ফেসবুক যখন প্রথম তাদের “On this day” ফিচার চলু করে তখন এতে আনন্দময় স্মৃতির পাশাপাশি যেসব স্মৃতির কথা মানুষ ভুলে থাকতে চায় (অর্থাৎ বেদনাদায়ক স্মৃতি) তাও দেখাতো যা খুবই বিব্রতকর।
ফেসবুক নিজেও এসব পরিস্থিতি এড়াতে চায়। আর এ জন্যই তারা “On this day” নামক ফিচারে বেশ কিছু পরিবর্তন এনেছে। এখন আপনি ইচ্ছা করলেই অন দিজ ডে ফিচারে যেসব লোকের বা যে যে তারিখের ঘটনা দেখতে না চান তা ঠিক করে দিতে পারবেন। ফেসবুক আপনার এ সেটিংস মনে রাখবে এবং সে অনুসারে ফিল্টার করে ‘অন দিস ডে’ তে মুহূর্তগুলো শো করবে।
একইভাবে ভালোবাসা দিবসের মত দিনে যাতে আপনার প্রাক্তন গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ডকে দেখতে না হয় (মানে যদি আপনি না চান আরকি) সে ব্যাপারেও বিশেষভাবে প্রেফারেন্স সেট করা যাবে।
ফেসবুকের অন্যান্য সকল নতুন সুবিধার মতই, এই প্রেফারেন্সের বিষয়টি এখনো সবার জন্য প্রযোজ্য নয়। তবে আপনি আপনার On this day পেজে গিয়ে চেক করতে পারেন যে আপনি এ সুবিধা পাচ্ছেন কিনা।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।