বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম

আপনি জেনে খুশি হবেন যে, বিকাশে সেন্ড মানি ফি এর সচরাচর রেট প্রযোজ্য হবেনা ৫ টি প্রিয় বিকাশ নাম্বারের ক্ষেত্রে। বিকাশ প্রিয় নাম্বার সেট করলে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বিনামূল্যে বিকাশে সেন্ড মানি করা যাবে। চলুন জেনে নিই, কিভাবে বিকাশ প্রিয় নাম্বার সেট করতে হয়, বিকাশে প্রিয় নাম্বার সেট করার সুবিধা ও শর্তসমুহ।

বিকাশ প্রিয় নাম্বার এর সুবিধা

৫টি বিকাশ প্রিয় নাম্বারে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি বিনামূল্যে করা যাবে। প্রিয় নাম্বারে বিনামূল্যে সেন্ড মানি এর শর্তসমুহ হলোঃ

  • প্রিয় নাম্বারগুলোতে প্রতি ক্যালেন্ডার মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না
  • প্রতি মাসে ২৫,০০০.০১ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রিয় নাম্বারে লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে
  • প্রিয় নাম্বারে মাসিক লেনদেন ৫০,০০০ টাকার বেশি হলে, প্রতি লেনদেনের ক্ষেত্রে  ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে

অ্যাপ ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট – bKash Priyo Number Add using App

বিকাশ অ্যাপ ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট করতেঃ

  • বিকাশ অ্যাপে প্রবেশ করুন
  • পিন দিয়ে লগিন করুন
  • “সেন্ড মানি” লেখায় ক্লিক করুন
  • “ফ্রি সেন্ড মানি’র জন্য ট্যাপ করুন” লেখায় ক্লিক করুন
  • প্রদর্শিত পেজে আপনার প্রিয় নাম্বারের তালিকা (যদি থাকে) দেখতে পাবেন
  • বিকাশ প্রিয় নাম্বার সেট করতে নিচের দিকে থাকা “যোগ করুন” বাটনে ক্লিক করুন
  • এরপর যে নাম্বারটি বিকাশ প্রিয় নাম্বার হিসেবে সেট করতে চান, সেটি লিখুন বা সিলেক্ট করুন
  • এরপর বিকাশ একাউন্টের পিন দিয়ে সাবমিট করলেই উক্ত নাম্বার বিকাশ প্রিয় নাম্বার হিসেবে সেট হয়ে যাবে।

আরো জানুনঃ বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম ও এর সুবিধা

আরো জানুনঃ বিকাশ রিওয়ার্ড কি ও কিভাবে পাবো?

বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম

ইউএসএসডি ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট – bKash Priyo Number Add using USSD

👉 বিকাশ সেন্ড মানি করার নিয়ম

*২৪৭# ডায়াল করেও বিকাশ প্রিয় নাম্বার সেট করা যাবে। *২৪৭# ডায়াল করে বিকাশ প্রিয় নাম্বার সেট করতেঃ

  • *247# ডায়াল করুন
  • My Bkash এ প্রবেশ করতে 8 লিখে রিপ্লাই দিন
  • 4 লিখে রিপ্লাই দিয়ে Priyo Numbers মেন্যুতে প্রবেশ করুন
  • 1 লিখে রিপ্লাই করুন
  • প্রিয় নাম্বার এড করতে 1 লিখে রিপ্লাই করুন
  • এরপর যে নাম্বারটি প্রিয় নাম্বার হিসেবে সেট করতে চান
  • এরপর উক্ত প্রিয় নাম্বারের যে নাম দিতে চান, তা লিখুন
  • এরপর আপনার বিকাশ পিন লিখে রিপ্লাই করলেই প্রিয় নাম্বার এড হয়ে যাবে।

বোনাস: বিকাশ একাউন্টে বোনাস পাওয়ার উপায়

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,575 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *