আইফোন কোন দেশের জন্য তৈরি তা জানার নিয়ম

পুরো পৃথিবীতে এক বিলিয়নের অধিক আইফোন চালু আছে। সকল আইফোন অ্যাপল এর তরফ থেকে আসলেও এই বিলিয়ন আইফোন সবগুলো কিন্তু একই নয়। এর কারণ হলো বিভিন্ন দেশে অ্যাপল আইফোন বিক্রি করে এবং উক্ত দেশের নিয়ম অনুসরণ করে হার্ডওয়্যার এর দিক দিয়ে ভিন্নতা থাকে একই মডেলের আইফোনে।

বেশিরভাগ আইফোন যদিওবা চাইনিজ ফ্যাক্টরীতে তৈরী, কিন্তু আসলে কোন দেশে ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট আইফোন তৈরী হয়েছে সে তথ্য থেকে অনেক কিছুই জানা যায়। চলুন জেনে নেওয়া যাক কেনো ও কিভাবে কোনো আইফোন কোন দেশের জন্য তৈরী সে সম্পর্কে জানবেন।

আইফোন কোন দেশের জন্য তৈরি তা জানার দরকার কি?

আইফোন কোন দেশে তৈরী সে প্রশ্ন জানতে চাইলে অধিকাংশ সময় উত্তর আসবে চীন। তবে আইফোনটি কোন দেশের জন্য তৈরি সেটা ভিন্ন হতে পারে, এবং এটার ওপর ডিভাইসটির নেটওয়ার্ক এবং কিছু ফিচার পরিবর্তন হতে পারে। এর মাধ্যমে আইফোন এর উক্ত মডেল ডুয়াল সিম সাপোর্ট করে কিনা সে বিষয়েও জানা যায়।

২০১৮ সালে অ্যাপল তাদের প্রথম আইফোন মডেল লঞ্চ করে যাতে ডুয়াল কার্ড স্লট ছিলো। তবে এই ফিচার চীন, হংকং ও ম্যাকাউতে মুক্তি পাওয়া আইফোন এক্সআর ও এক্সস ম্যাক্স মডেলে সীমাবদ্ধ ছিলো। অন্যান্য দেশে পরবর্তীতে মুক্তি পাওয়া আইফোনের ডুয়াল সিম মডেলগুলোতে উভয় ফিজিক্যাল সিম থাকেনা, বরং একটি স্লট ইসিম এর জন্য দেওয়া থাকে। আবার যুক্তরাস্ট্রের আইফোন ১৪ মডেলে শুধুমাত্র ইসিম রয়েছে।

এছাড়া সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রেও কোন দেশে ব্যবহারের জন্য উক্ত ফোন তৈরী সে সম্পর্কে জানা জরুরি। কারণ অনেক ক্ষেত্রে সিম এক্সেস লক করা থাকতে পারে (কন্ট্রাক্টে কেনা ফোন)।

iphone 14

আইফোন কোন দেশে বিক্রির জন্য তৈরী তা জানার নিয়ম

কোনো আইফোন কোন দেশে বিক্রি বা ব্যবহারের জন্য তৈরী তা জানার জন্য নিচে দেওয়া প্রক্রিয়া অনুসরণ করুন:

  • আইফোন এর Settings-এ প্রবেশ করুন
  • General এ ট্যাপ করুন
  • About এ ট্যাপ করুন
  • মডেল নাম্বারের পাশে স্ল্যাশের আগে থাকা প্রথম দুইটি অক্ষর কি দেখে নিন
  • এরপর এই দুইটি অক্ষর বা লেটার এর সাথে নিচে দেওয়া তালিকার কোন দেশটি নিলে তা দেখে জানতে পারবেন উক্ত আইফোন কোন দেশের জন্য তৈরী

অ্যাপল এর কান্ট্রি ম্যানুফ্যাকচারিং কোড নিচে দেওয়া হলো: (সময়ের সাথে কোডগুলো পরিবর্তন করতে পারে অ্যাপল, তাই আপনার ডিভাইসের সাথে এই সিরিয়াল নাও মিলতে পারে)।

কোডযে দেশের জন্য তৈরী
Aকানাডা
ABমিশর, জর্ডান, কাতার, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত
Bআয়ারল্যান্ড, যুক্তরাজ্য
BGবুলগেরিয়া
BRব্রাজিল (ব্রাজিলে এসেম্বল করা)
BTযুক্তরাজ্য
BZব্রাজিল (চীনে এসেম্বল করা)
C, CLকানাডা
CHচীন
CI প্যারাগুয়ে
CMক্রোয়েশিয়া, হাংগেরি
CRক্রোয়েশিয়া
CSচেক রিপাবলিক, স্লোভাকিয়া 
CNস্লোভাকিয়া
CZচেক রিপাবলিক
D, DMজার্মানি
DNঅস্ট্রিয়া, জার্মানি, নেদারল্যান্ডস
Eমেক্সিকো
EEএএস্তোনিয়া
ELএস্তোনিয়া, লাতভিয়া
ERআয়ারল্যান্ড
ETএস্তোনিয়া
Fফ্রান্স
FBফ্রান্স, লুক্সেমবার্গ
FDঅস্ট্রিয়া, সুইজারল্যান্ড, লিকেনস্টাইন
FSফিনল্যান্ড
GBগ্রিস
GHহাংগেরি
GPপর্তুগাল 
GRগ্রিস
HBইসরায়েল
HCহাংগেরি, বুলগেরিয়া
HNভারত
IPইতালি
J, JPজাপান
IPইতালি, পর্তুগাল
IDইন্দোনেশিয়া
Kসুইডেন
KHচীন, দক্ষিণ কোরিয়া
KNডেনমার্ক, নরওয়ে
KSফিনল্যান্ড, সুইডেন
LAবার্বাডোস, ডোমিনিকান রিপাবলিক, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুইডর, এল সাভাডোর, গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়ে, পানামা, পেরু, পুয়ের্তো রিকো
LEআর্জেন্টিনা
LLযুক্তরাষ্ট্র
LPপোল্যান্ড
LTলিথুনিয়া
LVলাতভিয়া
LZচিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে
MGহাংগেরি
MMআলবেনিয়া, ম্যাসেডোনিয়া, মন্টেনিগ্রো
MYমালেশিয়া
NDনেদারল্যান্ডস
NFবেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, পর্তুগাল
PKপোল্যান্ড, ফিনল্যান্ড
PL, PMপোল্যান্ড
POপর্তুগাল
PPফিলিপাইন
PYস্পেন
QBরাশিয়া
QNডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন
QLইতালি, পর্তুগাল, স্পেন
ROরোমানিয়া
RPরাশিয়া
RRমলডোভা, রাশিয়া
RS, RUরাশিয়া 
RMরাশিয়া, কাজাখস্তান
RKকাজাখস্তান
SEসার্বিয়া
SLস্লোভাকিয়া
SOদক্ষিণ আফ্রিকা
SUইউক্রেন
Tইতালি
TAতাইওয়ান
THথাইল্যান্ড
TUতুর্কি
TYইতালি 
VNভিয়েতনাম
Xঅস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
Yস্পেন
ZAসিংগাপুর
ZDঅস্ট্রেলিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ,  মোনাকো, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড
ZGডেনমার্ক
ZOযুক্তরাজ্য
ZPহংকং, ম্যাকাউ
ZGজামাইকা

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

কোন দেশের উদ্দেশ্যে তৈরী হয়েছে তার উপর ভিত্তি করে আইফোনের মডেলে কিছুটা ভিন্নতা থাকে। অনেক দেশের নিজস্ব নিয়মনীতি রয়েছে ফোনে কি ধরনের হার্ডওয়্যার ব্যবহার করা যাবে সে সম্পর্কে, তাই একই মডেলের আইফোন বিভিন্ন দেশে কিছুটা ভিন্ন হার্ডওয়্যার ব্যবহার করতে পারে। এই কারণে আইফোন কোন দেশে বিক্রির জন্য তৈরী হয়েছে তা জানা জরুরি। অ্যাপলের ফোরাম থেকেও তথ্যগুলো জানতে পারবেন। (চার্টের সূত্র)

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,555 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *