ফোর’কে টিভির যুগ শুরু হতে না হতেই আরও একধাপ এগিয়ে এইট’কে টিভি প্রকাশ করল এলজি। জার্মানির বার্লিনে চলমান আইএফএ ইভেন্টে দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটি তাদের ৯৮ ইঞ্চি ৮কে আল্ট্রা-এইচডি টেলিভিশন প্রদর্শন করেছে।
এলজি বলছে, তাদের এই ‘সুপার হাই-ভিশন’ টিভির মনিটরে ফুল এইচডি স্ট্যান্ডার্ডের চেয়েও ১৬ গুণ বেশি রেস্যুলেশন রয়েছে। সাধারণত, ৭৬৮০ x ৪৩২০পি রেস্যুলেশন ও ৩৩ মিলিয়নের বেশি পিক্সেল হলেই তা ৮কে হিসেবে ধরা হয়।
নতুন এই এলজি টিভির ডিসপ্লে কার্ভড/বাঁকানো নয়। ওএলইডি’র পরিবর্তে এতে ১২০হার্টজ এলসিডি প্যানেল ব্যবহৃত হয়েছে। টিভি সেটটির দাম বা রিলিজ ডেট জানায়নি এলজি। একই ইভেন্টে কোম্পানিটির ১০৫ ইঞ্চি কার্ভড ৫কে টিভিও প্রদর্শিত হয়েছে।
অবশ্য, স্যামসাংও তাদের আইএফএ বুথে নামহীন একটি ৯৮ ইঞ্চি ৮কে টিভি প্রদর্শনীতে রেখেছে বলে জানা যায়। তবে স্যামসাংয়ের ৮কে টিভি সম্পর্কে আর কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।