জিপিতে উপায় একাউন্ট খুলুন ১ মিনিটে, সাথে বোনাস নেয়ার সুযোগ

উপায় এর সাথে কমবেশি সবাই পরিচিত আছেন। বাংলাটেক ব্লগে ইতিমধ্যে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত টিউটোরিয়াল রয়েছে। উপায় একাউন্ট খোলার বিষয়টি আরো সহজ করতে এবার এবার গ্রামীণফোন গ্রাহকদের জন্য চলে এলো *268# ডায়াল করে উপায় একাউন্ট খোলার সুবিধা। অর্থাৎ গ্রামীণফোন সিম ব্যবহারকারীগণ *268# ডায়াল করে সহজেই উপায় একাউন্ট খুলতে পারবেন। এই পোস্টে গ্রামীণফোন সিম থেকে *268# ডায়াল করে উপায় একাউন্ট খোলার সহজ নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

*268# ডায়াল করে উপায় একাউন্ট খোলার নিয়ম

গ্রামীণফোন গ্রাহকগণ বেশ সহজে *268# ডায়াল করে উপায় একাউন্ট খুলতে পারবেন। উল্লেখ্য যে *268# ডায়াল করে বর্তমানে শুধুমাত্র জিপি গ্রাহকগণ একাউন্ট খুলতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক *268# ডায়াল করে গ্রামীণফোন সিম থেকে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে।

  • গ্রামীণফোন নাম্বার থেকে *268# নাম্বারে ডায়াল করুন
  • এবার “I am allowing GP to share my NID number & DOB to upay, to open upay account” মেসেজ দেখতে পাবেন
  • ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হলে “অভিনন্দন! উপায়-এ আপনার এনআইডি ভেরিফিকেশন সফল হয়েছে।পৃথক এসএমএস-এ টেম্পোরারি পিন পাঠানো হবে। পিন সেট করতে ডাউনলোড: onelink.to/zmwncb অথবা ডায়াল *২৬৮#” লেখা মেসেজ দেখতে পাবেন
  • এবার *268# ডায়াল করে এসএমএস এ প্রাপ্ত টেম্পরারি কোড প্রদান করে নতুন পিন সেট করুন

এভাবে উপায় একাউন্ট বেশ সহজে খোলা তো হয়ে যাবে, তবে উপায় এর সম্পূর্ণ ফিচারগুলো ব্যবহার করা যাবেনা। উল্লেখিত উপায় অনুসরণ করে এতটুকু আসলে উপায় ব্যবহার করতে পারবেন, তবে একাউন্টের ফিচারগুলোর অ্যাকসেস লিমিটেড থাকবে। প্রথমত সর্বোচ্চ ক্যাশ আউট করা যাবে ৫০০টাকা পর্যন্ত, ক্যাশ আউট বা সেন্ড মানি সম্ভব হবেনা, সর্বোচ্চ ৫০০টাকা টপ আপ করা যাবে, মার্চেন্ট পেমেন্ট ও পে বিল করা যাবেনা।

উপায় একাউন্টের সম্পূর্ণ ফিচার ব্যবহার করতে চাইলে অবশ্যই ফুল প্রোফাইল সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ উপায় সম্পূর্ণ অ্যাকসেস পেতে চাইলে উপায় অ্যাপ ব্যবহার করে বা উপায় এজেন্টের কাছে গিয়ে আপনার ফটো আপলোড করতে হবে। ফটো ভ্যালিডেশন সফলভাবে সম্পন্ন করার পর পেয়ে যাবেন আকর্ষণীয় ক্যাশ রিওয়ার্ড, যথাঃ

  • *268# ডায়াল করে রেজিস্ট্রেশন ও সফলভাবে ফটো ভেরিফিকেশন সম্পন্ন করলে ২০টাকা বোনাস পাবেন
  • ফটো ভেরিফিকেশনের ৩০দিনের মধ্যে কমপক্ষে ৫০টাকা ক্যাশ ইন / এড মানি করলে ১০টাকা বোনাস
  • ফটো ভেরিফিকেশনের ৩০দিনের মধ্যে নিজের নাম্বারে কমপক্ষে ৩০টাকা রিচার্জ করলে ১০টাকা বোনাস
  • ফটো ভেরিফিকশনের ৩০দিনের মধ্যে যেকোনো এমাউন্টের বিল পেমেন্ট করলে ৫০টাকা বোনাস

অর্থাৎ একজন ব্যক্তি উপায় একাউন্ট খুলে সর্বোচ্চ ৫০টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। এভাবে বেশ সহজে গ্রামীণফোন সিম থেকে উপায় একাউন্ট খুলতে পারবেন। এবার চলুন জেনে নেওয়া যাক উপায় এর এই ফিচার সম্পর্কে কিছু শর্ত ও নিয়মাবলী সম্পর্কে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

  • প্রোফাইলের তথ্য সফলভাবে পূরণ করলে তবেই উপায় এর সকল সেবা ব্যবহার করা যাবে
  • একাউন্ট খোলার জন্য ক্যাশ রিওয়ার্ড পাবেন সকল নতুন ব্যবহারকারী
  • একজন গ্রাহক উল্লেখিত রিওয়ার্ড শুধুমাত্র একবার পাবেন
  • গ্রাহকগণ ইন্সট্যান্টলি ক্যাশ রিওয়ার্ড পেয়ে যাবেন
  • গ্রাহকগণ “ক্যাশ রিওয়ার্ড” ব্যালেন্স উপায় কাস্টমার অ্যাপের একাউন্ট পেজ থেকে চেক করতে পারবেন
  • প্রাপ্ত রিওয়ার্ড গ্রাহকগণ পে বিল, মার্চেন্ট পেমেন্ট বা মোবাইল রিচার্জে ব্যবহার করতে পারবেন
  • ব্যবহার করা না হলে ক্যাশ রিওয়ার্ড ৩০দিনের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে
  • ক্যাশ রিওয়ার্ড সম্পর্কিত উল্লেখিত শর্ত ও নিয়মাবলী পরিবর্তন বা পরিবর্ধন এর সম্পুর্ন ক্ষমতা রাখে উপায়
  • কোনো কারণে কোনো গ্রাহকের লেনদেন সন্দেহজনক মনে হলে তবে উল্লেখিত ক্যাশ রিওয়ার্ড প্রদান থেকে বিরত থাকবে উপায়
  • যেকোনো ধরনের প্রশ্ন জানাতে পারেন 16268 নাম্বারে ডায়াল করে

👉 বিকাশ নাকি উপায় – কোনটি সেরা?

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,569 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *