমি ১১ ফোনটিতে পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে, যাতে স্থান পাবে ফোনটির ৫ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। ৫০০০মিলিএম্প এর ব্যাটারির পাশাপাশি ১৮ওয়াট এর ফাস্ট চার্জার থাকবে রেডমি ১১ ফোনটিতে।

ফাঁস হওয়া তথ্যমতে ফোনটির বেস ভ্যারিয়েন্ট এর দাম ১৮০ডলার বা ১৩,৯৯৯ ইন্ডিয়ান রুপি হতে পারে। জুন মাসের শেষের দিকে ফোনটি অফিসিয়ালি মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও গ্লোবাল মার্কেটে নতুন ঝড় নিয়ে আসতে অনেকটা প্রস্তুত শাওমি। সম্প্রতি ভারতের বাজারে রেডমি কে৫০আই এর রিব্র‍্যান্ডেড ভার্সন, রেডমি নোট ১১টি নিয়ে আসে শাওমি। দেখা যাক তারা আর কী কী চমক নিয়ে আসে।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *