শাওমি ঈদ অফার ২০২৪, স্মার্টফোনে ২০০০ টাকা পর্যন্ত মূল্যছাড়

শাওমি নিয়ে এলো ঈদ অফার ২০২৪। নির্দিষ্ট মডেলের শাওমি ফোনে পেতে পারেন ২০০০ টাকা পর্যন্ত মূল্য ছাড়। চলুন জেনে নেওয়া যাক ঈদ উপলক্ষ্যে দাম কমেছে এমন তিনটি শাওমি ফোনের মডেল সম্পর্কে।

শাওমি রেডমি এ৩

Xiaomi Redmi A3 - রেডমি এ৩ শাওমি ফোনের দাম

যারা এন্ট্রি লেভেলের বাজেটে একটি শাওমি ফোনের খোঁজে আছেন তারা রেডমি এ৩ ফোনটি কিনতে পারেন। রেডমি এ৩ ফোনটির ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেল বর্তমানে পাওয়া যাচ্ছে ১০,৯৯৯ টাকায়। এছাড়া ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রেডমি এ৩ ভ্যারিয়ান্ট পাওয়া যাবে ১২,৯৯৯ টাকা দামে।

রেডমি এ৩ ফোনটিতে আকর্ষণীয় ডিজাইন এর সাথে রয়েছে হেলিও জি৩৬ প্রসেসর, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে ৫০০০ মিলিএম্প ব্যাটারি পেয়ে যাবেন।

শাওমি রেডমি এ৩ এর ফিচার:

  • ডিসপ্লে: ৬.৭১ ইঞ্চি
  • প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৩৬
  • র‍্যাম: ৪ / ৬ জিবি
  • স্টোরেজ: ৬৪ / ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প

শাওমি রেডমি ১২

শাওমি রেডমি ১২

আপনার বাজেট যদি হয় ১৮ হাজার টাকা এবং এই দামে একটি অল-রাউন্ডার ফোন এর খোঁজে থাকেন, তবে রেডমি ১২ ফোনটি আপনাকে হতাশ করবেনা। রেডমি ১২ ফোনটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি পেয়ে যাবেন মাত্র ১৭,৯৯৯ টাকায়। এই দামে কোনো ফোনে ২৫৬ জিবি স্টোরেজ ফিচার পাওয়া বেশ অসাধারণ কিন্তু।

রেডমি ১২ ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরাও পেয়ে যাবেন। হেলিও জি৮৮ প্রসেসর দ্বারা চালিত এই ফোনে ৬.৭৯ ইঞ্চির বিশাল ডিসপ্লে রয়েছে।

শাওমি রেডমি ১২ এর ফিচার:

  • ডিসপ্লে: ৬.৭৯ ইঞ্চি
  • প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৮৮ 
  • র‍্যাম: ৮ জিবি
  • স্টোরেজ: ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল
  • ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প

শাওমি রেডমি ১৩সি

Xiaomi Redmi 13C

আরেক জনপ্রিয় শাওমি ফোনের মডেল রেডমি ১৩সি পাওয়া যাবে শাওমি ঈদ অফারের কল্যাণে ডিসকাউন্টেড দামে। একাধিক ভ্যারিয়ান্টে ফোনটি পাওয়া যাবে, এবং দাম কমার কারণে আগের চেয়ে ফোনটি কেনার ক্ষেত্রে ক্রেতাদের আগ্রহ বেশি থাকার কথা।

রেডমি ১৩সি ফোনটির ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়ান্ট এর নতুন দাম ১৩,৯৯৯ টাকা। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এর রেডমি ১৩সি এর দাম এখন হলো ১৪,৯৯৯ টাকা। আপনি যদি সবচেয়ে কম দামে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এর খোঁজে থাকেন, তবে শাওমি রেডমি ১৩সি পেয়ে যাবেন মাত্র ১৬,৯৯৯ টাকায়।

রেডমি ১৩সি ফোনটিতে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লের সাথে রয়েছে শক্তিশালী হেলিও জি৮৫ প্রসেসর। একাধিক র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়ান্ট এর এই ফোনে ৫০ মেগাপিক্সেল ব্যাক ও ৮ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা রয়েছে।

শাওমি রেডমি ১৩সি এর ফিচার:

  • ডিসপ্লে: ৬.৭৪ ইঞ্চি
  • প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৮৫
  • র‍্যাম: ৪ / ৬ / ৮ জিবি
  • স্টোরেজ: ১২৮ / ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প
xiaomi eid offer 2024

ঈদ উপলক্ষ্যে শাওমির জনপ্রিয় তিনটি মডেলের উপর এই ডিসকাউন্ট বেশ অসাধারণ বটে। বাজেট ক্রেতাদের জন্য এই ফোনগুলোর নতুন দাম বিবেচনা করলে বাজারের অন্য ফোনের চেয়ে এই ফোনগুলো পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকবে। তাই উল্লেখিত বাজেটের মধ্যে যদি শাওমি ফোন কিনতে চান তাহলে এখনই সেরা সময়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://www.google.com/recaptcha/api.js?ver=1.23