উইন্ডোজ ৭, ৮ বিক্রয় বন্ধ করেছে মাইক্রোসফট

উইন্ডোজ সেভেন ও এইটের খুচরা বিক্রয় বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। অক্টোবরের ৩১ তারিখ থেকে উইন্ডোজ ৭ হোম ব্যাসিক, হোম প্রিমিয়াম, আলটিমেট এবং উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের এর কোনও রিটেইল কপি বিক্রি করবেনা মাইক্রোসফট। এমনকি কম্পিউটার নির্মাতা কোম্পানিগুলোও এখন থেকে ডিফল্টভাবে উইন্ডোজ ৮.১ ইনস্টলকৃত ডিভাইস বিক্রি শুরু করবে।

অবশ্য, আগে থেকে তাদের নিকট যেসব উইন্ডোজ ৭/৮ লাইসেন্স কেনা রয়েছে সেগুলো বিক্রি করতে পারবে কোম্পানিগুলো।

কিন্তু আপনি যদি আপনার পিসিতে উইন্ডোজ ৮.১ না চালাতে চান, তাহলে উইন্ডোজ সেভেনে ডাউনগ্রেড করার পথ খোলাই থাকছে। যদিও সব ওইএম কোম্পানি এই সুবিধাটি দিচ্ছেনা।

২০০৯ সালে বাজারে আসা উইন্ডোজ ৭ এর বর্তমান মার্কেট শেয়ার প্রায় ৫৩ শতাংশ। অপরদিকে উইন্ডোজ ৮ ও ৮.১ এর সম্মিলিত বাজার দখল ১৬.৮ শতাংশ। মাইক্রোসফটের পরবর্তী উইন্ডোজ ভার্সন (উইন্ডোজ ১০) এর চূড়ান্ত সংস্করণ মুক্তি পাবে আগামী বছর। এর আগে পুরাতন উইন্ডোজ বন্ধ করে নতুনের জন্য পথ পরিষ্কার করতেই এই ব্যবস্থা নিচ্ছে রেডমন্ড।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *