টেকনো মোবাইলের দাম ২০২৪

সুলভ মূল্যে দারুণ স্পেসিফিকেশন অফার করে টেকনো স্মার্টফোন সমানে সমানে প্রতিযোগিতা করছে শাওমি ও রিয়েলমি ফোনগুলোর সাথে। আমাদের দেশে টেকনো মোবাইলের দাম বাজেট রেঞ্জের মধ্যে হওয়ায় এগুলো দিন দিন ভাল জনপ্রিয়তা অর্জন করছে। ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন রেঞ্জ হওয়ায় টেকনো মোবাইল ব্র্যান্ড বাংলাদেশের বাজারের চাহিদা ধরতে পেরেছে।

বাংলাদেশে পাওয়া যাচ্ছে টেকনোর স্পার্ক সিরিজ ও ক্যামেরা ফোকাসড ক্যামন সিরিজের ফোনগুলো। বাজারের সাথে তাল মেলাতে টেকনো বিভিন্ন ইনফ্লুয়েন্সার দিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে এসব ডিভাইসের। আর এরই সাথে সাথে দেশের ক্রেতাদের মধ্যে আগ্রহ জাগিয়ে তুলছে ব্র্যান্ডটি। চলুন জেনে নেওয়া যাক দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন সব টেকনো ফোনের দাম।

টেকনো ক্যামন ২০ – Tecno Camon 20

টেকনোর ক্যামন সিরিজ সবসময়ই বিখ্যাত তাদের অসাধারন ক্যামেরার জন্য। মধ্যম বাজেটেই সুন্দর ক্যামেরার সাথে প্রিমিয়াম ডিজাইন আর ভালো পারফর্মেন্সের কারণে ক্রেতাদের কাছে এই সিরিজটি অত্যন্ত জনপ্রিয়। ক্যামন ২০ ফোনটিও তার ব্যতিক্রম নয়।

ফোনের সামনে পাচ্ছেন ৬.৬৭ ইঞ্চির একটি অ্যামোলেড আধুনিক ডিসপ্লে। তবে থাকছে না হাই রিফ্রেশ রেটের সুবিধা। অ্যামোলেড হবার কারণে কনটেন্ট ওয়াচিংয়ে পাওয়া যাবে অসাধারন অভিজ্ঞতা। সেই সাথে পারফর্মেন্সের দিকেও নজর রাখা হয়েছে। দেয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৮৫ চিপ। চিপটি একটি মধ্যম বাজেটের শক্তিশালী চিপ। টুকিটাকি গেম খেলা থেকে শুরু করে দৈনন্দিন পারফর্মেন্সে ভালো অভিজ্ঞতা দেবে উক্ত চিপ। কোনরকম ল্যাগের দেখা পাবেন না। সেই সাথে ৮ জিবি র‍্যাম থাকায় মাল্টি টাস্কিংও করা যাবে খুব সহজেই। সফটওয়্যারের মাধ্যমে এই র‍্যাম আরও ৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

ফোনের মূল আকর্ষণ এর ক্যামেরা সেকশন। পিছনে থাকছে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরা থেকে দিনে বা রাতের আলোয় খুবই ভালো ছবি তোলা যায়। সেই সাথে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকায় পোট্রেইট ছবি তোলার ক্ষেত্রেও এর ক্যামেরাটি সেরা এই বাজেটে। সামনে পাবেন ৩২ মেগাপিক্সেলের একটি শার্প ও উন্নত সেলফি ক্যামেরা। 

ফোনের অন্যান্য ভালো ফিচারের মধ্যে আছে ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জের সুবিধা। স্টেরিও স্পিকার, সুন্দর আউটলুক এই ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

Tecno Camon 20

টেকনো ক্যামন ২০ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬৭ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • র‍্যামঃ ৮ জিবি 
  • স্টোরেজঃ ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা ( ৬৪ + ২ + ভিজিএ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

টেকনো ক্যামন ২০ এর দামঃ

  • ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজঃ ১৯,৯৯০ টাকা

টেকনো ক্যামন ২০ প্রো – Tecno Camon 20 Pro

Tecno Camon 20 Pro

এ বছর ক্যামন সিরিজের সবথেকে ফিচারযুক্ত ফোন এটি। বাজেটের মধ্যে সেরা ফটোগ্রাফি ফোন চাইলে এই ফোনটিকে রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। তবে এটি পারফর্মেন্স বা ব্যাটারি ব্যাকাপের দিক থেকেও পিছিয়ে নেই। 

ফোনের সামনে পাচ্ছেন ক্যামন ২০ মডেলের মতই ৬.৬৭ ইঞ্চির একটি উন্নত মানের অ্যামোলেড প্যানেল। এখানে ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেটের সুবিধাও রয়েছে। অ্যামোলেড হওয়ায় অলওয়েজ অন ডিসপ্লের মতো ফিচারগুলোও পেয়ে যাবেন। ফলে কনটেন্ট ওয়াচিং বা গেমিংয়ের ক্ষেত্রে এই ডিসপ্লে থেকে অসাধারন অভিজ্ঞতা পাওয়া যাবে। ফোনের পারফর্মেন্স সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৯৯ চিপ। এটি বাজেটের মধ্যে শক্তিশালী একটি চিপ এবং গেমিং কিংবা দৈনন্দিন কাজ খুব সহজেই করা যায়। ফলে স্বাভাবিক ব্যবহারে কোন ল্যাগের দেখা পাবেন না। সেই সঙ্গে ৮ জিবি র‍্যাম রয়েছে যা সফটওয়্যারের সাহায্যে ১৬ জিবি করা সম্ভব। সব মিলিয়ে অসাধারন পারফর্মেন্স পাওয়া যাবে এই ফোন থেকে।

ফোনের মূল আকর্ষণ এর ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেম। পিছনের মূল ক্যামেরা থেকে দিনে কিংবা রাতে অসাধারন সব ছবি পাওয়া যায়। সেই সাথে পোট্রেইট ছবির ক্ষেত্রেও এই ক্যামেরা বেশ এগিয়ে। সামনে পাবেন ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফলে সেলফি বা অন্যান্য যে কোন ছবি তোলার ক্ষেত্রে এই ফোন খুবই ভালো।

এছাড়া ৫০০০ মিলিএম্পের সারাদিন ব্যাকাপ দেয়ার মতো ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় এই ফোনের চার্জ ব্যাকাপ নিয়েও কখনও চিন্তা করতে হবে না। ফোনটি দেখতেও বেশ প্রিমিয়াম এবং সুন্দর। সব মিলিয়ে মধ্যম বাজেটে ভালো লাগার মতো ফোন এটি।

টেকনো ক্যামন ২০ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬৭ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৯
  • র‍্যামঃ ৮ জিবি 
  • স্টোরেজঃ ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা ( ৬৪ + ২ + ভিজিএ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

টেকনো ক্যামন ২০ প্রো এর দামঃ

  • ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজঃ ২৪,৯৯০ টাকা

টেকনো পপ ৭ – Tecno Pop 7

Tecno Pop 7

স্বল্প বাজেটে যারা ভালো ফিচার, বড় ব্যাটারি ও সুন্দর দেখতে ফোন খুঁজছেন তাদের জন্য সেরা পছন্দ হতে পারে এই ফোনটি। খুবই অল্প দামের মধ্যে ফোনটির আউটলুক এবং ফিচার আপনাকে মুগ্ধ করবে।

ফোনের সামনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি বড় এলসিডি উজ্জ্বল ডিসপ্লে। এটি বেশ ভালো মানের একটি ডিসপ্লে এবং কনটেন্ট ওয়াচিং করা যায় বেশ ভালোভাবেই। ফোনের পারফর্মেন্স দিতে ব্যবহার করা হয়েছে একটি অক্টা কোর প্রসেসর। কিন্তু ঠিক কোন প্রসেসরটি দেয়া হয়েছে সেটা জানায়নি টেকনো। তবে অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন থাকায় ফোনের পারফর্মেন্স বেশ ফাস্ট ও স্মুথ। সেই সাথে আছে ২ জিবি র‍্যাম, সফটওয়্যারের মাধ্যমে আরও ৪ জিবি র‍্যাম যুক্ত করা যায়। ফলে সব মিলিয়ে খুব সাবলীলভাবেই দৈনন্দিন কাজ করা যায়।

ফোনের ক্যামেরা সেকশনে আছে ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরা দিয়ে চলনসই ছবি তুলে ফেলতে পারবেন। সামনের ৫ মেগাপিক্সেল ক্যামেরাটি দিয়ে সেলফি তোলা যায়। এছাড়া ফোনের অন্যতম আকর্ষণীয় ব্যাপার এর ব্যাটারি। ৫০০০ মিলিএম্পের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই কম শক্তিশালী ফোনেও। ফলে অনায়াসেই দুই দিনের মতো ব্যাটারি ব্যাকাপ পাওয়া যাবে এখানে। তবে ফাস্ট চার্জিংয়ের কোন সুবিধা থাকছে না।

ফোনের অন্যান্য ভালো ফিচারের মধ্যে পাচ্ছেন রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এফএম রেডিও, মাইক্রোএসডি কার্ডের সুবিধা ইত্যাদি।

টেকনো পপ ৭ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ অক্টা কোর
  • র‍্যামঃ ২ জিবি 
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা ( ৮ + ০.০৮ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

টেকনো পপ ৭ এর দামঃ

  • ২ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজঃ ৯,৬৯০ টাকা

টেকনো স্পার্ক ১০সি – Tecno Spark 10C

Tecno Spark 10C

স্টাইলিশ ও ফিচার সমৃদ্ধ একটি বাজেট ফোন টেকনোর স্পার্ক ১০সি ফোনটি। ফোনটির আউটলুক বেশ সুন্দর এবং প্রিমিয়াম। সেই সাথে এতে পাওয়া যাবে এমন কিছু ফিচার যা সাধারনত এই দামের ফোনে দেখা যায় না।

৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেয়া হয়েছে এই ফোনটিতেও। তবে এটি একটি হাই রিফ্রেশ রেট প্যানেল এবং ৯০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে ফোনে সকল কাজ খুব স্মুথ মনে হয়ে। সেই সাথে পারফর্মেন্স দিতে এখানেও অজানা একটি অক্টা কোরের প্রসেসর ব্যবহার করেছে টেকনো। তবে এটি বেশ শক্তিশালী প্রসেসর এবং দৈনন্দিন কাজে তেমন ল্যাগের দেখা পাওয়া যায় না। সব মিলিয়ে একে অল্প বাজেটের মধ্যে ভালো পারফর্মেন্সের ফোন বলা যায়। ৪ জিবি ও ৮ জিবি দুটি র‍্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায় এই ফোনটি। ফলে মাল্টি টাস্কিং করার ক্ষেত্রেও বেশ ভালো কাজ করে এই ফোন।

ফোনের অন্যতম ভালো দিক এতে থাকা ১৬ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। বাজেট অনুযায়ী এই ১৬ মেগাপিক্সেলের মূল ক্যামেরা থেকে বেশ ভালো ছবি তোলা যায় দিনের আলোতে। সামনের ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটিও চলনসই। অর্থাৎ টুকটাক ছবি তুলতে চাইলে এই ফোনটি বেশ ভালো।

ফোনে আছে ৫০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি। ফলে অনায়াসে এক দিনেরও বেশি ব্যাকাপ পাওয়া যায় এই ফোন থেকে। সেই সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ফোনটি দ্রুত রিচার্জ হয়ে যায়। এছাড়া নিরাপত্তার জন্নি সাইড মাউন্টেড একটি ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যাবে এখানে।

টেকনো স্পার্ক ১০সি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ অক্টা কোর
  • র‍্যামঃ ৪/৮ জিবি 
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা ( ১৬ + ০.০৮ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

টেকনো স্পার্ক ১০সি এর দামঃ

  • ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ১২,৯৯০ টাকা
  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ১৪,৪৯০ টাকা

টেকনো স্পার্ক ১০ প্রো – Tecno Spark 10 Pro

টেকনো স্পার্ক ১০ প্রো – Tecno Spark 10 Pro

২০২৩ সালের নতুন এই মিড বাজেট ফোনটি বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মূলত ভালো গেমিং প্রসেসর ও ক্যামেরা পারফর্মেন্স এই ফোনের সবথেকে আকর্ষণীয় দিক। ফোনকে শক্তিশালী পারফর্মেন্স দিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৮৮ গেমিং প্রসেসর। এই প্রসেসরে টুকটাক গেমিংয়ের সঙ্গে বেশ ভালো দৈনন্দিন কাজ চালানো যায়। ফোনের সামনে রয়েছে ৬.৮ ইঞ্চির বড় ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। ফোনটির অন্যতম সেরা দিক এর ক্যামেরা। পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মূল লেন্স ৫০ মেগাপিক্সেলের ছবি তুলতে পারে।

দিনের আলোতে অসাধারন সব ছবি তোলা সম্ভব এই ফোন থেকে। সামনের ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের হওয়ায় সেলফি ক্যামেরা হিসেবেও এই ফোনটি জনপ্রিয়। যারা প্রচুর সেলফি ও ছবি তুলতে পছন্দ করেন তাদের কাছে এই ফোনটি বেশ আকর্ষণীয়। এছাড়া ১৮ ওয়াট ফাস্ট চার্জ সুবিধা সহ ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি এই ফোনকে ব্যাকাপ দিতে পারে দীর্ঘক্ষণ।

টেকনো স্পার্ক ১০ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৮
  • র‍্যামঃ ৪/৮ জিবি 
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

টেকনো স্পার্ক ১০ প্রো এর দামঃ 

  • ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ১৫,৬৯০ টাকা
  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ১৭,৯৯০ টাকা

টেকনো স্পার্ক গো ২০২৩ – Tecno Spark Go 2023

টেকনো স্পার্ক গো ২০২৩ – Tecno Spark Go 2023

২০২৩ সালে বাজারে আসা নতুন এই কম বাজেটের ফোনটি মূলত কম দামেই বেশি র‍্যাম, বড় ব্যাটারি ও স্ক্রিনের সুবিধা দিচ্ছে। সেই সাথে আছে ভালো কিছু বিশেষ ফিচার। ৬.৬ ইঞ্চির বড় একটি এলসিডি ডিসপ্লে আছে ফোনটিতে। কন্টেন্ট ওয়াচিং করতে চাইলে ফোনটি বেশ ভালো অভিজ্ঞতা দিতে পারে। ফোনের পারফর্মেন্স দিতে আছে মিডিয়াটেকের হেলিও এ২২ চিপ। এটি খুব বেশি শক্তিশালী চিপ না হলেও দৈনন্দিন স্বাভাবিক কাজগুলো করে ফেলতে পারবেন সহজেই।

তবে এই সল্প বাজেটেই ফোনে দেয়া রয়েছে ৪ জিবি র‍্যাম যা সফটওয়্যারের মাধ্যমে আরও ৩ জিবি বাড়ানো সম্ভব। ফলে মাল্টিটাস্ক করতে ফোনটি বেশ ভালো। সেই সঙ্গে ফোনকে পাওয়ার দিচ্ছে ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি। ফোনের একটি ভালো ব্যাপার এখানে চার্জিং পোর্ট হিসেবে দেয়া রয়েছে টাইপ সি পোর্ট যা এই বাজেটে সচরাচর পাওয়া যায় না। পিছনে দুটি ক্যামেরা আছে যার মূল লেন্স ১৩ মেগাপিক্সেলের। কম দামে ভালো ও সুন্দর একটি ফোন এটি।

টেকনো স্পার্ক গো ২০২৩ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২২
  • র‍্যামঃ ৪ জিবি 
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

টেকনো স্পার্ক গো ২০২৩ এর দামঃ ১০,৯৯০ টাকা

টেকনো পপ ৬ প্রো – Tecno Pop 6 Pro

টেকনো পপ ৬ প্রো – Tecno Pop 6 Pro

সুন্দর ডিজাইন এবং ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি নিয়ে টেকনো পপ ৬ প্রো বাজেটের মধ্যে যে কারোই নজর কাড়বে। সাথে এর এআই ডুয়াল ক্যামেরা এবং সিকিউরিটির জন্য থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ফোনকে ১০ হাজার টাকা বা এর আশেপাশে অন্যতম সেরা করে তুলেছে।

টেকনো পপ ৬ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫৬ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২২
  • র‍্যামঃ ২জিবি 
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

টেকনো পপ ৬ প্রো এর দামঃ ৯,৪৯০টাকা

টেকনো স্পার্ক ৯টি – Tecno Spark 9T

টেকনো স্পার্ক ৯টি - Tecno Spark 9T

যারা সেলফি তুলতে ভালোবাসেন তাদের জন্য সেরা পছন্দ হতে পারে টেকনো স্পার্ক ৯টি। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেয়া হয়েছে এতে। পেছনে আছে ৩টি ক্যামেরা। সাথে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের আধুনিক ডিসপ্লে এবং অক্টাকোর প্রসেসর একে পারফর্মেন্সের দিকেও এগিয়ে রেখেছে। সুন্দর ডিজাইনের এই ফোনটি তাই হতে পারে সেলফি লাভারদের সেরা সঙ্গী।

টেকনো স্পার্ক ৯টি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৭
  • র‍্যামঃ ৪জিবি 
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

টেকনো পপ ৬ প্রো এর দামঃ ১৩,৯৯০টাকা

টেকনো ক্যামন ১৯ নিও – Tecno Camon 19 Neo

টেকনো ক্যামন ১৯ নিও – Tecno Camon 19 Neo

ফটোগ্রাফির দিকে দৃষ্টি দিয়ে এই ফোনের সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে অসাধারন ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অধিক লাইট ক্যাপচার করে পারে বলে এতে রাতের সময় বা স্বল্প আলোতেও সুন্দর ছবি তোলা যায়। এতে ছবি তোলার জন্য আছে প্রফেশনাল মোড। পিছনে ৩টি ক্যামেরা এবং সামনে আছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যারা অনেক ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য নিঃসন্দেহে সেরা একটি ফোন টেকনো ক্যামন ১৯ নিও। পারফরমেন্স এবং অন্যান্য ফিচারের দিক থেকেও এই ফোনটি স্বয়ংসম্পূর্ণ।

টেকনো ক্যামন ১৯ নিও এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

টেকনো ক্যামন ১৯ নিও এর দামঃ ১৬,৯৯০টাকা

টেকনো পোভা নিও ২ – Tecno Pova Neo 2

টেকনো পোভা নিও ২ – Tecno Pova Neo 2

পোভা সিরিজের ফোনগুলো গেমিং এবং ব্যাটারির দিকে ফোকাস করে। টেকনো পোভা নিও ২ এর ৭০০০মিলিএম্প এর ব্যাটারি এবং ডুয়াল গেমিং ইঞ্জিন গেমারদের জন্য অসাধারণ ফিচার। সেই সাথে আছে স্মার্ট চার্জ টেকনোলজি যা ব্যাটারিকে ভালো রাখতে সাহায্য করবে। স্মুথনেস আর পারফর্মেন্সের জন্য আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের আধুনিক ডিসপ্লে এবং হেলিও জি৮৫ প্রসেসর। বড় ডিসপ্লে আর স্টেরিও সাউন্ড এই ফোনকে একটি পারফেক্ট বাজেট গেমিং ডিভাইস হয়ে উঠতে সাহায্য করেছে। ক্যামেরার দিক থেকেও পিছিয়ে নেই ফোনটি। পিছনে ১৬ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ আছে ৩ টি ক্যামেরা।

টেকনো পোভা নিও ২ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৮২ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৭০০০মিলিএম্প

টেকনো পোভা নিও ২ এর দামঃ ১৬,৪৯০টাকা

👉 বর্তমানে বিশ্বের সেরা স্মার্টফোন তালিকা (সবদিক মিলিয়ে)

টেকনো পোভা ৪ – Tecno Pova 4

টেকনো পোভা ৪ – Tecno Pova 4

হেলিও জি৯৯ ৬ ন্যানোমিটার প্রসেসর আর ৮ জিবি র‍্যাম এই ফোনকে পারফরমেন্স আর গেমিং এর দিক থেকে এগিয়ে দিয়েছে। এই ফোনের সেন্সরগুলো গেমিং এর জন্য আলাদা করে ডিজাইন করা হয়েছে। তাই এই ফোনের গেমিং অভিজ্ঞতা হবে একেবারেই অন্যরকম। ৬০০০মিলিএম্প এর ব্যাটারি এবং ৯০হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এই অভিজ্ঞতাকে করবে আরও সুন্দর। এই ফোনের অন্যতম ফিচার এর হিট ডিসাপেসন টেকনোলজি। গেম খেলতে খেলতে সহজেই গরম হবে না, তাই গেমিং এ ফ্রেম ড্রপ হবে খুব কম। ক্যামেরা সেকশনে পিছনে আছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ ২ টি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। গেমার হয়ে থাকলে এই ফোন হতে পারে আপনার জন্য সেরা চয়েস।

টেকনো পোভা ৪ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৮২ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৯
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

টেকনো পোভা ৪ এর দামঃ ২১,৯৯০টাকা

টেকনো পোভা ৪ প্রো – Tecno Pova 4 Pro

টেকনো পোভা ৪ প্রো – Tecno Pova 4 Pro

টেকনো পোভা ৪ এর মতোই হেলিও জি৯৯ ৬ ন্যানোমিটার প্রসেসর আর ৮ জিবি র‍্যাম রয়েছে এখানেও। তবে এতে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জ এর সুবিধা যা মাত্র ২৪ মিনিটের মধ্যে ৫০% চার্জ করে ফেলতে সক্ষম। এই ফোনের অন্যতম ফিচার এর এমোলেড ৯০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে। এছাড়া ৬০০০মিলিএম্প ব্যাটারি, স্মার্ট হিট ডিসাপেসনসহ গেমিং এর সকল ফিচারগুলো রয়েছে এই ফোনেও। ক্যামেরা সেকশনে আছে টেকনো পোভা ৪ এর মতোই ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ ২ টি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

টেকনো পোভা ৪ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৮২ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৯
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

টেকনো পোভা ৪ প্রো এর দামঃ ২৬,৯৯০টাকা

👉 ৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন

টেকনো স্পার্ক গো ২০২২ – Tecno Spark Go 2022

টেকনো স্পার্ক গো ২০২২ - Tecno Spark Go 2022

টেকনো স্পার্ক গো ২০২২ ফোনটির টেকনোর আরেকটি অসাধারণ বাজেট ফোন। দামে ১০হাজার টাকার কম হলেও ফোনটিতে কোনো ফিচারের কমতি রাখেনি টেকনো। একটি বাজেট ফোনে যে কয়টি ফিচার থাকা প্রয়োজন, তার সবগুলোই টেকনো স্পার্ক গো ২০২২ ফোনটিতে রয়েছে।

টেকনো স্পার্ক গো ২০২২ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২০
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

টেকনো স্পার্ক গো ২০২২ এর দাম – ৯৯৯০টাকা

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

টেকনো স্পার্ক ৮ প্রো – Tecno Spark 8 Pro

টেকনো স্পার্ক ৮ প্রো - টেকনো মোবাইলের দাম

টেকনো স্পার্ক ৮ প্রো ফোনটির আকর্ষণীয় ফিচার হলো ফোনটির ৩৩ওয়াট ফাস্ট চার্জার। দাম বিবেচনায় ফোনটির ক্যামেরা ও প্রসেসর মানানসই বলা চলে। ৬.৮ইঞ্চির এই ফোনটি মূলত তাদের জন্য, যারা ফোনে সকল ফিচার চান, তবে তা আহামরি না হলেও চলবে। 

টেকনো স্পার্ক ৮ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • র‍্যামঃ ৪জিবি / ৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

টেকনো স্পার্ক ৮ প্রো এর দামঃ 

  • ৪জিবি ৬৪জিবি ১৪,৪৯০টাকা
  • ৬জিবি ৬৪জিবি ১৫,৯৯০টাকা

👉 ইনফিনিক্স মোবাইলের দাম

টেকনো স্পার্ক ৮সি – টেকনো মোবাইলের দাম

সস্তায় টেকনো স্পার্ক ৮সি স্মার্টফোন দিচ্ছে দারুণ সুবিধা

চমকে দেওয়ার মত স্পেসিফিকেশন এর ফোন টেকনো স্পার্ক ৮সি পাওয়া যাবে বেশ সুলভ মূল্যে। দামে ১৫হাজার কম হলেও ফোনটিতে রয়েছে ৯০হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে। দুইটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। টেকনো মোবাইল এর দাম এর সাথে পাল্লা দিতে বর্তমানে হিমশিম খেয়ে যাচ্ছে বাজারের অন্য ফোনগুলো।

টেকনো স্পার্ক ৮সি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি  + ৯০ হার্টজ
  • প্রসেসরঃ টাইগার ৬০৬
  • র‍্যামঃ ৩/৪জিবি
  • স্টোরেজঃ ৬৪/১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

টেকনো স্পার্ক ৮সি এর দামঃ 

  • ৩জিবি ৬৪জিবি ১৩৪৯০টাকা
  • ৪জিবি ১২৮জিবি ১৪৯৯০টাকা
টেকনো কোন দেশের কোম্পানি?

টেকনো হলো চীনের শেনঝেন ভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। এর মূল কোম্পানির নাম ট্রানজিশন হোল্ডিংস। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়া টেকনো ব্র‍্যান্ডের ফোনগুলো আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও ল্যাটিন আমেরিকাতে বেশ জনপ্রিয়।

টেকনো মোবাইলগুলোর অপারেটিং সিস্টেম কি?

টেকনো ব্র‍্যান্ডের ফোনগুলোতে এন্ড্রয়েড এর কাস্টম স্কিন, হাই ওএস (HiOS) ব্যবহৃত হয়। হাই ওএস হলো টেকনোর তৈরি কাস্টম এন্ড্রয়েড রম।

👉 স্যামসাং মোবাইল ফোনের দাম জানুন

আপনার নিকট সবচেয়ে প্রিয় টেকনো ফোন মডেল কোনটি? কমেন্টে জানানোর অনুরোধ রইল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *