Advertisements

নতুন চারটি সুলভ এন্ড্রয়েড স্মার্টফোন আনছে স্যামসাং

By -

samsung-logo..দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস কোম্পানি স্যামসাং নতুন চারটি মিড লেভেল এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। সেটগুলো হচ্ছে, গ্যালাক্সি কোর ২, গ্যালাক্সি Ace 4, গ্যালাক্সি ইয়াং ২ এবং গ্যালাক্সি স্টার ২; সবগুলো সেটই চলবে এন্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমে এবং এতে থাকবে স্যামসাংয়ের টাচউইজ স্কিন। চলুন জেনে নিই এদের স্পেসিফিকেশন।

গ্যালাক্সি কোর ২

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 1,183 other subscribers

Galaxy_Core_2_White_1গ্যালাক্সি কোর ২’তে আছে ৪.৫ ইঞ্চি ডাব্লিউভিজিএ ডিসপ্লে, কোয়াড কোর ১.২ গিগাহার্টজ প্রসেসর, থ্রিজি, ৫ মেগাপিক্সেল ব্যাক + ভিজিএ ফ্রন্ট ক্যামেরা, ওয়াইফাই, ব্লুটুথ, ৭৬৮ মেগাবাইট র‍্যাম, ৪জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট এবং ২০০০ এমএএইচ ব্যাটারি।

গ্যালাক্সি Ace 4

Galaxy-Ace-4_Black_1গ্যালাক্সি Ace 4 হ্যান্ডসেটে পাবেন ৪ ইঞ্চি ডাব্লিউভিজিএ ডিসপ্লে, ১জিবি র‍্যাম + ১.২ গিগাহার্টজ প্রসেসর + ১৮০০ এমএএইচ ব্যাটারি (এলটিই মডেলে)/ ৫১২ মেগাবাইট র‍্যাম+ ১ গিগাহার্টজ প্রসেসর + ১৫০০ এমএএইচ ব্যাটারি (থ্রিজি মডেলে), ৪জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট প্রভৃতি।

গ্যালাক্সি ইয়াং ২

SM-G130H_Galaxy_Young-2_White_1গ্যালাক্সি ইয়াং ২ হ্যান্ডসেটে রয়েছে সিংগেল কোর ১ গিগাহার্টজ প্রসেসর, ৩.৫ ইঞ্চি এইচজিভিএ টিএফটি স্ক্রিন, ৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৪জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, ১৩০০ এমএএইচ ব্যাটারি, থ্রিজি প্রভৃতি।

স্যামসাং গ্যালাক্সি স্টার ২

Galaxy-Star-2_Blackআর স্যামসাং গ্যালাক্সি স্টার ২ ফোনে পাবেন সিঙ্গেল কোর ১ গিগাহার্টজ এ৭ প্রসেসর, ৩.৫ ইঞ্চি এইচজিভিএ ডিসপ্লে, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ওয়াইফাই, ব্লুটুথ, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৪জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, ১৩০০ এমএএইচ ব্যাটারি ইত্যাদি। এই সেটটিতে থ্রিজি সাপোর্ট নেই।

এই চারটি হ্যান্ডসেট মূলত গুগলের এন্ড্রয়েড ওয়ান ভিত্তিক সুলভ স্মার্টফোনের সাথে প্রতিযোগিতার জন্য উপযোগী। ফোনগুলোর ঘোষণার সাথে মূল্য কিংবা রিলিজ ডেট জানায়নি স্যামসাং।

প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট। নতুন পোস্টের নোটিফিকেশন ইমেইলে পেতে এই লিংকে গিয়ে ফ্রি সাবস্ক্রাইব করুন!

 
Advertisements

Comments

Leave a Reply