সব অপারেটরের এমএনপি অফার এখানে দেখুন

এমএনপি অফার

বাংলাদেশে এমএনপি বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি সুবিধা চালু হওয়ার ফলে গ্রাহকরা সহজেই মোবাইল নম্বর না বদলিয়েই পছন্দের অপারেটর ব্যবহার করতে পারছেন। এর ফলে গ্রাহক ধরে রাখতে এবং নতুন গ্রাহক পেতে অপারেটরদের মাঝেও এমএনপি অফার দেয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে।

চলুন দেখা যাক কোন অপারেটর তাদের কাছে অন্য অপারেটর থেকে আসা গ্রাহকদের জন্য কেমন এমএনপি অফার দিচ্ছে।

টেলিটক এমএনপি অফার

মাইগ্রেশন চার্জঃ ফ্রি

হ্যাঁ। আমি টেলিটকের হেল্পলাইনে কল করেছিলাম, তারা বলেছে বিনামূল্যে টেলিটক এই এমএনপি সার্ভিসটি দিচ্ছে। তবে আপনার যদি কোনো ব্যালেন্স লোন নেয়া থাকে কিংবা আপনার কাছ থেকে এরকম কোনো পাওনা আপনার বর্তমান অপারেটরের থাকে, তাহলে সেই টাকাটা আপনার খরচ করতে হবে। টেলিটকে আসতে চাইলে এজন্য নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

এমএনপি ব্যবহার করে টেলিটকে এলে যে বিশেষ এমএনপি অফার পাবেন তা নিম্নরূপঃ

  • ৫৭ পয়সা প্রতি মিনিট (ভ্যাট সহ, ১ সেকেন্ড পালস, ৩ মাস)
  • ৪৫ টাকা রিচার্জে ১জিবি ৩০ দিন (৯০ দিন পর্যন্ত নেয়া যাবে)

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত টেলিটকের এই এমএনপি অফার চলবে।

সূত্রঃ টেলিটক হেল্পলাইন

গ্রামীণফোন এমএনপি অফার

মাইগ্রেশন চার্জঃ ১৫৫ টাকা

গ্রামীণফোনে এলে আপনার যে নতুন সিম নিতে হবে সেটির জন্য আপনাকে খরচ করতে হবে ১৫৫ টাকা। অন্য অপারেটর থেকে মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে গ্রামীণফোন নেটওয়ার্কে এলে আপনি জিপি’র নতুন সিম অফারটিই এমএনপি অফার হিসেবে পাবেন। অর্থাৎ নতুন গ্রামীণফোন সিম কিনলে যে অফার, সেটিই আপনি আপনার আগের নম্বরে নতুন জিপি নেটওয়ার্কে উপভোগ করতে পারবেন। অফারের বিস্তারিত এখানে তুলে দেয়া হল।

এমএনপি ব্যবহার করে গ্রামীণফোনে এলে যে বিশেষ এমএনপি অফার পাবেন তা নিম্নরূপঃ

  • ৫ টাকার প্রিলোডেড ব্যালেন্স
  • প্রিলোডেড অ্যামাউন্ট-এর মেয়াদ বোনাস প্রাপ্তির দিন থেকে ৩০ দিন (বিতরণের দিনসহ)
  • প্রিলোডেড অ্যামাউন্ট জানতে ডায়াল *৫৬৬#
  • নতুন সিমে ইন্টারনেট ব্যবহারে টাকা ১.০০/MB চার্জ প্রযোজ্য হবে, সর্বোচ্চ ৫MB পর্যন্ত। একই রেটে ২০০MB পর্যন্ত নিরবিছিন্ন ইন্টারনেট সংযোগ অব্যাহত রাখতে ডায়াল করুন *121*3352# অথবা ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3#

প্রথম রিচার্জে ফ্রি ইন্টারনেট, ১ পয়সা প্রতি সেকেন্ডঃ

  • প্রথমবার ঠিক ৩৪ টাকা রিচার্জে গ্রাহকগণ ২৪ ঘণ্টা যেকোনো  লোকাল অপারেটরে ১পয়সা/সেকেন্ড কল রেটে কথা বলতে পারবেন, যার মেয়াদ ৩০ দিন। সাথে পাবেন ৭ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট
  • বোনাস ও মেয়াদ জানতে ডায়াল *১২১*১*২#

৯ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেটঃ

  • গ্রাহকগণ ৯ টাকা রিচার্জে (সকল চার্জ অন্তর্ভুক্ত) ১ জিবি ইন্টারনেট কেনার সুবিধা উপভোগ করতে পারবেন। ৭ দিন মেয়াদে এই ১ জিবি ইন্টারনেট কিনতে গ্রাহককে ঠিক ৯ টাকা (সকল চার্জ অন্তর্ভুক্ত) রিচার্জ করতে হবে। (প্রতি মাসে সর্বোচ্চ একবার)।
  • ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট অফারটি সংযোগ চালু হওয়ার পর ৩৪ টাকা রিচার্জ-এর মাস সহ ৯ মাস পর্যন্ত চালু থাকবে
  • প্রতি মাসে কেনার অবশিষ্ট সুযোগ জানতে ডায়াল *১২১*১১১১#

সূত্রঃ গ্রামীণফোন ওয়েবসাইট

রবি এমএনপি অফার

মাইগ্রেশন চার্জঃ ১৪৯ টাকা

এমএনপি ব্যবহার করে রবিতে এলে যে বিশেষ অফার পাবেন তা নিম্নরূপঃ

  • মেইন ব্যাল্যান্সে দেয়া হবে ৫০ টাকা (২ মাস মেয়াদ)
  • কলরেট ৫০ পয়সা প্রতি মিনিট, যে কোন নম্বরে ( পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত)
  • ১০০ মিনিট টকটাইম/ যে কোন নম্বরে (মেয়াদ ৩০ দিন)
  • ফ্রি ২ জিবি ডেটা একবার (মেয়াদ ৩০ দিন)
  • ফ্রি ২ জিবি ডেটা একবার (মেয়াদ ৭ দিন)

সূত্রঃ রবি হেল্পলাইন

বাংলালিংক এমএনপি অফার

মাইগ্রেশন চার্জঃ ১০০ টাকা

এমএনপি ব্যবহার করে বাংলালিংকে এলে যে বিশেষ এমএনপি অফার পাবেন তা নিম্নরূপঃ

রিচার্জ অফারঃ

  • ১GB ফ্রি ইন্টারনেট এমএনপি অফার 
  • যেকোনো নাম্বারে ৫৪ পায়সা/মিনিট আর এক সেকেন্ড এর পালস (মেয়াদ ৩ মাস)

১GB @ ৩৩ টাকা প্যাকঃ

  • ৩৩ টাকায় ১GB নেট কিনুন যত খুশি ততবার (সিম এক্টিভেট করার প্রথম ৯০ দিনের মধ্যে)। কিনতে রিচার্জ করুন ৩৩ টাকা অথবা ডায়াল করুন *১৩২*০৩৩# নম্বর।

অফারের বিস্তারিতঃ

  • রিচার্জে কলরেটের মেয়াদ ৩ মাস (৯০ দিন) এবং ১GB ইন্টারনেটের মেয়াদ ১৫ দিন
  • ১GB ফ্রি ইন্টারনেটের ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*৫#
  • ৩৩ টাকায় ১GB ইন্টারনেটের মেয়াদ ৭ দিন
  • ৩৩ টাকায় ১GB ইন্টারনেটের ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*৩০০#
  • SIM চালু করার প্রথম ৯০ দিনের মাঝে আপনি যতবার খুশি ততবার ৩৩ টাকায় ১GB ইন্টারনেটের প্যাকটি নিতে পারবেন
  • এই অফারগুলো সীমিত সময়ের জন্য

অ্যাক্টিভেশন বোনাসঃ

  • নতুন সংযোগে শুরুতেই ৫ টাকা এমএনপি অফার বোনাস দেয়া থাকবে যার মেয়াদ ১৫ দিন। এটি যেকোনো বাংলালিংক সার্ভিসের জন্য ব্যবহার যাবে। মূল একাউন্টের ব্যালেন্স জানতে ডায়াল *১২৪#
  • ৩ দিনের মেয়াদে ৫০MB ইন্টারনেট দেয়া থাকবে। ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*৫#
  • ৫০টি বাংলালিংক টু বাংলালিংক এসএমএস থাকবে ১০ দিনের মেয়াদে। এসএমএস ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*৪#
  • ২২ পয়সা/১০ সেকেন্ড যেকোনো নাম্বারে দিন-রাত ২৪ ঘন্টা

সূত্রঃ বাংলালিংক ওয়েবসাইট

এয়ারটেল এমএনপি অফার

মাইগ্রেশন চার্জঃ ১৪৯ টাকা

এমএনপি ব্যবহার করে এয়ারটেলে এলে যে বিশেষ এমএনপি অফার পাবেন তা নিম্নরূপঃ

  • মেইন ব্যাল্যান্সে এমএনপি অফার দেয়া হবে ৮০ টাকা
  • কলরেট ০.৯ পয়সা প্রতি সেকেন্ড, যে কোন নম্বরে (মেয়াদ ৯০ দিন)
  • ফ্রি ৪ জিবি ডেটা এমএনপি অফার একবার (মেয়াদ ৩০ দিন)
  • ১ জিবি করে ৪ বারে মোট ৪ জিবি ফ্রি ডেটা মাইগ্রেশনের ৩১ তম, ৬১ তম, ৯১ তম ও ১২১ তম দিনে পাবেন। প্রত্যেকবার ৭ দিন করে মেয়াদ।
  • ৯ টাকায় ১ জিবি পাবেন প্রতি মাসে ১ বার করে ১০ মাসে মোট ১০ বার (প্রত্যেকবার মেয়াদ ৭ দিন করে)। ৯ টাকা রিচার্জ করলেই অটো টাকা কেটে এই ডেটা কেনা হয়ে যাবে।
  • ৩১ টাকায় ২জিবি (১ জিবি ৪জি/৩জি/২জি +১ জিবি ৪জি) ডেটা যতবার খুশি ততবার (মেয়াদ ৭ দিন), মাইগ্রেশন করার ৯০ দিন পর্যন্ত এই অফার চলবে।
  • ফোন ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১#
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#

সূত্রঃ এয়ারটেল হেল্পলাইন

মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন করার উপায় এই লিংকে দেখুন

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,577 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *