রবি মিনিট অফার ২০২২

গ্রামীণফোনের পর দেশের সর্বোচ্চ ব্যবহৃত মোবাইল অপারেটর হলো রবি। তাদের ভয়েস কল বান্ডল অর্থাৎ রবি মিনিট অফার পাওয়া যাবে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক সময়ের ভিত্তিতে। এছাড়াও বিভিন্ন প্যাকেজের সাথেও রবি মিনিট প্যাক পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক সকল রবি মিনিট অফার ও রবি মিনিট কেনার কোড সম্পর্কে।

রবি মিনিট অফার – Robi Minute Offer

এসব দৈনিক ও মাসিক প্যাকেজ কেনা যাবে রিচার্জ বা রবি মিনিট কেনার কোড ডায়াল করে। চলুন এসব রবি মিনিট অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

রবি ১৪টাকা রিচার্জ অফার – Robi 14TK Recharge Offer

  • যেকোনো নাম্বারে ২৫মিনিট টকটাইম
  • মিনিটের মেয়াদ ১৬ঘন্টা
  • প্যাকেজের দাম ১৪টাকা
  • কিনতে ডায়াল করুন *0*2#

রবি ২৪টাকা রিচার্জ অফার – Robi 24Tk Recharge Offer

  • যেকোনো নাম্বারে ৩৭মিনিট টকটাইম
  • রিচার্জ করতে হবে ২৪টাকা
  • মিনিট অফারের মেয়াদ ২৪ঘন্টা
  • কিনতে ডায়াল করুন *0*3#

রবি ৭টাকায় ১১মিনিট অফার – Robi 7Tk 11 Minute Offer

  • যেকোনো অপারেটরে ১১মিনিট
  • প্যাকেজের দাম ৭টাকা
  • মিনিটের মেয়াদ ৬ঘন্টা
  • কিনতে ডায়াল করুন *0*1#

রবি ৩৩টাকা রিচার্জে ৫২মিনিট  – Robi 33Tk 52Minute Recharge Offer

  • যেকোনো অপারেটরে ৫২মিনিট টকটাইম
  • প্যাকেজের দাম ৩৩টাকা
  • অফারের মেয়াদ ২দিন
  • প্যাকেজটি পেতে ডায়াল করুন *0*4#
  • ৩৩টাকা রিচার্জ করেও মিনিট অফার নেওয়া যাবে

রবি ৬টাকা ১০মিনিট প্যাক – Robi 6Tk 10 Minute Pack

  • যেকোনো নাম্বারে ১০মিনিট টকটাইম
  • মিনিট প্যাকেজের দাম ৬টাকা
  • মিনিটের মেয়াদ ১দিন
  • মিনিট প্যাকটি কিনতে ডায়াল করুন *৮৬৬৬*০৫৫#

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

রবি ১০টাকা ৪০মিনিট অফার – Robi 10Tk 40 Minute Offer

  • ৪০মিনিট যেকোন নাম্বারে টকটাইম
  • প্যাকেজের মেয়াদ ২৪ঘন্টা
  • প্যাকেজের দাম ১০টাকা
  • প্যাকটি কিনতে ডায়াল *8666*02#

রবি ১৪ টাকা ২৫ মিনিট অফার – Robi 14Tk 25 Minute Pack

  • ২৫মিনিট যেকোনো অপারেটরে টকটাইম
  • প্যাকেজের মেয়াদ ৩দিন অর্থাৎ ৭২ঘন্টা
  • প্যাকেজের দাম ১৪টাকা
  • প্যাকটি কিনতে ডায়াল করুন *8666*03#

রবি ১৯৪ টাকা ৩০০ মিনিট অফার – Robi 194Tk 300 Minute Offer

  • যেকোনো নাম্বারে ৩০০মিনিট
  • প্যাকেজের মেয়াদ ১০দিন
  • প্যাকেজের দাম ১৯৪টাকা
  • কিনতে ডায়াল করুন *8666*194#
রবি মিনিট অফার

রবি ৯০ মিনিট অফার ৬১ টাকা – Robi 61Tk 90 Minute Offer

  • ৯০মিনিট টকটাইম যেকোনো নাম্বারে
  • প্যাকের মেয়াদ ১৫দিন
  • প্যাকের দাম ৬১টাকা
  • প্যাকটি কিনতে ডায়াল করুন *8666*90#

👉 ডাটা না কিনে ফেসবুক ব্যবহার করুন রবি ও এয়ারটেল সিমে!

রবি ১১৮টাকা ১৯০মিনিট অফার – Robi 118Tk 190Minute Offer

  • যেকোনো নাম্বারে ১৯০মিনিট
  • প্যাকেজের দাম ১১৮টাকা
  • প্যাকের মেয়াদ ৩০দিন
  • প্যাকটি কিনতে ডায়াল করুন *8666*190# 
  • ১১৮টাকা রিচার্জ করেও প্যাকটি কেনা যাবে

ফোনের ব্যালেন্স ব্যবহার করে সরাসরি কলে যে পরিমাণ খরচ হয়, এই প্যাকেজ ব্যবহার করে সে খরচ বেশ কমানো যাবে। যেকোনো ধরনের সাধারণ ব্যবহারকারীর জন্য এই রবি মিনিট অফার বেশ কাজের।

রবি ৪৫০মিনিট ১জিবি ২৭৮টাকা – Robi 450Minute 1GB 278Tk

  • ৪৫০মিনিট + ১জিবি ইন্টারনেট
  • প্যাকেজের দাম ২৭৮টাকা
  • প্যাকেজের মেয়াদ ৩০দিন
  • ২৭৮টাকা রিচার্জ করে প্যাকটি নেওয়া যাবে
  • এছাড়াও *8666*450# ডায়াল করেও প্যাকটি কেনা যাবে

মিনিটের পাশাপাশি ইন্টারনেটের প্রয়োজন হলে এই রবি মিনিট অফার প্যাক আপনার বেশ কাজে আসতে পারে।

👉 ৫জি কি? ৫জি এর সুবিধা কি? বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক কবে চালু হবে?

রবি ৪৯৭ টাকা ৮০০মিনিট অফার – Robi 497Tk 800Minute Offer

  • যেকোনো অপারেটরে ৮০০মিনিট টকটাইম
  • প্যাকের মেয়াদ ৩০দিন
  • প্যাকের দাম ৪৯৭টাকা
  • প্যাক কিনতে ডায়াল করুন *8666*497#
  • এছাড়া ৪৯৭টাকা রিচার্জ করেও প্যাকটি নেওয়া যাবে

ফোনে যারা প্রচুর কথা বলেন ও মাসব্যাপী রবি মিনিট অফার খুঁজছেন, তাদের জন্য এটি একটি আদর্শ প্যাকেজ।

রবি ছোট মিনিট প্যাক – Robi Small Minute Pack

রবিতে কম টাকায় কিছু মিনিট প্যাক পাওয়া যাবে। এসব মিনিট প্যাকের মূল্য ও মেয়াদ খুব কম হয়ে থাকে। রবি ছোট মিনিট প্যাকসমূহ ও মিনিট কেনার কোড হলোঃ

  • ৭টাকায় ১১মিনিট, মেয়াদ ৬ঘন্টা, কোড *0*1#
  • ১৪টাকায় ২৫মিনিট, মেয়াদ ১৬ঘন্টা, *0*2#
  • ২৪টাকায় ৪০মিনিট, মেয়াদ ১দিন, *0*3#
  • ৩৩টাকায় ৫২মিনিট, মেয়াদ ২দিন, *0*4#

রিচার্জে রবি মিনিট অফার – Robi Minute Offer on Recharge

রবিতে রিচার্জ করলে বিভিন্ন মিনিট প্যাক পাওয়া যায়। এসব মিনিট প্যাক কিনয়ে কোনো মিনিট কেনার কোড ডায়াল করতে হয় না। নির্দিষ্ট এমাউন্ট রিচার্জ করলে এসব প্যাক সরাসরি একটিভ হয়ে যায়। রবি রিচার্জ মিনিট প্যাকসমূহ হলোঃ

  • ১৪টাকা রিচার্জে ২১মিনিট, মেয়াদ ১৬ঘন্টা
  • ২৪টাকা রিচার্জে ৩৭মিনিট, মেয়াদ ১দিন
  • ৪৩টাকা রিচার্জে ৬৭মিনিট, মেয়াদ ৪দিন
  • ৫৯টাকা রিচার্জে ৯০মিনিট, মেয়াদ ৭দিন
  • ৬৪টাকা রিচার্জে ১০০মিনিট, মেয়াদ ৭দিন
  • ৯৯টাকা রিচার্জে ১৬০মিনিট, মেয়াদ ৭দিন
  • ১৯৯টাকা রিচার্জে ৩২৫মিনিট, মেয়াদ ৩০দিন
  • ৩০৭টাকা রিচার্জে ৫০০মিনিট + ৫১২এমবি, মেয়াদ ৩০দিন
  • ৬০৪টাকা রিচার্জে ১০০০মিনিট + ১জিবি, মেয়াদ ৩০দিন

👉 গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ ও অ্যাক্টিভেশন কোড সমূহ

রবি মিনিট কেনার কোড – Robi Minute Code

রবি মিনিট কেনার কোড, প্যাকেজের দাম ও মেয়াদ দেওয়া হলোঃ

  • ৫৯টাকায় ৯৫মিনিট, মেয়াদ ৭দিন, কোড *0*5#
  • ৯৯টাকায় ১৭০মিনিট, কেয়াদ ৭দিন, কোড৷ *0*6#
  • ১৯৪টাকায় ৩৩৫মিনিট, মেয়াদ ৩০মিনিট, *0*7#
  • ২৫১টাকায় ১৫০মিনিট + ২জিবি + ১৫০এসএমএস, মেয়াদ ২৫১টাকা, ২৮দিন
  • ৫৯৯টাকায় ৫০০মিনিট + ৫জিবি + ১০০এসএমএস, মেয়াদ ৩০দিন, কোড *123*599#
  • ৫৮টাকায় ২৫মিনিট + ৭০০মিনিট + ২৫এসএমএস, মেয়াদ ৭দিন, কোড *123*058#

রবি পোস্টপেইড মিনিট অফার – Robi Postpaid Minute Offer

রবি অ্যাপ বা রবি ওয়েবসাইট ব্যবহার করে রবি পোস্টপেইড সিমে মিনিট অফার নেওয়া যাবে। উল্লেখ্য যে, এসব প্যাক সাধারণ সিম অর্থাৎ প্রিপেইড সিমে নেওয়া যাবে না। শুধুমাত্র রবি পোস্টপেইড গ্রাহকগণ এসব রবি মিনিট অফার প্যাক কিনতে পারবেন।

  • ১৩.৩৩টাকায় ১৮মিনিট, মেয়াদ ৩দিন
  • ১৯.৯৯টাকায় ২৫মিনিট, মেয়াদ ৪দিন
  • ২৪টাকায় ৩৬মিনিট, মেয়াদ ১দিন
  • ৩৩.৩১টাকায় ৪৫মিনিট, মেয়াদ ৫দিন
  • ৫৩টাকায় ৮০মিনিট, মেয়াদ ৭দিন
  • ৬১টাকায় ৯০মিনিট, মেয়াদ ১০দিন
  • ৯৯টাকায় ১৬০মিনিট, মেয়াদ ৭দিন
  • ১১৮টাকায় ১৯০মিনিট, মেয়াদ ১০দিন
  • ১৮৯টাকায় ২৩০মিনিট, মেয়াদ ৩০দিন
  • ১৯৪টাকায় ৩১৫মিনিট, মেয়াদ ৩০দিন
  • ১৯৯.৮৮টাকায় ২৮৫মিনিট, মেয়াদ ৩০দিন
  • ৪৯৭টাকায় ৮০০মিনিট, মেয়াদ ৩০দিন

👉 রবি পোস্টপেইড মিনিট প্যাক কিনতে ক্লিক করুন

রবি মিনিট চেক কোড – Robi Minute Check Code

রবি মিনিট চেক করা যাবে রবি অ্যাপ ব্যবহার করে ও রবি মিনিট চেক করার কোড ব্যবহার করে। রবি মিনিট চেক করার একাধিক কোড রয়েছে। একেকটি প্যাকেজের একেকটি মিনিট চেক করার কোড থাকে। নিচে রবি মিনিট চেক করার কয়েকটি কোড দেওয়া হলো, যার মধ্যে যেকোনো একটি ব্যবহার করে আপনার মিনিট প্যাক চেক করতে পারবেন।

  • *222*2#
  • *222*3#
  • *222*8#
  • *222*9#
  • *222*25#

উল্লেখিত কোড থেকে যেকোনো এক বা একাধিক কোড ব্যবহার করে আপনার রবি মিনিট চেক করতে পারবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *