আইফোনে বিরক্তিকর কিছু ব্যাপার ও সেগুলোর সমাধান

আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস ব্যবহারকারীদের আইওএস এর বিভিন্ন ফিচার নিয়ে রয়েছে বিভিন্ন অভিযোগ। ভালো ব্যাপার হচ্ছে আইওএস এর এসব বিষয় এড়ানোরও সুযোগ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক আইফোন এর কিছু বিরক্তিকর ব্যাপার ও তাদের সমাধান সম্পর্কে।

লক স্ক্রিন সার্চ

লক স্ক্রিন থেকেই সরাসরি সার্চ করা যায় আইওএস চালিত ডিভাইসসমূহে। অনেকে ভুলে স্ক্রিনের বাম থেকে ডানে টান দিয়ে এই ফিচারের কারণে সমস্যায় পড়েন। চাইলে খুব সহজ বন্ধ করে রাখা এই ফিচারটি। লক স্ক্রিন সার্চ ফিচারটি বন্ধ করতেঃ

  • আইফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Face ID & Passcode মেন্যুতে প্রবেশ করুন
  • এরপর Today View & Search অপশনটি টোগল করে বন্ধ করে দিন

শর্টকাট নোটিফিকেশনস

শর্টকাট ব্যবহার করে আইফোনে বিভিন্ন অসাধারণ বিষয় বেশ সহজে অ্যাকসেস করা যায়, যেমনঃ ছবিকে এনিমিটেড গিফ এ পরিণত করা, টেক্সট মেসেজ শিডিউল করা, ইত্যাদি। শর্টকাট ঠিকমত ব্যবহার করতে পারলে অনেক কাজের একটি টুল, কিন্তু এর সাথে আসে অসংখ্য নোটিফিকেশন। প্রতিবার কোনো শর্টকাট ব্যাকগ্রাউন্ডে চলার সময় এটির নোটিফিকেশন বিরক্তির কারণ হতে পারে।

শর্টকাটস এর নোটিফিকেশন আপনার কাছে বিরক্তিকর মনে হলে খুব সহজে তা বন্ধ করে রাখতে পারেন। শর্টকাট এর নোটিফিকেশন বন্ধ করতেঃ

  • সেটিংসে প্রবেশ করুন
  • Screen Time মেন্যুতে প্রবেশ করুন
  • See All Activity অপশনে ট্যাপ করুন
  • এরপর Notifications অপশন খুঁজে বের করুন ও Show More এ ট্যাপ করে Shortcuts অপশনে ট্যাপ করুন
  • এরপর Allow Notifications এর পাশে থাকা বাটনে ট্যাপ করে ডিসেবল করে দিন

ডিফল্ট অ্যাপ এর বিকল্প

প্রতিটি আইফোনে প্রয়োজনীয় প্রি-ইন্সটলড অ্যাপ দেওয়া থাকে। পডকাস্ট অ্যাপ থেকে শুরু করে ইমেইল অ্যাপ পর্যন্ত, প্রায় সকল প্রয়োজনে গুরুত্বপূর্ণ অ্যাপ দেওয়া থাকে আইফোনে। তবে প্রি-ইন্সটলড অ্যাপসমূহের বিকল্প অ্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে।

যেমনঃ অ্যাপল পডকাস্ট অ্যাপের পরিবর্তে গুগল পডকাস্ট ব্যবহার করতে পারেন। আবার অ্যাপল ম্যাপস এর বিকল্প হিসেবে গুগল ম্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে। অর্থাৎ আপনার যেসব অ্যাপল অ্যাপ দরকার হবেনা, সেগুলোর বিকল্প হিসেবে অন্য অ্যাপ ব্যবহার করতে পারবেন।

ডিফল্ট ব্রাউজার ও ইমেইল ক্লায়েন্ট

সম্প্রতি আপডেটের মাধ্যমে সাফারি ব্রাউজারে অনেক উন্নতি আনা হলেও অনেক আইফোন ব্যবহারকারী ক্রোম বা ফায়ারফক্সকে তাদের ব্রাউজার হিসেবে পছন্দ করে থাকেন। নতুন প্রাইভেসি ফিচার এর অংশ হিসেবে সকল আইফোন ব্যবহারকারীকে সাফারি ব্যবহারের পরামর্শ দেয় গুগল। কিন্তু আপনি চাইলেই ডিফল্ট ব্রাউজার ও ইমেইল ক্লায়েন্ট পরিবর্তন করতে পারবেন। আইফোন এর ডিফল্ট ব্রাউজার পরিবর্তন করতেঃ

  • প্রথমে ক্রোম বা ফায়ারফক্স এর মত যেকোনো থার্ড পার্টি ব্রাউজার ডাউনলোড করুন
  • এরপর সেটিংসে প্রবেশ করে Safari সিলেক্ট করুন
  • এরপর Default Browser App অপশনে সিলেক্ট করুন ও নতুন ব্রাউজার সিলেক্ট করুন

একইভাবে আইফোনের ডিফল্ট ইমেইল ক্লায়েন্ট বাদ দিয়ে থার্ড পার্টি ইমেইল অ্যাপ, যেমনঃ জিমেইল অ্যাপ ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে সেটিংস থেকে Mail মেন্যুতে প্রবেশ করুন, এরপর Default Mail App অপশন সিলেক্ট করে নিজের পছন্দের ইমেইল ক্লায়েন্ট সিলেক্ট করুন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

নোটিফিকেশন সামারি

নিয়মিত যদি অসংখ্য মেসেজ ও কল পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি নোটিফিকেশনের জন্য বিরক্ত হয়ে থাকেন। তবে ভালো ব্যাপার হচ্ছে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে নোটিফিকেশন সামারি ফিচার ব্যবহার করে। নোটিফিকেশন সামারি ফিচার ব্যবহার করে টাইমলাইন আকারে দেখা যাবে সকল নোটিফিকেশনের তালিকা। নোটিফিকেশন সামারি চালু করতেঃ

  • আইফোনের সেটিংসে প্রবেশ করে
  • Notifications অপশনে ট্যাপ করুন
  • Scheduled Summary ফিচারটি চালু করুন

নোটিফিকেশন সামারিতে কোন অ্যাপসমূহের নোটিফিকেশন থাকবে সে অপশন ও সিলেক্ট করা যাবে। তবে অনেক অ্যাপের এলার্ট বন্ধ করার অপশন রাখেনি অ্যাপল।

ব্রাউজারে অ্যাপ ব্যানার

সাফারি ব্রাউজারে ব্রাউজ করার সময় স্ক্রিনের টপে বিভিন্ন সাইটের সংশ্লিষ্ট অ্যাপ সম্পর্কিত একটি ছোট ব্যানার প্রদর্শিত হয়। ব্রাউজিং এর ক্ষেত্রে এই বিষয়টি অনেকের বিরক্তির কারণ হয়ে উঠে। ব্রাউজিং এর ক্ষেত্রে অ্যাপ ব্যানার বন্ধ করতে Unsmartifier নামে একটি সাফারি এক্সটেনশন ব্যবহার করতে পারেন। আইফোন এর জন্য আনস্মার্টিফাইয়ার ডাউনলোড করতে এখানে ট্যাপ করুন।

👉 আইফোন ব্যাটারি হেলথ ভালো রাখার উপায়

লকস্ক্রিন এর অপ্রয়োজনীয় বিষয়

আইফোন এর লকস্ক্রিন থেকেই নোটিফিকেশন, ক্যামেরা, সিরি, কন্ট্রোল সেন্টার, ইত্যাদি অ্যাকসেস করা যায়। আপনার যদি এতোসব ফিচারের দরকার না হয়, সেক্ষেত্রে অপ্রয়োজনীয় ফিচারসমূহ বন্ধ রাখতে পারেন। লকস্ক্রিন এর ফিচারসমূহ কাস্টমাইজ করতেঃ

  • আইফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Face ID & Passcode অপশনে ট্যাপ করুন ও পাসকোড প্রদান করুন
  • Allow Access When Locked এর নিচে সকল ফিচার দেখতে পাবেন
  • প্রদর্শিত ফিচারসমূহ থেকে Today View বা Search এর মত ফিচার প্রয়োজন না হলে অফ করে রাখুন
সিরি কি? আইফোনে সিরি কিভাবে ব্যবহার করে?

অটোমেটিক পিকচার-ইন-পিকচার

কোনো অ্যাপে ভিডিও চালু থাকলে উক্ত অ্যাপ থেকে এক্সিট করার সময় অটোমেটিক পিকচার-ইন-পিকচার (PiP) চালু হয়ে যায়। এই অটোমেটিক পিকচার-ইন-পিকচার মোড অনেকের পছন্দ না। খুব সহজে চাইলে এই ফিচারটি বন্ধ রাখা যাবে। অটোমেটিক পিকচার-ইন-পিকচার মোড বন্ধ করতেঃ

  • সেটিংসে প্রবেশ করুন
  • General সেকশনে প্রবেশ করুন
  • Picture in Picture মেন্যুতে প্রবেশ করুন
  • এরপর “Start PiP Automatically” ফিচারটি বন্ধ করে দিন

এরপর থেকে কোনো অ্যাপে ভিডিও প্লে থাকা অবস্থায় এক্সিট করলে অটোমেটিক পিকচার-ইন-পিকচার মোড চালু হয়ে যাবেনা।

👉 অ্যাপল আইডি কি? Apple ID কেন দরকার?

ইনকামিং কল এলার্টস

পূর্বে আইফোনে কল বা ফেসটাইম কল আসলে সম্পূর্ণ স্ক্রিন লাইট আপ হতো ও পুরো স্ক্রিনে কল ইনফো দেখা যেতো। তবে আইওএস ১৪ তে এসে অনেকটা মিনিমালিস্টিক কল এলার্টস যুক্ত করেছে অ্যাপল। কল আসলে স্ক্রিনের টপে একটি ব্যানার হিসেবে এলার্ট দেখা যায়। অনেক সময় ফোন সাইলেন্ট মোডে থাকায় হাতে ফোন থাকলেও এই বিষয়টি নজরে আসেনা। তাই কল এর জন্য ফুল স্ক্রিন এলার্টস চালু করে রাখতে পারেন। ফুল স্ক্রিন কল এলার্টস চালু করতেঃ

  • আইফোনের সেটিংসে প্রবেশ করুন
  • এরপর নিচের দিকে প্রবেশ করে  “Phone” মেন্যুতে প্রবেশ করুন
  • “Incoming Calls” অপশন সিলেক্ট করুন
  • “Full Screen” অপশন সিলেক্ট করুন

পরেরবার থেকে আপনার ফোনে কল আসলে ফুল স্ক্রিন কল এলার্টস দেখতে পাবেন।

👉 নতুন আইফোন কেনার পর করণীয়

আস্ক সিরি

আইওএস ১৩ তে সার্চ কুয়েরি টাইপ করে সিরি ব্যবহার করে সার্চ করা যেতো। তবে বর্তমানের আইওএস ভার্সনে এই অপশনটি নেই। অর্থাৎ আইফোনে সিরি ব্যবহার করতে গেলে ভয়েস ব্যবহার করা আবশ্যক, টাইপ করে ব্যবহার করা যায়না। তবে কিবোর্ডের মাধ্যমে টাইপ করে সিরির মাধ্যমে সার্চ করার ফিচার ফিরিয়ে আনা যাবে। টাইপ করে সিরির মাধ্যমে সার্চের ফিচারটি চালু করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • নিচের দিকে স্ক্রল করে Accessibility অপশনে ট্যাপ করুন
  • Siri সিলেক্ট করুন
  • “Type to Siri” অপশন চালু করে দিন।

আইফোন নিয়ে আপনার অভিজ্ঞতা জানাতে পারেন কমেন্টে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,563 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *