এক মাস পর ফেসবুক মোবাইল এর আপডেট আসলো উইন্ডোজ ফোনে!

ফেসবুক তাদের উইন্ডোজ ফোন এ্যাপটি গত এক মাস আগে আপডেট করেছিল, কিন্তু এন্ড্রওয়েড ও আইওএসে এই এক মাসের মধ্যে কমপক্ষে ৩ বার এ্যাপটি আপডেট হয়েছে! বিস্ময়জনক হলেও এটাই সত্যি।উইন্ডোজ ফোন স্টোরে এ্যাপটির ডেস্ক্রিপশনে  (description) আপডেট সম্বন্ধে বলা হয়েছে যে শুধু  মাত্র এ্যাপটির কিছু সমস্যা আর কমেন্ট সিস্টেমের পরিবর্তনের কথা।

উইন্ডোজর ফোন অপারেটিং সিস্টেমটি নতুন না হলেও এর গ্রাহকও খুব বেশি না। ওইএমগুলোও এটা নিয়ে কাজ করতে তুলনামূলক কম আগ্রহী। তারা ফ্রি এন্ড্রয়েডই বেশি পছন্দ করে।

কিছুদিন আগে প্রথম আলোতে প্রকাশিত এক রিপোর্টে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল যে, বিক্রি হওয়া দশটি উইন্ডোজ ফোনের একটি নকিয়ার। এই তথ্যটি প্রকাশ হওয়ার প্রায় ১ মাস আগে Windows Station সহ আরো অনেক মোবাইল ফোন ভিত্তিক ওয়েবসাইট গুলো বলেছিল যে, প্রতি বছরে ২৭৫% করে বিক্রি বাড়ছে! বিস্তারিত পড়ুন এখানে! (ইংরেজীতে)

আপনি যদি উইন্ডোজ ফোন চালান এবং এ্যাপটি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে পারেন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *