মোবাইল ডাটা প্যাকের দাম কমলো

how to check app data usage

কিছুদিন আগে ১ দিন, ৩ দিন ও ১৫ দিন মেয়াদের ইন্টারনেট প্যাক বাতিলের পর মোবাইল অপারেটরগুলো ইন্টারনেট এর দাম বাড়িয়ে দেয়, প্রাইভেট অপারেটরগুলোর পাশাপাশি রাষ্ট্রয়াত্ত অপারেটর টেলিটক পর্যন্ত তাদের ইন্টারনেট প্যাক এর দাম বাড়িয়ে দেয়। তবে এর পর আবার সবার আগে ইন্টারনেট প্যাক এর দাম কমায় টেলিটক।

এবার গ্রামীণফোন, বাংলালিংক ও রবি, অর্থাৎ প্রাইভেট মোবাইল অপারেটগুলো তাদের ৭ দিন মেয়াদের ১ জিবি ইন্টারনেট প্যাকগুলোর মেয়াদ কমিয়ে আগের ৩ দিন মেয়াদের ১ জিবি ইন্টারনেট প্যাক এর দাম এর সমান করেছে।

নতুন এডজাস্টমেন্ট করার পর রবি ও গ্রামীণফোন তাদের ৭ দিন মেয়াদী ১ জিবি ইন্টারনেট এর দাম ৪৮ টাকা রেখেছে।

অন্যদিকে বাংলালিংক আগে যেখানে ১.৫ জিবি ডাটা অফার করতো সেখানে ২ জিবি ইন্টারনেট অফার করছে ৭ দিন মেয়াদের, যার দাম ৬৯ টাকা। এয়ারটেল পূর্বে ৬৮ টাকায় ১.৫ জিবি ইন্টারনেট বিক্রি করতো যা বাড়িয়ে ২ জিবি করা হয়েছে। রবি, এয়ারটেল ও বাংলালিংক তাদের ইন্টারনেট প্যাকগুলোর দাম কমিয়ে আনার ব্যাপারটি শুক্রবারেই জানা গেছে। পূর্ববর্তী ডাটা প্যাক নিয়ম অনুসরণ করতে গিয়ে ডাটা প্যাক এর দাম বাড়ানোর মাত্র ২৫ দিনের মাথায় এসেছে নতুন এই সিদ্ধান্ত।

সাম্প্রতিক নির্দেশনা অনুসারে ইতিমধ্যে টেলিটক সবার আগে তাদের ইন্টারনেট প্যাক এর দাম কমিয়ে এনেছে। পরবর্তীতে অন্যান্য অপারেটগুলোও তাদের ইন্টারনেট প্যাকেজ এর দাম ঠিকঠাক করার কাজ চালিয়ে যাচ্ছে। গ্রামীণফোন এমবি অফার দেখে নিতে পারেন আমাদের পোস্ট থেকে। এই বিষয়ে আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। 👉 টেলিটক ইন্টারনেট অফার এর নতুন দাম ও কোড জেনে নিন আমাদের আরেকটি পোস্টে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *