
কিছুদিন আগেই, ৬ আগস্ট রিলিজ পেল ফায়ারফক্স ২৩; ব্রাউজারটির ২৪’তম সংস্করণ আসবে সেপ্টেম্বরে, এবং অক্টোবরে রিলিজ হবে ফায়ারফক্স ২৫- যাতে বড় ধরণের নকশাগত পরিবর্তন থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য, মজিলা নির্মিত বহুল ব্যবহৃত এই ওয়েব ব্রাউজিং এপ্লিকেশনের “মেট্রো” ভার্সন আসার প্রক্রিয়া শুরু হয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এরপর ২০১২’র এপ্রিলে সফটওয়্যারটির একটি প্রোটোটাইপ ছাড়া হয়। অক্টোবর ২০১২’তে “ফায়ারফক্স ফর উইন্ডোজ ৮” এর প্রি-রিলিজ আসে এবং এই বছর ফেব্রুয়ারিতে ব্রাউজারটির একটি নাইটলি বিল্ড ডাউনলোডের জন্য উঙ্কুক্ত রাখা হয়।
সব মিলিয়ে, পরীক্ষামূলক অরোরা, বেটা এবং রিলিজ চ্যানেল ভার্সন স্টেজগুলো পার করে চূড়ান্ত সংস্করণ মুক্তি পেতে ফায়ারফক্স মেট্রোর এক বছরের বেশি সময় লাগবে।
অর্থাৎ উইন্ডোজ ৮ রিলিজের ১ বছরেরও বেশি সময় পর এর জন্য বিশেষায়িত ফায়ারফক্স ব্রাউজার পাওয়া যাচ্ছে। যদিও ইতোমধ্যেই উইন্ডোজ ৮.১ এসে পড়বে। মনে রাখা ভাল, ফাইনাল মেট্রো ব্রাউজার দেখতে চাইলে ২০১৪ পর্যন্তও অপেক্ষা করতে হতে পারে।
গত বছর জুন মাসে গুগল ক্রোম ২১ ডেভলপার ভার্সন থেকে মেট্রো ইউআই প্রদান করে আসছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।

আমাদের যেকোনো প্রশ্ন করুন!