দাম কমেছে ইনফিনিক্স এর জনপ্রিয় দুইটি মডেলের। ইনফিনিক্স হট ৩০ ও ইনফিনিক্স নোট ৩০ – এই দুইটি ফোন ব্র্যান্ডটির বেশ জনপ্রিয়। এগুলোর দাম সম্প্রতি কমিয়ে এনেছে ইনফিনিক্স। চলুন জেনে নেওয়া যাক ফোন দুইটির ফিচার ও নতুন দাম সম্পর্কে।
ইনফিনিক্স হট ৩০
ইনফিনিক্স হট ৩০ ফোনটি বাজেট রেঞ্জে বেশ পরিচিত একটি ফোন। বেশ এলিগেন্ট ডিজাইনের এই ফোনের ব্যাকে প্রাইমারি ক্যামেরা ও ফ্রন্টে পাঞ্চ-হোল ডিসপ্লে স্থান পেয়েছে।
৬.৭৮ ইঞ্চির এই ডিসপ্লেতে আবার ৯০ হার্জ রিফ্রেশ রেট ফিচারও রয়েছে। ফোনের ফিংগারপ্রিন্ট সেন্সর থাকছে পাওয়ার বাটনের সাথে সাইড-মাউন্টেড হিসেবে। এই ফোনে আবার স্টিরিও স্পিকার ফিচারও রয়েছে। মিডিয়াটেক এর হেলিও জি৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনে যা এই দামে বেশ অসাধারণ পারফরম্যান্স প্রদান করে বলে জানা যায়। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়ান্টে ফোনটি পাওয়া যাবে। আবার এসডি কার্ড স্লট ব্যবহার করে স্টোরেজ বাড়ানোর সুযোগও থাকছে এখানে।
ইনফিনিক্স হট ৩০ এর ব্যাকে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এর পাশাপাশি রয়েছে একটি হেল্পিং লেন্স। ফোনটি দ্বারা ১৪৪০পি ৩০এফপিএস ভিডিও রেকর্ড করার সুবিধা পাওয়া যাবে। ফোনের ফ্রন্টে রয়েছে ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। ইনফিনিক্স হট ৩০ ফোনটিতে ৫০০০ মিলিএম্প এর ব্যাটারি রয়েছে। অসাধারণ হলো এই ফোনের ৩৩ ওয়াট চার্জিং সুবিধা যা এই দামে বেশ অনন্য। একনজরে ইনফিনিক্স হট ৩০ এর সকল ফিচার:
- ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি + ৯০ হার্জ রিফ্রেশ রেট
- প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৮৮
- র্যাম: ৪ জিবি
- স্টোরেজ: ১২৮ জিবি
- প্রাইমারি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
- সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৫০০০ মিলিএম্প
- চার্জিং: ৩৩ ওয়াট
ইনফিনিক্স হট ৩০ এর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়ান্ট এর দাম ছিলো ১৪,৯৯৯ টাকা। বর্তমানে ফোনটির দাম এক হাজার টাকা কমে গিয়েছে, ইনফিনিক্স হট ৩০ এর বর্তমান দাম ১৩,৯৯৯ টাকা। এই দামে বেশ অসাধারণ একটি ডিল হতে পারে ফোনটি।
ইনফিনিক্স নোট ৩০
ইনফিনিক্স নোট ৩০ ফোনটির ডিজাইন দেখতে বেশ প্রিমিয়াম। বিশাল স্ক্রিনের এই ফোনের ব্যাকে সুন্দরভাবে এর রিয়ার ক্যামেরাগুলো স্থান পেয়েছে। ফোনের ফ্রন্টে রয়েছে পাঞ্চ-হোল ডিসপ্লে ও আরো আছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর।
৬.৭৮ ইঞ্চির বিশাল ডিসপ্লের এই ফোনে ১২০ হার্জ রিফ্রেশ রেট ফিচারও থাকছে। মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনে যা বেশ শক্তিশালী একটি প্রসেসর হিসেবে সুপরিচিত এই বাজেট রেঞ্জে।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকছে এই ফোনে। ৫০০০ মিলিএম্প ব্যাটারির সাথে এখানে পেয়ে যাবেন ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যা ফোনটিকে এক ঘন্টার মধ্যেই ফুল চার্জ করতে সাহায্য করবে।
ইনফিনিক্স নোট ৩০ এর ব্যাকে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এর সাথে রয়েছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ও একটি হেল্পিং সেন্সর। ফোনের ফ্রন্টে পেয়ে যাবেন ১৬ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। তবে এখানে ৪কে রেজ্যুলেশনে ভিডিও রেকর্ডিং এর কোনো ফিচার থাকছেনা যা এই দামের অনেক ফোনেই রয়েছে।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
একনজরে ইনফিনিক্স নোট ৩০ এর সকল ফিচার:
- ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি + ১২০ হার্জ রিফ্রেশ রেট
- প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৯৯
- র্যাম: ৮ জিবি
- স্টোরেজ: ২৫৬ জিবি
- প্রাইমারি ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল ট্রিপল
- সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৫০০০ মিলিএম্প
- চার্জিং: ৪৫ ওয়াট
ইনফিনিক্স নোট ৩০ ফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এর পূর্বে দাম ছিলো ২৩,৯৯৯ টাকা। বর্তমানে দুই হাজার টাকা দাম কমেছে ফোনটির, যার ফলে ইনফিনিক্স নোট ৩০ এর বর্তমান দাম ২১,৯৯৯ টাকা। এই দামে ফোনটি বেশ আকর্ষণীয় ফিচার অফার করছে বলে স্বীকার করবেন যেকেউ।
নতুন দাম বিবেচনায় ইনফিনিক্স হট ৩০ ও ইনফিনিক্স নোট ৩০ বেশ অসাধারণ দুইটি ডিল হতে যাচ্ছে বাজেট ক্রেতাদের জন্য। ফোন দুইটি সম্পর্কে আপনার মতামত বাংলাটেক এর পাঠকদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।