এন্ড্রয়েড ফোন ফ্যাক্টরি রিসেট করার নিয়ম

অ্যান্ড্রয়েড ফোন বিক্রির আগে ফোন ফ্যাক্টরি রিসেট করা একান্ত জরুরি। আবার ফোন ঠিকমত কাজ না করলে কিংবা স্লো হয়ে গেলে সে ক্ষেত্রেও ফ্যাক্টরি রিসেট বেশ উপকারে আসতে পারে। ফ্যাক্টরি রিসেট করলে ফোনের সফটওয়্যার একদম নতুন অবস্থায় ফিরে যায়।

চলুন জেনে নেওয়া যাক যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে ফ্যাক্টরি রিসেট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত। এই পোস্টে জানতে পারবেনঃ

  • ফোন রিসেট করার আগে করণীয়
  • স্টক অ্যান্ড্রয়েড ফোন রিসেট করার নিয়ম
  • স্যামসাং ফোন রিসেট করার নিয়ম
  • কিভাবে শাওমি ফোন রিসেট করতে হয়
  • রিয়েলমি ফোন রিসেট করার নিয়ম
  • রিকভারি ব্যবহার করে ফোন রিসেট করার নিয়ম

ফোন রিসেট করার আগে

অ্যান্ড্রয়েড ফোন ফ্যাক্টরি রিসেট করার আগে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া একান্ত জরুরি। এগুলোকে অনেকটা সাবধানতা হিসেবে ধরে নিতে পারেন।

গুগল একাউন্ট সম্পর্কে জানুন

আপনার ফোনে লগিন থাকা গুগল একাউন্টের ইউজারনেম/ইমেইল ও পাসওয়ার্ড সম্পর্কে আগে থেকে জেনে নিন। ফোন রিসেট এর পর এই তথ্য জানতে চাওয়া হয়। তখন পূর্বে লগিন থাকা অ্যাকাউন্টে লগিন করতে না পারলে বেশ ঝামেলায় পড়তে হয়।

ফোনের Settings থেকে Accounts/Account & sync এ প্রবেশ করে Google অপশনে আপনার ফোনে লগিন থাকা গুগল একাউন্ট সম্পর্কে জানতে পারবেন। উক্ত একাউন্টের পাসওয়ার্ড জানা না থাকলে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন। এছাড়াও গুগল একাউন্টের পাসওয়ার্ড রিসেট করার ২৪ঘন্টার মধ্যে ফোন ফ্যাক্টরি রিসেট করা থেকে বিরত থাকুন।

উল্লেখ্য যে ফোন রিসেট এর লক্ষ্য যদি হয় অন্য কারো হাতে ফোন তুলে দেওয়া, সেক্ষেত্রে অবশ্যই আগে ফোনে থাকা গুগল একাউন্টসহ অন্যসব একাউন্ট রিমুভ করতে ভুলবেন না।

ডাটা ব্যাকাপ নিয়ে রাখুন

ফ্যাক্টরি রিসেট করলে ফোনে থাকা সকল ডাটা ডিলিট হয়ে যায়। তবে গুগল একাউন্টে এসব ডাটা ব্যাকাপ নিয়ে রাখলে সেক্ষেত্রে আপনার ফোনে থাকা অ্যাপ ও কন্টাক্টস ব্যাকাপ হয়ে থাকে। তাই ফ্যাক্টরি রিসেট এর আগে প্রয়োজনে গুগল একাউন্টে ব্যাকাপ নিয়ে রাখুন।

ফোন মেমোরিতে থাকা ছবি, ভিডিও বা অন্যান্য দরকারি ডকুমেন্ট/ফাইল পিসিতে বা ক্লাউড স্টোরেজে ব্যাকআপ রেখে দিন। গুগল ফটোস এ ছবি ও ভিডিও আপলোড করে রাখতে পারেন। আর গুগল ড্রাইভ এ অন্যান্য ফাইল ও ডকুমেন্ট ব্যাকআপ রাখতে পারেন। এছাড়া আপনার কম্পিউটারে তো রাখতেই পারবেন!

যথেষ্ট পরিমাণ চার্জ করুন

মোবাইল ফ্যাক্টরি রিসেট করতে বেশ কিছুটা সময় লাগে। তাই অ্যান্ড্রয়েড ফোন রিসেট করার আগে অবশ্যই ফোনে কমপক্ষে ৭০% চার্জ আছে কিনা তা নিশ্চিত করুন। ওয়াইফাই কিংবা মোবাইল নেটওয়ার্ক এর উপস্থিতি নিশ্চিত করুন। ফোন রিসেটের পর পূর্বের গুগল একাউন্টে লগিন করতে হতে পারে।

অ্যান্ড্রয়েড ফোন রিসেট করার নিয়ম

বেশিরভাগ স্টক অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন, যেমনঃ গুগল পিক্সেল, মটোরোলা বা নকিয়া ফোন ফ্যাক্টরি রিসেট করার নিয়ম প্রায় একই ধরনের। এসব ফোন ফ্যাক্টরি রিসেট করতেঃ

  • Settings অ্যাপে প্রবেশ করুন
  • System এ ট্যাপ করুন
  • Reset সিলেক্ট করুন
  • Erase All Data (factory Reset) সিলেক্ট করুন
  • Erase All Data তে ট্যাপ করুন 
  • ফোনের পিন জিজ্ঞেস করা হলে তা প্রদান করুন
  • এরপর Erase All Data / Delete all data তে ট্যাপ করে ফ্যাক্টরি রিসেট সম্পন্ন করুন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

স্যামসাং ফোন রিসেট করার নিয়ম

অ্যান্ড্রয়েড ভার্সন ৫.০ বা তার নিচে থাকা স্যামসাং ফোনগুলো রিসেট করতেঃ

  • Settings অ্যাপে প্রবেশ করুন
  • General সেকশনে ট্যাপ করে Backup & Reset সিলেক্ট করুন
  • Factory data reset এ ট্যাপ করুন
  • Reset Device এ ট্যাপ করুন
  • Delete All ট্যাপ করুন

ওয়ান ইউআই (OneUI) চালিত স্যামসাং স্মার্টফোনগুলো ফ্যাক্টরি রিসেট করতেঃ

  • সেটিংস অ্যাপে প্রবেশ করুন
  • General Management এ ট্যাপ করুন
  • Reset সিলেক্ট করুন
  • এরপর Reset Settings, Reset Network ও Factory data reset নামে তিনটি অপশন দেখতে পাবেন
  • ফ্যাক্টরি রিসেট করতে Factory data reset সিলেক্ট করুন
  • এরপর Reset এ ট্যাপ করুন
  • ফোন রিসেট এর আগে স্যামসাং একাউন্টে লগিন করতে বলা হতে পারে। তাই রিসেট এর আগে অবশ্যই স্যামসাং একাউন্টের পাসওয়ার্ড জেনে নিন। আর স্যামসাং একাউন্টের পাসওয়ার্ড জানা না থাকলে পাসওয়ার্ড রিসেট করে নিন

👉 স্যামসাং মোবাইল ফোনের দাম জানুন

👉 অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ লক করার নিয়ম

শাওমি ফোন রিসেট করার নিয়ম

শাওমি ব্র‍্যান্ডের সকল ফোন মিইউআই দ্বারা চালিত (এন্ড্রয়েড ওয়ান বাদে)। তাই শাওমি, রেডমি, মি ও পোকো ব্র‍্যান্ডের ফোনসমূহ রিসেট করার নিয়ম প্রায়ই একই ধরনের। শাওমি ফোন রিসেট করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  •  About / About Phone এ প্রবেশ করুন
  • Factory Reset (বা Backup & reset) সিলেক্ট করুন
  • Reset all data সিলেক্ট করুন
  • Factory Reset এ ট্যাপ করুন
  • এরপর পরবর্তী নির্দেশনা অনুসরণ করে শাওমি ফোন রিসেট করুন।

আগের মডেলের শাওমি ফোনগুলোতে রিসেট করার নিয়ম কিছুটা ভিন্ন হতে পারে। এসব ফোন রিসেট করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • General Settings সিলেক্ট করুন
  • Backup & reset এ ট্যাপ করুন
  • Factory data reset এ ট্যাপ করুন
  • Reset phone এ ট্যাপ করে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে রিসেট এর প্রক্রিয়া সম্পন্ন করুন।

👉 শাওমি রেডমি ফোনের দাম জেনে নিন

রিয়েলমি ফোন রিসেট করার নিয়ম

রিয়েলমি ফোন রিসেট করার নিয়ম কিছুটা ভিন্ন। রিয়েলমি ফোন রিসেট করতেঃ

  • ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন
  • নিচের দিকে স্ক্রল করে Additional Settings এ প্রবেশ করুন
  • Backup & reset menu সিলেক্ট করুন
  • এরপর Erase all data তে ট্যাপ করে স্ক্রিনে প্রদর্শিত নিয়মে ফ্যাক্টরি রিসেট করুন

👉 রিয়েলমি ফোনের দাম জানুন

রিয়েলমি ১০

রিকভারি ব্যবহার করে এন্ড্রয়েড ফোন রিসেট

ধরুন আপনার ফোন মোটেই কাজ করছে না। এই অবস্থায় ফোনের সেটিংসে প্রবেশ করে ফোন রিসেট করা সম্ভব নয়। এই অবস্থায় সিস্টেম রিকভারি ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোন রিসেট করার সম্ভব। রিকভারি ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোন রিসেট করতেঃ

  • ফোন বন্ধ করুন
  • এরপর Volume Down Button + Power Button একসাথে প্রেস করে ধরে রাখুন ফোন চালু না হওয়ার পর্যন্ত
  • শাওমি ও স্যামসাং ফোনে রিকভারি মোডে প্রবেশ করতে Volume Up Button + Power Button ব্যবহার করুন
  • এরপর wipe data / factory reset সিলেক্ট করে ফোন রিসেট সম্পন্ন করুন

উল্লেখ্য যে রিকভারি মোডে ফোনের টাচস্ক্রিন কাজ করেনা। বরং ভলিউম আপ/ডাউন কি ব্যবহার করে আপনাকে ন্যাভিগেট করতে হবে ও পাওয়ার বাটন ব্যবহার করে অপশন সিলেক্ট করতে হবে।

👉 এন্ড্রয়েড ফোন ব্যাকআপ নেয়ার উপায়

👉 অ্যান্ড্রয়েড ডেভলপার অপশনে লুকানো ফিচারগুলো জেনে নিন

রিকভারি মোডে প্রদর্শিত অপশনগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাকঃ

  • Wipe Data / factory reset: এই অপশনটি ব্যবহার করে ফোনে থাকা সকল অ্যাপ, ডাটা ও ফাইল মুছে ফেলা যাবে
  • Reboot to bootloader: এটি ব্যবহার করে বুটলোডার মেন্যুতে প্রবেশ করা যায়
  • Reboot / Reboot to System: এই অপশন ব্যবহার করে সাধারণভাবে ফোন চালু করা যায়
  • Power Off : এই অপশন ব্যবহার করে ফোন বন্ধ করা যায়।

আপনি কখনো অ্যান্ড্রয়েড ফোন রিসেট করেছেন কি? আপনার অভিজ্ঞতা আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,571 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *