শাওমি রেডমি কে৭০ সিরিজ এলো দুর্দান্ত পারফর্মেন্স নিয়ে

শাওমির সাব-ব্র‍্যান্ড রেডমির কে (K) সিরিজের ফোনগুলো বেশ পরিচিত এদের “ভ্যালু ফর মানি” ট্যাগলাইনের জন্য। বিশ্বব্যাপী অফিসিয়ালি মুক্তি না পেলেও দেশ ও বিশ্বের সকল স্মার্টফোন বাজারে এই লাইনআপ এর ব্যাপক পরিচিতি রয়েছে। 

এবার চলে এলো রেডমি কে সিরিজের নতুন সংযোজন, রেডমি কে৭০ সিরিজ। রেডমি কে৭০, রেডমি কে৭০ প্রো, এবং রেডমি কে৭০ই, এই তিনটি ফোন থাকছে এই সিরিজে। চলুন জেনে নেওয়া যাক ফোন তিনটির স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে বিস্তারিত।

রেডমি কে৭০

এই সিরিজের বেস মডেলটি হলো পাওয়ারহাউজ পারফর্মার। লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত এই ফোনের পারফরম্যান্স নিয়ে কারোই সন্দেহ থাকার কথা নয়। গেমিং হোক বা মাল্টিটাস্কিং, সব ক্ষেত্রেই ফোনটি শাইন করবে তা বলাই যায়।

রেডমি কে৭০ ফোনটিতে ৬.৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। ১০৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপের এই ফোনে ৩২ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা থাকছে। ৫৮০০ মিলিএম্প এর ব্যাটারি থাকছে এখানে, সাথে হয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটির দাম শুরু হবে ২৪৯৯ ইউয়ান বা ৩৬০ ডলার থেকে। একনজরে রেডমি কে৭০ এর ফিচারগুলো:

  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ১২০ হার্জ ওলেড
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • প্রাইমারি ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল ট্রিপল
  • সেল্ফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫৮০০ মিলিএম্প
  • চার্জিং: ৬৭ ওয়াট
xiaomi redmi k70

রেডমি কে৭০ প্রো

এই সিরিজের আসল ধামাকা হলো রেডমি কে৭০ প্রো। ক্যামেরা থেকে শুরু করে পারফরম্যান্স, সবদিকেই অসাধারণ এই ফোন। স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এর সাথে ৬.৬৭ ইঞ্চি ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকছে এখানে। ৫০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরার সাথে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকছে এই ফোনে যা ২এক্স অপটিক্যাল জুম সাপোর্ট দিবে, আরো থাকছে ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। মূলত ক্যামেরা আপগ্রেডই এই ফোনটিকে “প্রো” হিসেবে স্থাপন করবে এই সিরিজে। বলে রাখা ভালো, এখানে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাও থাকছে। রেডমি কে৭০ প্রো এর দাম শুরু হবে ৩২৯৯ ইউয়ান বা ৪৭০ ডলার থেকে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

একনজরে রেডমি কে৭০ প্রো এর ফিচারগুলো:

  • ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি ১৪৪ হার্জ ওলেড
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • প্রাইমারি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল
  • সেল্ফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প
  • চার্জিং: ১২০ ওয়াট

রেডমি কে৭০ই

রেডমি কে৭০ই হলো বাজেট-ফ্রেন্ডলি অপশন যাতে বাজেটের মধ্যে সেরা পারফরম্যান্স প্রদানের চেষ্টা করা হয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০-আলট্রা দ্বারা চালিত এই ফোনটি ডেইলি টাস্ক বেশ সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে।

৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লের এই ফোনে ১২০ হার্জ রিফ্রেশ রেটও রয়েছে। ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ থাকছে পেছনে। ৫৫০০ মিলিএম্প ব্যাটারির সাথে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে ফোনটিতে। ফোনটির দাম শুরু হবে ১৯৯৯ ইউয়ান বা ২৮৫ ডলার থেকে।

একনজরে রেডমি কে৭০ই এর ফিচারগুলো:

  • ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্জ ওলেড
  • প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আলট্রা
  • প্রাইমারি ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল ট্রিপল
  • সেল্ফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫৫০০ মিলিএম্প
  • চার্জিং: ৯০ ওয়াট

বাজেটের মধ্যে অসাধারণ পারফরম্যান্স, ক্যামেরা ও ব্যাটারি লাইফ অফার করছে রেডমি কে৭০ সিরিজ। রেডমি কে৭০ সিরিজের ফোনগুলো সম্পর্কে আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,569 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *