দেশের বাজারে বাজেট ফোনের মধ্যে রেডমি ৯এ ফোনটি বেশ জনপ্রিয়। এই ফোনের সাকসেসর হিসেবে এই কয়দিন আগে ভারতে মুক্তি পেলো রেডমি ১০এ। এবার বাংলাদেশে খুব দ্রুত অফিসিয়ালি চলে এসেছে রেডমি ১০এ ডিভাইসটি। চলুন জেনে নেওয়া যাক রেডমি ১০এ ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।
ডিজাইন ও ডিসপ্লে
রেডমি ৯এ এর তুলনায় রেডমি ১০এ ফোনটিতে আহামরি কোনো পরিবর্তন কাগজে কলমে চোখে না পড়লেও দুইটি ফোনের ডিজাইন সম্পূর্ণ আলাদা। রেডমি ১০এ ফোনটিতে যুক্ত হয়েছে রিয়ার-মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর। এই দামে বাজারের সকল ফোন যেহেতু ফিংগারপ্রিন্ট সেন্সর প্রদান করছে, তাই এই ফিচারটি যুক্ত করায় শাওমিকে সাধুবাদ জানানো যায়।
রেডমি ১০এ ফোনটিতে ৬.৫৩ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। ফোনের সামনে রয়েছে ওয়াটারড্রপ নচ, যেখানে ফোনের সেলফি ক্যামেরা স্থান পেয়েছে। ফোনের ব্যাকে থাকছে ক্যামেরা কাটআউট, যার মধ্যে ফিংগারপ্রিন্ট এর পাশাপাশি রেডমি এর ব্র্যান্ডিং রয়েছে। ফোনটির ওজন ১৯৪গ্রাম।
পারফরম্যান্স
রেডমি ১০এ ফোনটিতে রেডমি ৯এ এর মত একই প্রসেসর ব্যবহার করা হয়েছে। মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর থাকছে রেডমি ১০এ ফোনটিতে, যা এই দামের প্রায় অনেক ফোনেই দেখা যায়। তবে এখানে হেলিও জি৩৫ বা অন্য কোনো উন্নত প্রসেসর প্রদান করলে বাজারের অন্য ফোনগুলোর চেয়ে প্রতিযোগিতায় বেশ এগিয়ে থাকতো শাওমি।
রেডমি ১০এ ফোনটি বাংলাদেশে এসেছে ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ, এবং ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ নিয়ে। অন্যান্য ব্র্যান্ডগুলো যেখানে ১০হাজার টাকা প্রাইস রেঞ্জে অন্তত ৩জিবি র্যাম প্রসান করছে, সেখানে রেডমি ১০এ ফোনটির ২জিবি র্যাম কিছুটা বেমানান। ফোনটির অন্য ভ্যারিয়েন্ট এর দামে পাওয়া যাবে ওয়ালটন আরএক্স৮ মিনি ও টেকনো স্পার্ক ৬ এর মত ফোন, যেগুলোর স্পেসিফিকেশন রেডমি ১০এ এর চেয়ে এগিয়ে থাকবে সবদিকে।
[★★] মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় জানতে এখানে ক্লিক করুন
👉 বাংলাটেক ইউটিউবে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন, দারুণ ভিডিও দেখুন
রেডমি ১০এ ফোনটিতে রিয়ার-মাউন্টেড ফিংগারপ্রিন্ট রয়েছে, তা আমরা ইতিমধ্যে জেনেছি। এছাড়া ফোনটিতে ৩.৫এমএম হেডফোন জ্যাক তো থাকছে। উভয় সিমে ৪জি ব্যবহার করা যাবে। ৫০০০মিলিএম্প এর ব্যাটারি থাকছে রেডমি ১০এ ফোনটিতে। অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক মিইউআই ১২.৫ এর দেখা মিলবে এতে।
ক্যামেরা
রেডমি ১০এ ফোনটি যেহেতু একটি বাজেট ফোন, তাই এর ক্যামেরা সেকশনে আহামরি কোনো ধরনের চমক আশা করা বোকামি। রেডমি ১০এ ফোনটির ব্যাক ক্যামেরা কাটআউট দেখে অনেকগুলো ক্যামেরা আছে মনে করে বোকা বনে যেতে পারে যেকেউ। ১৩মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা রয়েছে রেডমি ১০এ ফোনটিতে। (যদিও ভারতীয় ভার্সনে একটি মাত্র ব্যাক ক্যামেরা আছে।) ফোনের ফ্রন্টে রয়েছে ৫মেগাপিক্সেল এর ফ্রন্ট সেলফি ক্যামেরা।
রেডমি ১০এ এর দাম
রেডমি ১০এ বাংলাদেশে পাওয়া যাবে ২টি ভ্যারিয়েন্টে। ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ এর রেডমি ১০এ এর দাম ৯,৯৯৯টাকা। অন্যদিকে ১১,৯৯৯টাকায় পাওয়া যাবে ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজের রেডমি ১০এ ভ্যারিয়েন্ট।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

👉 শাওমির বিভিন্ন মডেলের ফোনের দাম জানুন
একনজরে রেডমি ১০এ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি২৫
- র্যামঃ ২জিবি / ৪জিবি
- স্টোরেজঃ ৩২জিবি / ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
- ফিংগারপ্রিন্টঃ ব্যাক সাইডে আছে
রেডমি ১০এ ফোনটির কোনো ধরনের ইউনিক সেলিং পয়েন্ট খুঁজে বের করা বেশ মুশকিল। তবে প্রাইস পয়েন্ট হতে পারে এর অন্যতম আকর্ষণ। আপনার বাজেট আরেকটু বেশি হলে শাওমি রেডমি ১০সি নিতে পারেন। আপনার কাছে কেমন লেগেছে রেডমি ১০এ ডিভাইসটি? আমাদের জানান কমেন্ট সেকশনে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।