সকল জল্পনা কল্পনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে মেয়াদহীন ইন্টারনেট প্যাক চালু করল টেলিটক। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব এই মোবাইল অপারেটর কোম্পানি শুরুতে ২টি ইন্টারনেট প্যাক দিয়ে এই দারুণ যাত্রা সূচনা করেছে। ব্যাপারটি ইতোমধ্যেই দেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।
টেলিটকের নতুন এই মেয়াদহীন প্যাকগুলোর পরিমাণ হচ্ছে: ৬ জিবি এবং ২৬ জিবি। উভয় প্যাকের মেয়াদ আনলিমিটেড। আপনার টেলিটক সিম একাউন্ট যতদিন আছে ততদিন আপনি এগুলো ব্যবহার করতে পারেন।
টেলিটক আনলিমিটেড ডাটা প্যাকের মেয়াদ বর্তমানে ২০৩৬ সাল পর্যন্ত দেখানো হচ্ছে। এখন চলছে ২০২২ সাল। সুতরাং বুঝে নেন এটাই আনলিমিটেড। ২০৩৬ দেখে নিশ্চয়ই ভয় পাবেন না! এটা শুধুমাত্র সিস্টেমের একটা অংশ। টেলিটক বর্তমানে গ্রাহকদের সুবিধার্থে আনলিমিটেড মেয়াদ উপহার দিচ্ছে বিভিন্ন একাউন্ট ব্যালেন্সের জন্য।
সুতরাং আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক কিনলে সেটার মেয়াদ দেখানো হবে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত। তাই চিন্তার কিছু নেই। মেয়াদহীন ইন্টারনেট প্যাক পাচ্ছেন টেলিটকে। চোখ বন্ধ করে নিতে পারেন টেলিটকের মেয়াদহীন ডাটা প্যাকগুলো।
টেলিটকের এই নতুন ডাটা প্যাকেজগুলো বর্তমানে কোম্পানিটির মোবাইল অ্যাপ থেকে কেনা যাচ্ছে। ৬ জিবি প্যাকের মূল্য মাত্র ১২৭ টাকা। আর ২৬ জিবি ৩০৯ টাকা মাত্র। অসাধারণ প্রাইসিং এবং চমৎকার উদ্যোগ টেলিটকের!
টেলিটক এক ফেসবুক পোস্টে জানিয়েছেঃ

আশা করি ভবিষ্যতে আরো কিছু মেয়াদহীন ডাটা প্যাক নিয়ে আসবে টেলিটক। এরকম উদ্ভাবনী উদ্যোগ সব সময় সাধুবাদ পাবে গ্রাহকদের কাছ থেকে।
🔥 👉 টেলিটক মেয়াদহীন ইন্টারনেট প্যাক কেনার নিয়ম জানুন
নিচের স্ক্রিনশটের শেষ অংশে দেখুন দুটি আনলিমিটেড ডাটা প্যাক দেখা যাচ্ছে। এটি মাইটেলিটক অ্যাপ থেকে নেয়া স্ক্রিনশট।

টেলিটকের কলরেট অত্যন্ত কম। আবার ইন্টারনেট প্যাকেজেও দারুণ সব রেট অফার করে কোম্পানিটি। আশা করা যায় এই সুবাদে শীঘ্রই টেলিটক প্রবৃদ্ধির সকল রেকর্ড অতিক্রম করে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
টেলিটকের নতুন আনলিমিটেড ডাটা প্যাকেজ কি আপনি নিয়েছেন? কেমন লাগছে অফারটি? শেয়ার করুন সবার সাথে!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
[★★] প্ৰযুক্তি নিয়ে লেখালেখি করতে চান? এক্ষুণি একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! techbaaj.com ভিজিট করে নতুন একাউন্ট তৈরি করুন। হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ!