মেসেঞ্জারে এলো এইচডি ভিডিও কল ফিচার, এর সুবিধা জানুন

ফেসবুক মেসেঞ্জারে সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে মেটা। এর মধ্যে এইচডি ভিডিও কল, নয়েজ রিডাকশন, এবং এআই ভিডিও ব্যাকগ্রাউন্ড অন্যতম। আরও থাকছে ভয়েস এবং ভিডিও মেইল। এদের প্রত্যেকটি ফিচারই বেশ উপকারে আসবে ব্যবহারকারীদের। চলুন জেনে নিই সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত।

প্রথমেই জানা যাক এইচডি ভিডিও কল নিয়ে। ইউটিউবের কল্যাণে আমরা সবাই মোটামুটি জানি এইচডি ভিডিওতে উচ্চমানের ঝকঝকে ছবি ও উন্নত শব্দ উপভোগ করা যায়। এইচডি ভিডিও কলে আপনি ফোনের ক্যামেরার সেলফি তোলার মত সুন্দর ভিডিও কল উপভোগ করতে পারবেন। তবে এক্ষেত্রে কলের উভয় প্রান্তে থাকা ব্যক্তির ফোনের ইন্টারনেট স্পিড ভাল হতে হবে। 

ওয়াইফাই দিয়ে মেসেঞ্জারে ভিডিও কল করলে স্বয়ংক্রিয়ভাবেই এইচডি কল ফিচার চালু হয়ে যাবে। তবে মোবাইল ডাটা ব্যবহার করলে ভিডিও কোয়ালিটি নরমাল থাকবে। সেক্ষেত্রে কল সেটিংস থেকে এইচডি সুবিধা চালু করে নেওয়া যাবে।

ভিডিওর গ্রাফিক্সের পাশাপাশি কলের সাউন্ড কোয়ালিটিতেও আসছে উন্নতি। মেসেঞ্জারে এখন অ্যাপের মধ্য থেকেই নয়েজ রিডাকশন হবে। অর্থাৎ আপনি কলে কথা বলার সময় আশেপাশের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত শব্দ এখন মেসেঞ্জার নিজেই কল থেকে মুছে দেবে যার ফলে কলের অপর প্রান্তে থাকা ব্যক্তি আপনার কথা আরও ভালভাবে শুনতে পারবেন। 

ভিডিও কলে নিজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে এআই দ্বারা তৈরি কাস্টম ব্যাকগ্রাউন্ড ব্যবহারের সুবিধাও চালু করেছে মেসেঞ্জার। এতে আপনি অনেকটা জুম কলের মতই ভার্চুয়াল ব্যকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন।

মেসেঞ্জার

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

এবার জানা যাক ভয়েস মেইল ও ভিডিও মেসেজ সম্পর্কে। আপনি কাউকে ফেসবুক মেসেঞ্জারে কল করলে তিনি যদি কলটি রিসিভ করতে না পারেন সেক্ষেত্রে মেসেঞ্জারের কল স্ক্রিনেই আপনাকে নতুন একটি অপশন দেখানো হবে। সেখান থেকে আপনি চাইলে তখনই একটি ভয়েস মেসেজ কিংবা ভিডিও মেসেজ রেকর্ড করে উক্ত ব্যক্তিকে পাঠাতে পারবেন। এটা অনেকটা মোবাইল নম্বরে কল করলে যেভাবে ভয়েস মেইল পাঠানো যায় সেভাবে কাজে লাগবে।

👉 ফেসবুক মেসেঞ্জারে গিফট মেসেজ পাঠানোর উপায়

আশা করি খুব দ্রুতই সকল মেসেঞ্জার ব্যবহারকারীর কাছে নতুন ফিচারগুলো পৌঁছে যাবে। আপনার ফোনে এই সুবিধাগুলো এসেছে কিনা তা জানতে মেসেঞ্জার আপডেট করে কল ফিচারটি ব্যবহার করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,551 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *