গুগলের মর্মস্পর্শী অ্যাড ‘রিইউনিয়ন’- আপনাকে আবেগাপ্লুত করে তুলবেই

google search reunionওয়েব জায়ান্ট গুগল তাদের নতুন একটি ভিডিও অ্যাড প্রকাশ করে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। গুগল ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে ১৩ নভেম্বর পোস্টকৃত এই ভিডিও ক্লিপটি এক দিনের মধ্যেই চার লাখের বেশিবার প্লে করা হয়েছে। এখানে ভিডিওটি এমবেড করে দেয়া হল। আপনার মোবাইল ব্রাউজারে ভিডিও ফ্রেম দেখা না গেলে এই ইউটিউব লিংকে গিয়েও ক্লিপটি দেখতে পারেন।

বিজ্ঞাপনটির কাহিনী গড়ে উঠেছে ১৯৪৭ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান বিভাজনের মধ্য দিয়ে। ঐ “দেশবিভাগের” পর রাতারাতি অনেকেই তাদের বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন। তেমনই দুই বন্ধু হচ্ছেন বলরাম এবং ইউসুফ।

৬ দশক পরে গুগল সার্চের সহায়তায় দিল্লীতে অবস্থানরত মিঃ বলরামের নাতনী লাহোরের মিঃ ইউসুফের সাথে যোগাযোগের উপায় বের করেন ও তার দাদার জন্মদিনে ভারতে এসে চমক উপহার দেয়ার আমন্ত্রণ জানান।

সাড়ে তিন মিনিটের এই অ্যাডটির এই পর্যায়ে দেখা যায়, ইউসুফ সাহেব সত্যি সত্যিই ভারতে এসে তার বাল্যবন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। আমি নিশ্চিত, ভিডিওটি দেখে আপনার মধ্যে পুরনো দিনের স্মৃতি জেগে উঠবে। হয়তো আবেগাপ্লুতও হয়ে পড়বেন।

অ্যাডটি কেমন লাগল তা মন্তব্যের মাধ্যমে অবশ্যই জানাবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *